Ads

CTET Exam, CTET Syllabus , CTET Exam Process 2021

CTET Exam, CTET Syllabus , CTET Exam Process 2021



CTET Exam /টেট পরীক্ষার আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় গুলোতে শিক্ষকতা করার জন্য এই পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকেই প্রার্থীরা আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে পরীক্ষা কেন্দ্র রয়েছে। CTET Exam Notification, December 2021.

CTET Syllabus
CTET Exam 2021



CTET (Central Teacher Eligibility Test) -এর দুটি পরীক্ষা হয় যথা Paper- I ও Paper- II. Paper- I হলো ক্লাস I থেকে V পর্যন্ত এবং Paper- II ক্লাস VI থেকে VII পর্যন্ত শিক্ষকতা করার জন্য পরীক্ষা। প্রার্থীরা তাদের যোগ্যতা অনুযায়ী Paper- I এবং Paper- II এর মধ্যে যেকোনো একটিতে অথবা উভয় পরীক্ষাতে আবেদন করতে পারেন।




শিক্ষাগত যোগ্যতা- Educational Qualification for CTET Exam 2021



Paper- I: অন্তত ৪৫ শতাংশ নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক পাশ, সঙ্গে ২ বছরের D.El.Ed কোর্স পাশ করে থাকতে হবে। এবং যেসব প্রার্থীরা D.El.Ed কোর্সের শেষ বর্ষে (Final Year) পাঠরত তারাও আবেদন করতে পারবেন।

অথবা, অন্তত ৫০ শতাংশ নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক পাশ, সঙ্গে ৪ বছরের B.El.Ed (Bachelor of Elementary Education) কোর্স পাশ করে থাকতে হবে।

অথবা, যেকোনো শাখায় স্নাতক পাশ, সঙ্গে ২ বছরের D.El.Ed কোর্স পাশ করে থাকতে হবে।


Paper- II: যেকোনো শাখায় স্নাতক পাশ, সঙ্গে ২ বছরের D.El.Ed কোর্স পাশ করে থাকতে হবে।

অথবা, অন্তত ৫০ শতাংশ নম্বর নিয়ে স্নাতক পাশ, সঙ্গে ১ বছরের B.Ed কোর্স পাশ করে থাকতে হবে।

Age limit for CTET 2021 

বয়সসীমা- আবেদকারীর বয়স হতে হবে কমপক্ষে ১৭ বছর।


How to Apply for CTET Exam 2021 / CTET Application Process 

আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য আবেদনকারীর একটি বৈধ মোবাইল নম্বর ও একটি ইমেল আইডি থাকতে হবে। আবেদন করার সময় প্রার্থীর ছবি এবং সই স্ক্যান করে আপলোড করতে হবে। স্ক্যান করা ছবির সাইজ (৩.৫ x ৪.৫) হতে হবে ১০- ১০০ কেবির মধ্যে। স্ক্যান করা সই -এর সাইজ হতে হবে ৩- ৩০ কেবির মধ্যে। ctet.nic.in ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। নীচে দেওয়া লিংকে ক্লিক করে অনলাইনে আবেদন ও অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করতে পারবেন।


CTET Application Fees 2021

আবেদন ফি- যেসব প্রার্থীরা শুধুমাত্র একটি পরীক্ষার জন্য আবেদন করবেন (Paper- I অথবা Paper- II) তাদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ জমা দিতে হবে ১০০০ টাকা (GEN/ OBC) এবং ৫০০ টাকা (SC/ ST/ PWD)। আর যেসব পরীক্ষার্থীরা উভয় পরীক্ষার জন্য আবেদন করবেন (Paper- I ও Paper- II) তাদের ক্ষেত্রে ১২০০ টাকা (GEN/ OBC) এবং ৬০০ টাকা (SC/ ST/ PWD)। আবেদন ফি জমা দিতে পারবেন Debit Crad, Credit Card, Net Banking, Master Card, VISA Card -এর মাধ্যমে।


পরীক্ষার সিলেবাস- CTET Syllabus 2021/CTET Exam Syllabus 

Paper- I:

i) Child Development and Pedagogy (compulsory): 30 Marks

ii) Language I (compulsory): 30 Marks

iii) Language II (compulsory): 30 Marks

iv) Mathematics: 30 Marks

v) Environmental Studies: 30 Marks


মোট ১৫০ নম্বরের পরীক্ষা। সময়সীমা ২ ঘন্টা ৩০ মিনিট।


Paper- I:

i) Child Development & Pedagogy (compulsory): 30 Marks

ii) Language I (compulsory): 30 Marks

iii) Language II (compulsory): 30 Marks

iv) Mathematics and Science (for Mathematics and Science teacher): 60 Marks

OR, Social Studies/Social Science (for Social Studies/Social Science teacher): 60 Marks


মোট ১৫০ নম্বরের পরীক্ষা। সময়সীমা ২ ঘন্টা ৩০ মিনিট।


পরীক্ষার তারিখ- CTET Exam Date 2021

 CBT (Computer Based Test) হবে ১৬ ডিসেম্বর ২০২১ থেকে ১৩ জানুয়ারি ২০২২ তারিখ পর্যন্ত।



CTET Application Date 

আবেদন শুরু: ২০/০৯/২০২১

আবেদন শেষ: ১৯/১০/২০২১




CTET Application Link 2021


CTET Exam APPLY >>>>>>
  APPLY
Download Official Notice
Official Website



 


West Bengal Job Whatsapp Group





West Bengal Job Facebook Group



West Bengal Job YouTube channel 




West Bengal Job Telegram Group



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ