Ads

WB SSC Exam 2022: ২০ হাজার শিক্ষকের শূন্যপদ পূরণে এবার পরীক্ষা নেট এবং সেট-এর ধাঁচে

WB SSC Exam 2022: ২০ হাজার শিক্ষকের শূন্যপদ পূরণে এবার পরীক্ষা নেট এবং সেট-এর ধাঁচে 


Published By : Westbengaljob.in Date : 24/05/2022 



২০২০ সালের স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের পরীক্ষার যে নিয়ম ছিল, তাতে বিস্তর পরিবর্তন আসতে চলেছে, সূত্রের খবর এমনই। কমিশন সূত্রে খবর, প্রিলিমিনারি পরীক্ষা হবে ১০০ নম্বরে। ওএমআর শিটে নেওয়া হবে এই পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে সাবজেক্টের পরীক্ষা দিতে পারবেন পরীক্ষার্থীরা। সাবজেক্টের পরীক্ষা হবে ওয়েমার শিটে। কমিশন সূত্রে খবর, নেট এবং সেট-এর ধাঁচেই এবার এসএসসি অর্থাৎ শিক্ষক নিয়োগের পরীক্ষা করবে কমিশন। শিক্ষক নিয়োগের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর শিক্ষক বা শিক্ষিকারা কিভাবে স্কুল বাছাই করবেন, তার জন্য থাকছে বিস্তর পরিবর্তন।

WB SSC Exam 2022: ২০ হাজার শিক্ষকের শূন্যপদ পূরণে এবার পরীক্ষা নেট এবং সেট-এর ধাঁচে
WBSSC Recruitment 2022


এর পাশাপাশি গুরুত্বপূর্ণ বিষয়ে ইন্টারভিউ ফের ফিরিয়ে আনা হচ্ছে। শিক্ষক নিয়োগের পরীক্ষার ইন্টারভিউ হবে ১০ নম্বরে। 


আগামী দুই সপ্তাহের মধ্যে গোটা নিয়োগ সংক্রান্ত আইন স্কুল সার্ভিস কমিশন পাঠাবে স্কুল শিক্ষা দফতরের চূড়ান্ত অনুমোদনের জন্য। অনুমোদন হলেই বিজ্ঞপ্তি আকারে তা জানাবে কমিশন। প্রায় ২০ হাজারেরও বেশি শূন্য পদ তৈরি হয়েছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ