Type Here to Get Search Results !

Apply for West Bengal's Prochesta Prokolpo scheme to get Rs 1000; check details here

The West Bengal Government has launched two schemes to help  .

prochesta online application form- কারা আবেদন করতে পারবেন ?

১) যে কেউ এই প্রকল্পে আবেদন করতে পারবেন যিনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা ।

২) পরিবারের সেই ব্যাক্তি আবেদন করতে পারবেন যিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ।

prochesta online application form – কারা আবেদন করতে পারবেন না ?

খুব গুরুত্বপুর্ন একটি বিষয় হল যদি আপনি পশ্চিমবঙ্গ সরকারের কোন প্রকার পেনশন প্রকল্প
যেমন- বার্ধক্যভাতা, বিধবাভাতা, অক্ষমতাভাতা ইত্যাদী এবং সামাজিক সুরক্ষা যোজনা ( SSY ) প্রকল্পের এবং MGNREGA (১০০ দিনের কাজ) প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন তাহলে এই প্রকল্পে আবেদনের যোগ্য নন ।

আবেদনের জন্য গুরুত্বপূর্ণ তথ্য হল (prochesta online application)

একটি পরিবারে শুধুমাত্র একজনই দরখাস্ত করতে পারবেন । এখানে পরিবার বলতে স্বামী, স্ত্রী ও অবিবাহিত সন্তানদের(মেয়ে-ছেলে) ধরা হবে ।

এখানে ক্লিক করে ডাউনলোড করুন ‘প্রচেষ্টা প্রকল্প ’এর অনলাইন ফর্ম।

এখানে ক্লিক করে অনলাইনে ডাউনলোড করা পূরণ ফর্ম জমা করুন।

কি এই ‘প্রচেষ্টা প্রকল্প’?

লকডাউনে কাজহারাদের এককালীন অর্থ সাহায্য দিতে ‘প্রচেষ্টা প্রকল্প’এর ঘোষণা করেছে রাজ্য সরকার। এই ‘প্রচেষ্টা প্রকল্প’ এর জন্য আবেদনকারী ১০০০ টাকা করে সামাজিক সুরক্ষা পাবেন।

কিভাবে এই ফর্ম জমা দেওয়া হবে ?

আজ সোমবার অর্থাৎ ০৪.০৫.২০২০ থেকে কম্পিউটার বা স্মার্টফোনের মাধ্যমে রাজ্য সরকারের ওয়েবসাইট থেকে ‘প্রচেষ্টা প্রকল্প’এর আবেদনপত্র ডাউনলোড করা যাবে। এই আবেদন পত্র পূরণ করে ফের উপরে লিঙ্কে ক্লিক করে তা জমা করা যাবে।

আবেদনের সময় কিছু গুরুত্বপূর্ণ কিছু নথি কাছে রাখতে হবে সেইগুলো হল

১.আবেদনকারীদের নামের প্রমাণ পত্র ()
২.ঠিকানা প্রমাণ পত্র
৩.বয়স প্রমাণ পত্র
৪. মোবাইল নম্বর
৫.ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর
৬.ব্রাঞ্চের নাম
৭.IFSC কোড
৮. ভোটার কার্ডের নং
৯.ডিজিটাল রেশন কার্ডের নং
১০.আধার কার্ডের নং

IMPORTANT NOTE

**** দরখাস্তের সাথে ভোটার কার্ড, ডিজিটাল রেশন কার্ড, আধার কার্ড এবং ব্যাঙ্কের বই কপি আপলোড করতে হবে।

বিঃদঃ # মনে রাখবেন আপনার দরখাস্ত বিবেচিত হলে এই আকাউন্টেই আপনার টাকা

# আগামী ১৫ মে পর্যন্ত এই আবেদনপত্র জমা দেওয়া যাবে।’’

ফর্ম ফিলাপ নিয়ে আরও তথ্য জানতে এখানে ক্লিক করুন ।

prochesta online application form pdf download (পীডফ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন । )

DOWNLOAD THE APP CLICK HERE

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area