Ads

Army Eastern Command Recruitment 2022 -আলিপুর কমান্ড হসপিটালে চাকরি

Army Eastern Command Recruitment 2022 -আলিপুর কমান্ড হসপিটালে চাকরি 



 Get All Latest Update Alerts - Join our WestBengalJob.in  Groups in 

 Whatsapp  Telegram |  Google News 

Published By : Westbengaljob.in.     Date : 08.06.2022 




রাজ্যে আলিপুর কমান্ড হসপিটালের তরফ থেকে লোয়ার ডিভিশন ক্লার্ক, হেলথ ইনস্পেক্টর সহ আরও অন্যান্য গ্রুপ-C এবং গ্রুপ-D পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ন্যূনতম মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করা যাবে।  

পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। বিভিন্ন পদে প্রার্থী নিয়োগ করা হবে। এখানে সব মিলিয়ে ১৫৮ টি শূন্যপদ বর্তমান। লিখিত পরীক্ষার মাধ্যমে এখানে প্রার্থী বাছাই করা হবে। আবেদন অফলাইনের মাধ্যমে করতে হবে। 🌈
Army Eastern Command Recruitment 2022 -আলিপুর কমান্ড হসপিটালে চাকরি



বিজ্ঞপ্তিটি প্রকাশিত হওয়ার ৪৫ দিনের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় আবেদন পত্র পাঠাতে হবে। এই চাকরির জন্য আবেদনের শেষ তারিখ, আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতি, মাসিক বেতন, মোট শূন্যপদ সহ সমস্ত বিষয় নিচে আলোচনা করা হলো। 


Army Eastern Command Recruitment 2022: Highlights

Candidates can check the highlights in the table given below:

NotificationArmy Eastern Command Recruitment 2022 for 158 Group C Posts, Check Salary, Application Form Here
Notification DateApril 30, 2022
Last Date of SubmissionJune 14, 2022
CityKolkata
StateWest Bengal
CountryIndia
OrganizationIndian Army
Educational QualificationsSecondary, Senior Secondary
FunctionalAdministration

Army Eastern Command Recruitment 2022: Important Dates

Application deadline: within 45 days of the date of publication of this advertisement in the employment news (14 June 2022).

Army Eastern Command Recruitment 2022: Vacancy

Candidates can check out the vacancy details here: 

Post NameNumber of Posts
Barber9
Chowkidar12
Lower Division Clerk3
Safaiwali35
Health Inspector18
Cook3
T / Mate8
Ward Sahayika53
Washerman17
Total Vacancies158


নিয়োগের তথ্য (Post Details)

(1) পদের নাম- লোয়ার ডিভিশন ক্লার্ক (Lower Division Clerk) 

বেতন- পে লেভেল 2 অনুযায়ী প্রতিমাসে 19900 – 63200 টাকা দেওয়া হবে।

বয়স- এই পদের জন্য আবেদনকারীর বয়স 18 থেকে 25 বছর বয়সের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা- রাজ্যের যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় পাশ হতে হবে। কম্পিউটারে ইংলিশ কিংবা হিন্দিতে প্রতি মিনিটে 35 টি শব্দ লেখার দক্ষতা থাকতে হবে।

মোট শূন্যপদ – 3 টি।

(2) পদের নাম- হেলথ ইনস্পেক্টর (Health Inspector) 

বেতন- পে লেভেল 4 অনুযায়ী প্রতিমাসে 25500-81100 টাকা দেওয়া হবে।

বয়স- আবেদনকারী বয়স 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে।🌈

শিক্ষাগত যোগ্যতা-  যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ এবং সঙ্গে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্যানিটারি ইনস্পেক্টর কোর্স করা থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট ট্রেডে রাজ্য সরকার বা কেন্দ্র সরকার অথবা বেসরকারী কোনো সংস্থাতে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

মোট শূন্যপদ- 18 টি।

(3)  পদের নাম- ট্রেডসম্যান মেট (Tradesman Mate)

বেতন-  উক্ত পদের জন্য পে লেভেল 1 অনুযায়ী প্রতিমাসে 18000-59900 টাকা দেওয়া হবে।

বয়স- আবেদনকারী বয়স 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা-  যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ এবং সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 

মোট শূন্যপদ- 8 টি।

(4) পদের নাম- বার্বার (Barber

বেতন- উক্ত পদের জন্য প্রতিমাসে পে লেভেল 1 অনুযায়ী প্রতিমাসে 18000-59900 টাকা দেওয়া হবে।

বয়স- আবেদনকারী বয়স 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা-  যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ এবং সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

মোট শূন্যপদ- 9 টি।

(5)  পদের নাম- চৌকিদার (Chowkidar)

বেতন- পে লেভেল 1 অনুযায়ী প্রতিমাসে 18000-59900 টাকা দেওয়া হবে।

বয়স- আবেদনকারী বয়স 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা-  যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ এবং সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 

মোট শূন্যপদ- 12 টি।

(6)  পদের নাম- সাফাইওয়ালা (Safaiwali)

বেতন-  উক্ত পদের জন্য পে লেভেল 1 অনুযায়ী প্রতিমাসে 18000-59900 টাকা দেওয়া হবে।

বয়স- আবেদনকারী বয়স 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা-  যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ এবং সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এই পদে শুধু মহিলারা আবেদন করতে পারবে। 

মোট শূন্যপদ- 35 টি।

(7)  পদের নাম- কুক (Cook)

বেতন- পে লেভেল 2 অনুযায়ী প্রতিমাসে 19900 – 63200 টাকা দেওয়া হবে।

বয়স- আবেদনকারী বয়স 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা-  যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ এবং সঙ্গে ভারতীয় রান্না সম্পর্কে যথেষ্ঠ দক্ষতা থাকতে হবে। 

মোট শূন্যপদ- 3 টি।

(8)  পদের নাম- ওয়ার্ড সহায়িকা (Word Sahayika)

বেতন-  উক্ত পদের জন্য পে লেভেল 1 অনুযায়ী প্রতিমাসে 18000-59900 টাকা দেওয়া হবে।

বয়স- আবেদনকারী বয়স 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা-  যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ এবং সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এই পদে শুধু মহিলারা আবেদন করতে পারবে। 

মোট শূন্যপদ- 53 টি।

(9)  পদের নাম- ওয়াশারম্যান (Washerman)

বেতন-  উক্ত পদের জন্য পে লেভেল 1 অনুযায়ী প্রতিমাসে 18000-59900 টাকা দেওয়া হবে।

বয়স- আবেদনকারী বয়স 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা-  যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ এবং সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 

মোট শূন্যপদ- 17 টি। 


নিয়োগ পদ্ধতিঃ 

উপরিউক্ত পদগুলির জন্য প্রার্থীদের লিখিত পরীক্ষা, ফিজিক্যাল টেস্ট এবং ট্রেড টেস্ট এর মাধ্যমে নির্বাচন করা হবে।

(1) লিখিত পরীক্ষা। 

(2) ফিজিক্যাল টেস্ট। 

(3) ট্রেড টেস্ট। 

আবেদন পদ্ধতিঃ 

(1) উপরিউক্ত পদগুলির জন্য আপনাকে আবেদন অফলাইনে এর মাধ্যমে করতে হবে।

(2) প্রথমে নিচে দেওয়া লিঙ্ক থেকে নোটিশ আবেদন ফর্মটি ডাউনলোড করে প্রিন্টআউট করতে হবে।

(3) এরপরে, নির্ভুলভাবে আবেদন ফর্মটি পূরণ করতে হবে।

(4) প্রয়োজনীয় নথিপত্র এবং ছবি ফর্মটির সঙ্গে যোগ করতে হবে।

(5) আবেদন ফর্ম এবং প্রয়োজনীয় নথিপত্র একটি মুখ বন্ধ খামে ভরতে হবে। খামের ওপরে প্রার্থীকে অবশ্যই লিখতে হবে Application for the post of ___________ (যে পদে আবেদন করবেন সেই পদের নাম)। 

(5) শেষে উল্লিখিত ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে স্পিড পোস্টের মাধ্যমে পোস্ট করতে হবে।

আবেদন ফিঃ 

আবেদনপত্রের সাথে 100 টাকার পোস্টল অর্ডার করতে হবে। 

আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ 

(1) সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।

(2) সম্প্রতি তোলা দু কপি পাসপোর্ট সাইজ ছবি।  

(3) বয়সের প্রমাণপত্র। 

(4) জাতি শংসাপত্র।

(5) রেসিডেন্সিয়াল সার্টিফিকেট।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাঃ 

The Commandant, Command Hospital (EC), Alipur, Kolkata – 700027

আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখঃ 

আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হল 14/06/2022 এমপ্লয়মেন্ট নিউজ পেপারে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হওয়ার 45 দিনের মধ্যে উল্লিখিত ঠিকানায় আবেদন পত্র পাঠাতে হবে। 








একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ