West Bengal Government College Non- Teaching Staff Recruitment 2021
রাজ্যের কলেজে গ্রূপ- ডি নন টিচিং স্টাফ পদে সম্পূর্ণ ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন। কোনোরূপ লিখিত পরীক্ষা হবে না। সরাসরি ওয়াক- ইন- ইন্টারভিউ (Walk-in-interview) -এর মাধ্যমে চাকরির সুযোগ রয়েছে। কোন কোন পদে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ রইলো বিস্তারিত প্রতিবেদন।
পদের নাম- পিওন।
শূন্যপদ- 1 টি।
শিক্ষাগত যোগ্যতা- অষ্টম শ্রেণি পাশ।
বেতনক্রম- মূল বেতন 4,900/- টাকা থেকে 16,200/- টাকা।
পদের নাম- Lab Attendant (Geography)
শূন্যপদ- 1 টি।
শিক্ষাগত যোগ্যতা- অষ্টম শ্রেণি পাশ।
বেতনক্রম- মূল বেতন 4,900/- টাকা থেকে 16,200/- টাকা। সঙ্গে গ্রেড পে 1,700/- টাকা।
পদের নাম- Lab Attendant (Chemistry)
শিক্ষাগত যোগ্যতা- অষ্টম শ্রেণি পাশ।
বেতনক্রম- মূল বেতন 4,900/- টাকা থেকে 16,200/- টাকা। সঙ্গে গ্রেড পে 1,700/- টাকা।
আবেদন পদ্ধতি- পদগুলিতে আবেদন করতে গেলে প্রার্থীকে আবেদনপত্রটি ডাউনলোড করে সমস্ত নথিপত্র সংযোজন করে নির্দিষ্ট ঠিকানায ইন্টারভিউয়ের দিন পৌঁছাতে হবে। প্রার্থীকে আবেদন ফি বাবদ প্রার্থীকে 150/- টাকা ইন্টারভিউয় স্থলে জমা দিতে হবে। আলাদা করে আবেদনপত্র কোথাও পাঠাতে হবে না।
ইন্টারভিউ -এর তারিখ: 5 ডিসেম্বর, 2021। ইন্টারভিউ শুরু হবে সকাল 10 টা থেকে।
ইন্টারভিউ -এর স্থান: Bankura Sammilani College, Bankura, West Bengal.
নিয়োগের স্থানঃ নিয়োগ করা হবে খাতড়া আদিবাসী মহাবিদ্যালয় (Khatra Adibasi Mahavidyalaya) -এ। সম্পূর্ণ চুক্তিভিত্তিক ভাবে নিয়োগ করা হবে।
Official Notice: Download Now
Official Website: Click Here
0 মন্তব্যসমূহ