Type Here to Get Search Results !

NSOU BDP EBG 8 Answer Download , EBG 8 Answer Download

 

NSOU BDP EBG 8 Answer Download , EBG 8 Answer Download  






Dear All NSOU Students Welcome to our website West Bengal Job

আজকে আপনাদের সাথে শেয়ার করবো Nsou bdp EBG 8 Answer , যে সমস্ত ছাত্র ও ছাত্রী Netaji Open University তে এবার NSOU BDP Final YEAR EXAM দিবেন তাদের সুবিধার জন্য আমরা প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেছি , তবে অবশ্যই নিজেরা যাচাই করার পর পরিক্ষা দিবেন , __________
। কোন বর্ণটির প্রয়োগ চর্যাপদে অনুপস্থিত ?
উঃ ক্ষ
২। “সমগ্র ‘গীতাঞ্জলি’ আসলে আধ্যাত্মিক প্রেমের কাব্য” উক্তিটি কার?
উঃ নেম্যান।
৩। Translation কখন Transcreation হয়ে ওঠে?
উঃ অনুবাদক যখন কোনকিছুকে অনুবাদ করত্ব মূল সৃষ্টির ভাব সৌন্দর্য রেখে তখনই হয়।
৪। ইংরেজি blank verse-এর বাংলা রূপায়ন হল
উঃ অমিত্রাক্ষর ছন্দ।
৫। রোমিও জুলিয়েট কার লেখা ?
উঃ হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
৬। Gitanjali তে কী আছে?
উঃ ১৫৭ টি গীতিকবিতা।
৭। সংস্কৃত ও বাংলা ভাষায় উচ্চারণগত প্রধান পার্থক্য কী?
উঃ ধ্বনি ও বর্ণের সাম্যতা।
৮। কলিকাতা বিশ্ববিদ্যালয় বানান-সংস্কার সমিতি গঠিত হয় কোন সালে ?
উঃ ১৯৩৭ সালে।
৯। প্রতিবেদন লিখনের ক্ষেত্রে যে-রচনা-কাঠামোটি অনুসৃত হয়, সেটি দেখতে অনেকটা-
উঃ উল্টো পিরামিডের মতো।
১০। কোনটি সম্পাদনা-নীতি বহির্ভূত ?
উঃ সাধারণ পিরামিড নীতিতে লেখা।
১১। চলন্তিকার রচয়িতা কে?
উঃ রাজশেখর বসু।
১২। সংবাদ সংরূপকে কোন তিনটি মানে বিচার করা হয়?
উঃ সংরূপের বিষয়, সংরূপের কার্যাবলী ও সংরূপের পদ্ধতি।
১৩। বাংলা সাহিত্যে ‘রেফ’-এর প্রথম প্রয়োগ দেখা যায় কোথায়?
উঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে।
১৪। বাংলা বানানের মূল সমস্যা-যে 'বানানের uniformity বা সমতা', সেটি প্রখম চিহ্নিত করেছিলেন কে?
উঃ প্রবোধচন্দ্র সেন।
১৫। পৌলবর্জিনী’র রচয়িতা কে?
উঃ কৃষ্ণকোমল ভট্টাচার্য।
১৬। কোনটির রূপান্তর ‘বিসর্জন’ নাটক?
উঃ রাজর্ষি উপন্যাসের। (ইংরেজি অনুবাদ Sacrifice)
১৭। z-এর উচ্চারণ বোঝাতে কোন সাহিত্যিক লিখেছিলেন ‘হয়, ZTনতি পার না।’?
উঃ পরশুরাম বা রাজশেখর বসু।
১৮। Gitanjali উৎসর্গ করা হয়েছে কাকে?
উঃ রোদেন স্টাইনকে।
১৯। অঙ্গসজ্জা সম্পাদনার কী?
উঃ সম্পাদনার একটি অনিবার্য অনুষঙ্গ।
২০। বানানের ‘সুশৃঙ্খল সরলীকরণের’ কথা কে বলেছেন?
উঃ ভূদেব চৌধুরী।
২১। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কী?
উঃ শিরোনাম।
২২। সংবাদ সংরূপ গঠন-পদ্ধতি কাটি ভাগে বিভক্ত ?
উঃ চারটি।
২৩। বিদ্যাসাগরের 'বর্ণপরিচয়' প্রথম ভাগ-এ ( ১৯৫৫ ) মোট বর্ণ সংখ্যা
উঃ ৫২ টি (স্বরবর্ণ= ১২ টি ও ব্যঞ্জনবর্ণ= ৩৯ টি।
২৪। সম্পাদনা-চিহ্নের প্রয়োজন কেন?
উঃ সম্পাদক তাঁর নির্দেশ সম্পাদক চিহ্নের দ্বারা কম্পোজিটারকে বোঝাতে পারে।
২৫। লীড কী ?
উঃ প্রতিবেদনের প্রারম্ভিক অনুচ্ছেদ।
২৬। ‘খৃষ্টান' - এই প্রচলিত বানালে সরলীকৃত রূপটি কী?
উঃ খ্রিস্টান।
২৭। সম্পাদনার ক্ষেত্রে circus lay-out আসলে কী?
উঃ অঙ্গসজ্জার রূপ অনুযায়ী একটি ভাগ।
২৮। কোনো একটি সংবাদগোষ্ঠীর নিজস্ব মূল্যায়ন মুদ্রিত হয় সেই সংবাদপত্রের
উঃ সম্পাদকীয় নিবন্ধে।
২৯। ইংরেজি থেকে বাংলায় প্রথম অনুবাদ-গ্রন্থ রচনা করেন কে?
উঃ উইলিয়াম কেরী।
৩০। জনশিক্ষা যদি সর্বজনীন করতে হয়, মাতৃভাষার রূপকে সরলভম করতেই হবে।- উক্তিটি করেছেন কে?
উঃ ক্ষেত্রগুপ্ত।
 


Ebg 8 Answer



 


West Bengal Job Whatsapp Group





West Bengal Job Facebook Group





West Bengal Job YouTube channel 




West Bengal Job Telegram Group





ebg 8,nsou bdp ebg 8 question bank answer,ebg 8 final exam answer,ebg 8 question bank answer,ebg 8 assignment question answer,ebg 8 answer,nsou bdp ebg 8 new question bank answer,bdp exam answer,ebg 8 exam answer pdf,nsou bdp exam answer,nsou bdp term end exam answer key,nsou ebg 8,ebg 8 final exam answers,nsou bangla paper 8 question bank answer,nsou bdp exam answer key,ebg 8 assignment answer 2021,bdp ebg 8 question bank answer








Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area