Ads

Bengali Gk , General Knowledge In Bengali - History -General Knowledge In Bengali

আজকের বিষয় ইতিহাস 

১। ইশা খাঁ'র বংশধর কে ছিলেন ?
 উঃ দেওয়ান ফিরোজ খাঁ
২। ঢাকা অঞ্চলের নামের উতপত্তি হয় কোন শব্দ থেকে ?
 উঃ দবাক
৩। ১৬২২-১৬৩৮ খ্রিস্টাব্দে আরাকানের রাজা কে ছিলেন ? 
উঃ শ্রীসুধর্ম
৪। প্রাচীনকালে উত্তরবঙ্গের নাম কি ছিল ?
 উঃ পৌণ্ড্র দেশ
৫। চেদি রাজ্য এখন কোথায় রয়েছে ?
 উঃ ভারতের বুন্দেলখন্ডে
৬। মণিপুরের প্রাচীন নাম কি ছিল ? 
উঃ মিতাইলেক পাক
৭। গুপ্ত যুগে চেদি রাজ্যের রাজধানী কোথায় ছিল ? উঃ কালাঞ্জোর-এ
৮। কলচুরিদের সময় চেদি রাজ্যের রাজধানীর নাম কি হয় ? উঃ মহিষমতি নগর
৯। কোন যুগে মহিলাদের শিক্ষা না দিয়ে ঘরে বন্দী করে রাখা শুরু হয় ? উঃ নব-ব্রাহ্মন্য ধর্মের যুগে ।
১০। ১১৪২ সালে কোন বাঙালী সারা উড়িষ্যা জয় করে গঙ্গা বংশ স্থাপন করেন ? উঃ মেদিনীপুরের অনন্তবর্মা
১১। রাঢ়ের অতি প্রাচীন রাজধানী সিংহপুরের বর্তমান নাম কি ? উঃ সিঙ্গুর
১২। একাদশ খ্রিস্টাব্দ ও তার আগে নেগাপত্তম নামে যে বন্দর ছিলো তার বর্তমান নাম কি ? উঃ চেন্নাই
১৩। নেগাপত্তমে কে বৌদ্ধস্তূপ তৈরি করেন ? উঃ রাজা চূড়ামন বর্মা
১৪। গ্রিকেরা প্রাচীন কালে গুজরাতের দক্ষিনাংশকে কি নামে অভিহত করতেন ? উঃ লাট বা লারিকা
১৫। নিঃশঙ্ক মল্ল কোথাকার রাজা ছিলেন ? উঃ তাম্বপম্বী (সিংহল) ।
১৬। সিংহলের রাজা বিজয়সিংহ কত সালে মারা যান ? উঃ ৪৪৬ খ্রিস্ট পুঃ
১৭। অঙ্গ প্রদেশের রাজধানীর নাম কি ছিল ? উঃ চম্পা
১৮। বিজয় সিংহের পর সিংহলের রাজা কে হন ? উঃ পাণ্ডুবাসুদেব
১৯। বুদ্ধদেবের জন্মস্থান লুম্বিনী বনে কে স্মারক স্থাপন করেন ? উঃ সম্রাট অশোক
২০। শাক্য রাজ্য কোন সাম্রাজ্যের অন্তর্গত ছিল ? উঃ কোশল সাম্রাজ্যের
২১। ' বুদ্ধ চরিত' বইটি কার লেখা ? উঃ অশ্বঘোষ
২২। প্রাচীন কালে সারথী কাকে বলা হত ? উঃ রাজার প্রধান পরামর্শ দাতা কে
২৩। বুদ্ধদেব কত বছর বয়সে দেহ রাখেন ? উঃ ৮০ বছর
২৪। বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্ম থেকে মুখ্যত কোথায় আলাদা ? উঃ সঙ্ঘ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে
২৫। জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর বর্ধমান মহাবীর কবে জন্ম নেয় ? উঃ ৫৪৭ খ্রীস্টাব্দে
২৬। প্রাচীন কালে কাদের নির্গ্রন্থ ও অরিহন্তা বলা হত ? উঃ জৈন ধর্মাবলম্বীদের
২৭। 'বোধিবৃক্ষ' কে ধ্বংস করেন ? উঃ পুষ্যমিত্র রাজা
২৮। জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ? উঃ আদিনাথ বা ঋষভ দেব
২৯। কবে জৈন ধর্মাবলম্বীরা দুই দলে ভাগ হয়ে যায় ? উঃ ৭৮ খ্রীস্টাব্দে
৩০। জৈন ধর্মে কোন তীর্থঙ্কর মহিলা ছিলেন ? উঃ মল্লীনাথ ( ১৯ তম)
৩১। 'কল্পসূত্র' বইটি কার লেখা ? উঃ মৌর্য সম্রাট চন্দ্রগুপ্তের গুরু ভদ্রবাহুর
৩২। সম্রাট অশোকের ছেলেদের নাম কি ? উঃ কুনাল , তাইবর ও জলুক
৩৩। ভারতের প্রথম পশু চিকিৎসালয় কে তৈরি করেন ? উঃ সম্রাট অশোক
৩৪। সম্রাট চন্দ্রগুপ্ত কার সাথে যুদ্ধ করে সিন্ধুদেশ উদ্ধার করেন ? উঃ সেলুকাস বা সেলাক্স
৩৫। মৌর্য সম্রাট বিন্দুসারের রাজত্বকালে ইজিপ্টের কোন রাজদূত ভারতে আসেন ? উঃ দাইওসিসিয়াস
৩৬ । অশোকের সময় কাশ্মীরের প্রধান নগরের নাম কি ছিল ? উঃ প্রবরপুর
৩৭। সম্রাট অশোকের পর মৌর্য বংশের সিংহাসনে কে বসেন ? উঃ নাতি দশরথ
৩৮। সম্রাট অশোকের মৃত্যুর ৪৭ বছর পরে কে মৌর্য রাজা ব্রিহদ্রথ কে ছল করে মেরে সিংহাসনে বসেন ? উঃ শুঙ্গ বংশের ব্রাহ্মন সন্তান ও ব্রিহদ্রথের সেনাপতি পুষ্যমিত্র
৩৯। সম্রাট অশোকের লেখা শিলালিপি জনসাধারন পড়ে বোঝেন কিনা ও সবসময় মনে রাখেন কিনা তা পর্যবেক্ষণের ভার কাদের ছিল ? উঃ ধর্ম মহাপাত্র ও রাজুকদের উপর
৪০। গ্রীক বীর মিনান্ডা কার কাছে পরাজিত হন ? উঃ ব্রাহ্মন সন্তান ও ব্রিহদ্রথের সেনাপতি পুষ্যমিত্রের কাছে
৪১। সম্রাট অশোকের ধম্মনিতী লেখা শিলালিপির সংখ্যা কত ছিল ? উঃ প্রায় ৮৪ হাজার
৪২। কার রাজত্বকালে পাণিনি ব্যকরণ রচনা করেন ? উঃ পুষ্যমিত্রের
৪৩। কান্ব বংশ কত বছর মগধে রাজত্ত্ব করে ? উঃ ৪৫ বছর
৪৪। বুদ্ধদেব কোন বংশের সন্তান ? উঃ ইক্ষাকু
৪৫। আন্ধ্রা বংশের শেষ রাজা কে ছিলেন ? উঃ পুলোমারি
৪৬। আন্ধ্রা বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন ? উঃ গৌতমপুত্র জ্ঞানশ্রী
৪৭। কোন সম্রাট বিক্রমাদিত্য উপাধি ধারন করেন ? উঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
৪৮। কনিস্কের ছেলের নাম কি ? উঃ হবিস্ক ( পরিবর্তিত নাম বাসুদেব )
৪৯। প্রথম চন্দ্রগুপ্তের স্ত্রীর নাম কি ? উঃ লিচ্ছবিকন্যা রানীকুমার দেবী
৫০। প্রথম কুমার গুপ্তের ছেলেদের নাম কি ?
 উঃ স্কন্দগুপ্ত ও পুরোগুপ্ত


--------------------------------
ভালো লাগলে কমেন্ট করে জানাবেন প্লিজ


Join Our Telegram Channel : JOIN



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ