Ads

Wb TET Exam Notice 2021

Bengal government job- ১৬,৫০০ টেট উত্তীর্ণকে চাকরিতে নিয়োগ দেওয়া হবে ফেব্রুয়ারির মধ্যে: মমতা







বিধানসভা নির্বাচনের মুখে শিক্ষক নিয়োগের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নে এক সাংবাদিক বৈঠকে তিনি জানান ১৬,৫০০ শূন্যপদে অগ্রাধিকারের ভিত্তিতে নিয়োগ করবে প্রাথমিক শিক্ষা সংসদ। এছাড়া নতুন করে টেট আয়োজনের ঘোষণাও করেছেন তিনি। 

এদিন মমতা বলেন, এখন ১৬,৫০০ শূন্যপদ রয়েছে। টেট উত্তীর্ণ ২০,০০০ চাকরিপ্রার্থীর মধ্যে ১৬,৫০০ জনকে নিয়োগ করা হবে। বাকিদের দফায় দফায় নিয়োগ দেবে সরকার। আগামী ডিসেম্বর থেকেই এই প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন তিনি। জানুয়ারি - ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে এই প্রক্রিয়া। মুখ্যমন্ত্রী জানিয়েছেন অবশিষ্ট টেট উত্তীর্ণদের দফায় দফায় নিয়োগ করবে রাজ্য সরকার।

এছড়া টেটের জন্য নতুন করে ২.৫ লক্ষ আবেদন জমা পড়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে এই আবেদনকারীদের জন্য অফলাইন পরীক্ষার ব্যবস্থা করবে পর্ষদ। 


Courtesy :
Hindustan Times Bangla News

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ