Indian History GK in Bengali Language pdf-ভারতীয় ইতিহাস GK
প্রশ্ন:- সূর্য-সিদ্ধান্ত গ্রন্থটি কার লেখা ?
উত্তর:- সূর্য-সিদ্ধান্ত গ্রন্থটি গুপ্তযুগের বিখ্যাত বিজ্ঞানীআর্যভট্টেরলেখা ।
প্রশ্ন:- বাণভট্ট কে ছিলেন ?
উত্তর:-চিকিৎসাশাস্ত্রে গুপ্তযুগে বিখ্যাত ব্যক্তিত্বছিলেন বাণভট্ট –চিকিৎসাবিজ্ঞানে চরক ও সুশ্রুতের পরেই ছিল তাঁর স্থান
প্রশ্ন:- পশু চিকিৎসার ওপর গুপ্তযুগে লেখা দুটি গ্রন্থের নাম লেখো ?
উত্তর:- পশু চিকিৎসার ওপর গুপ্তযুগে লেখা দুটি গ্রন্থের নাম হলহস্তায়ুর্বেদএবংঅশ্বশাস্ত্র।
প্রশ্ন:- ভারতে তৃতীয় তুর্কি অভিযানের নায়ক কে ছিলেন ?
উত্তর:- আফগানিস্তানের ঘুর রাজ্যের সুলতানমহম্মদ ঘুরিভারতে তৃতীয় তুর্কি অভিযানের নায়ক ছিলেন ।
প্রশ্ন:- মহম্মদ ঘুরির ভারত আক্রমনের প্রাক্কালে দিল্লির হিন্দু রাজা কে ছিলেন ?
উত্তর:- মহম্মদ ঘুরির ভারত আক্রমনের প্রাক্কালে দিল্লির হিন্দু রাজা ছিলেনচৌহান রাজা পৃথ্বীরাজ।
প্রশ্ন:- তরাইনের প্রথম যুদ্ধে কে পরাজিত হয়েছিলেন ?
উত্তর:- তরাইনের প্রথম যুদ্ধেমহম্মদ ঘুরিপরাজিত হয়েছিলেন ।
প্রশ্ন:- দ্বিতীয় তরাইনের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ?
উত্তর:- দ্বিতীয় তরাইনের যুদ্ধচৌহান রাজা পৃথ্বীরাজ ওমহম্মদ ঘুরিহয়েছিল ।
প্রশ্ন:- আরবরা সর্বপ্রথম কবে সিন্ধু অভিযান করে ?
উত্তর:- খলিফা আলির শাসনকালে৬৬৩ খ্রিস্টাব্দেআরবরা সর্বপ্রথম সিন্ধু অভিযান করে ।
প্রশ্ন:- আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করে ?
উত্তর:-৭১২ খ্রিস্টাব্দেআরবরা সিন্ধু জয় করে ।
প্রশ্ন:- ভারতে প্রথম তুর্কি অভিযানের নায়ক কে ছিলেন ?
উত্তর:-গজনির সুলতান মামুদভারতে প্রথম তুর্কি অভিযানের নায়ক ছিলেন ।
প্রশ্ন:- সুলতান মামুদ কোন বছর সর্বপ্রথম ভারত আক্রমণ করেন ?
উত্তর:-১,০০০ খ্রিস্টাব্দেসুলতান মামুদ সর্বপ্রথম ভারত আক্রমণ করেন ।
প্রশ্ন:- ভারতের কোথায় প্রথম মুসলিম আক্রমণ ঘটে ?
উত্তর:-পাঞ্জাবে ( পেশোয়ার-এ )ভারতে প্রথম মুসলিম আক্রমণ ঘটে ।
প্রশ্ন:- দ্বিতীয় তরাইনের যুদ্ধ কবে হয়েছিল ?
উত্তর:- দ্বিতীয় তরাইনের যুদ্ধ১১৯২ খ্রিস্টাব্দেহয়েছিল ।
প্রশ্ন:- কোন বছর পৃথ্বীরাজ চৌহান মহম্মদ ঘুরি কর্তৃক পরাজিত হয়েছিল ?
উত্তর:-১১৯২ খ্রিস্টাব্দেপৃথ্বীরাজ চৌহান মহম্মদ ঘুরি কর্তৃক পরাজিত হয়েছিল ।
প্রশ্ন:- দিল্লীর সুলতানী শাসন কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর:-১২০৬ খ্রিস্টাব্দেদিল্লীর সুলতানি শাসন প্রতিষ্ঠিত হয় ।
প্রশ্ন:- দিল্লীতে সুলতানি শাসন কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর:- মহম্মদ ঘুরির সেনাপতি কুতুবুদ্দিন আইবক দিল্লীতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন ।
প্রশ্ন:- কুতুবুদ্দিনের স্থাপিত রাজবংশের নাম কী ?
উত্তর:- কুতুবুদ্দিনের স্থাপিত রাজবংশের নাম দাসবংশ।
প্রশ্ন:- গিয়াসউদ্দিন বলবন কে ছিলেন ?
উত্তর:- গিয়াসউদ্দিন বলবন ছিলেন দিল্লীর সুলতান ইলতুৎমিসের সর্বকনিষ্ঠ পুত্র সুলতাননাসিরউদ্দিনের শ্বশুর, নাসিরউদ্দিনের মৃত্যুর পরবর্তীকালেদিল্লীর সুলতান।
প্রশ্ন:- তুর্কিরা যখন বঙ্গদেশ জয় করে ,তখন সেখানে কে শাসক ছিলেন ?
উত্তর:- তুর্কিরা যখন বঙ্গদেশ জয় করে ,তখন সেখানে শাসক ছিলেন সেন রাজা লক্ষ্মণসেন।
প্রশ্ন:- খলজি বংশের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর:- খলজি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন জালালউদ্দিন খলজি।
প্রশ্ন:- খলজি বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন ?
উত্তর:- খলজি বংশের শ্রেষ্ঠ সুলতান ছিলেনসুলতান আলাউদ্দিন খলজি।
প্রশ্ন:- আলাউদ্দিন খলজি কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন ?
উত্তর:- আলাউদ্দিন খলজি১২৯৬ খ্রিস্টাব্দেসিংহাসনে বসেন।
প্রশ্ন:- দিল্লীর সামরিক বাহিনীতে ‘দাগ’ ও ‘হুলিয়া’ প্রথার প্রবর্তন কে করেন ?
উত্তর:-সুলতান আলাউদ্দিন খলজিদিল্লীর সামরিক বাহিনীতে ‘দাগ’ ও ‘হুলিয়া’ প্রথার প্রবর্তন করেন ।
প্রশ্ন: ইলতুৎমিস কে ছিলেন ?
উত্তর:- ইলতুৎমিস ছিলেনসুলতান কুতুবুদ্দিন আইবকের জামাতা, পরবর্তীকালেদিল্লীর সুলতান।
প্রশ্ন:- ইলতুৎমিসের রজত্বের সময়কাল কী ছিল ?
উত্তর:- ইলতুৎমিস১২১০ থেকে ১২৩৬ খ্রিস্টাব্দপর্যন্ত রাজত্ব করেছিলেন।
প্রশ্ন:- ইলতুৎমিসের সময় কোন মোঙ্গল নেতা ভারত অভিযানে আসেন ?
উত্তর:- ইলতুৎমিসের সময় মোঙ্গল নেতাচেঙ্গিস খানভারত অভিযানে আসেন ।
প্রশ্ন:- ইলতুৎমিসের মৃত্যুর পর কে দিল্লীর সিংহাসনে বসেছিলেন ?
উত্তর:- ইলতুৎমিসের মৃত্যুর পররুকনউদ্দিন ফিরোজদিল্লীর সিংহাসনে বসেছিলেন ।
প্রশ্ন:- সুলতানা রাজিয়া কে ছিলেন ?
উত্তর:- সুলতানা রাজিয়া ছিলেন দিল্লীর সুলতানইলতুৎমিসের কন্যা, পরেদিল্লীর সুলতানহয়েছিলেন ।
প্রশ্ন:- দিল্লীর প্রথম মহিলা শাসক কে ?
উত্তর:-সুলতানা রাজিয়াছিলেন দিল্লীর প্রথম মহিলা শাসক ।
প্রশ্ন:- দিল্লীর কোন সুলতান বাজারদর নিয়ন্ত্রণ করেছিলেন ?
উত্তর:-সুলতান আলাউদ্দিন খলজিবাজারদর নিয়ন্ত্রণ করেছিলেন ।
Download : Indian History GK in Bengali Language pdf
indian history gk in bengali pdf download,history gk in bengali,gk in bengali,indian history quiz in bengali,important indian history gk in bengali,most important indian history gk in bengali,modern history gk in bengali,history of ancient india in bengali,history of modern india in bengali,history of mediaeval india in bengali,history mcq in bengali,indian history,history gk pdf in bengali,lucent gk in bengali,ancient indian history gk in bengali,indian history mcq
Post a Comment
0 Comments