Ads

Number System in Bengali , Number System Tricks in Bengali

Number System in Bengali , Number System Tricks in Bengali


সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর।


১. স্বাভাবিক সংখ্যা কি?


উত্তরঃ যে সকল ধনাত্বক পূর্ণসংখ্যা গণনার জন্য ব্যবহৃত হয় সেগুলোকেই স্বাভাবিক সংখ্যা বলে।


২. দুই বা ততোধিক সংখ্যার স্বাভাবিক সংখ্যার গুনফল কি হবে?


উত্তরঃ স্বাভাবিক সংখ্যা হবে।


৩. স্বাভাবিক সংখ্যার প্রকাশক প্রতীক কি?


উত্তরঃ স্বাভাবিক সংখ্যার প্রতিক হলো N


৪. স্বাভাবিক সংখ্যা কত প্রকার ও কিকি?


উত্তরঃ স্বাভাবিক সংখ্যা দুই প্রকারঃ (ক) মৌলিক সংখ্যা  (খ) যৌগিক সংখ্যা

Number System in Bengali , Number System
Number System in Bengali , Number System


৫. মৌলিক সংখ্যা কাকে বলে?


উত্তরঃ যে সংখ্যাগুলি শুধুমাত্র সেই সংখ্যা এবং ১ ব্যতিত অন্য কোন সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় না তাদেরকে মৌলিক সংখ্যা বলে।


৬. তিনটি মৌলিক সংখ্যার উদাহরণ দাও?


উত্তরঃ তিনটি মৌলিক সংখ্যা হলো-২,৩,৫


. যৌগিক সংখ্যা কাকে বলে?


উত্তরঃ যে সব সংখ্যা সেই সংখ্যা এবং ১ ছাড়াও অন্য সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় সেই সব সংখ্যাকে যৌগিক সংখ্যা বলে।


৮. জোড় সংখ্যা কাকে বলে?


উত্তরঃ ২ দ্বারা বিভাজ্য সকল সংখ্যাকে জোড় সংখ্যা বলে।


৯.মুলদ সংখ্যা কাকে বলে?


উত্তরঃ যে সব সংখ্যা দুটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসাবে প্রকাশ করা যায় না সেগুলিকে অমুলদ সংখ্যা বলে।


১০. বাস্তব সংখ্যা কাকে বলে?


উত্তরঃ সকল মূলদ এবং অমুলদ সংখ্যাকে এক সাথে বাস্তব সংখ্যা বলে:


১১. স্বাভাবিক সংখ্যার ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যা কত?


উত্তরঃ স্বাভাবিক সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যা ১ এর বৃহত্তম কোন সংখ্যা নেই।


১২. কাল্পনিক সংখ্যার প্রতিক কি?


উত্তরঃ কাল্পনিক সংখ্যার প্রতীক হলো i=√-1


১৩. ৫ কেন মৌলিক সংখ্যা?


উত্তরঃ ৫ একটি মৌলিক সংখ্যা কারন ৫ এর গুননীয়ক শুধু মাত্র ১ এবং ৫।


১৪. স্বাভাবিক সংখ্যার সেট লিখ?


উত্তরঃ স্বাভাবিক সংখ্যার সেট N = {1,2,3,4,5,6,7……n}


১৫. 1+i জটিল সংখ্যার মডুলাস কত?


উত্তরঃ 1+i কে A+iB এর সাথে তুলনা করে পাই A=1 এবং ব=১


১৬. ঋণাত্বক পূর্ণ সংখ্যার সেট লিখ?[জাবিঃ ২০১২]


উত্তরঃ I = {-1,-2,-3,-4………..}


17. জটিল সংখ্যার আকার টি লিখ।[জাবিঃ ২০১১,২০১৭]


উত্তরঃ a এবং b দুটি বাস্তব সংখ্যা হলে জটিল সংখ্যার আকার হবে a±ib. 








number system in bengali,number system,shortcut math tricks in bengali,math tricks in bengali,number system tricks in bengali,number system short tricks in bengali,number system tricks,number system math in bengali,maths tricks in bengali,math in bengali,number system bangla,math number system in bengali,what is number system in bengali,wbp math class in bengali,easy tricks number system in bengali,number system math in bengali pdf,number system best tricks

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ