Lockdown News in West Bengal , West Bengal CM Mamata Banerjee changes Lockdown
পশ্চিমবঙ্গে আগামী ১৫ জুন পর্যন্ত রাজ্যে কড়া বিধিনিষেধের ঘোষণা করা হয়েছিল। তবে তা কিছুটা লাঘব করল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বিভিন্ন ক্ষেত্র থেকে ছাড়ের আবেদন জানানো হয়েছিল। সেইমতো কয়েকটি ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। একনজরে দেখে নিন সেগুলি -
মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, যে ১৫ জুন পর্যন্ত বিধিনিষেধ বাড়িয়ে দেওয়া হয়েছে, তাই কয়েকটি ক্ষেত্র থেকে অনুরোধ করা হয়েছে। সেইমতো পাড়ার মুদির দোকান-সহ বইয়ের দোকান খোলা রাখা হবে।
সোনা এবং শাড়ির দোকানের মতো বেলা ১২ টা থেকে দুপুর ৩ টে পর্যন্ত খুচরো বাজারের (রিটেল মার্কেট) দোকান খোলা যাবে।
এছাডাও ১০ শতাংশ কর্মী নিয়ে কাজ চালু হতে পারবে তথ্যপ্রযুক্তি অফিস।
কোনও নির্মাণ সংস্থা যদি নিজেদের কর্মীদের টিকা প্রদান করে কাজ শুরু করতে চায়, তাদের ছাড় দেওয়া হবে। মেনে চলতে হবে সামাজিক দূরত্বের বিধি।
0 মন্তব্যসমূহ