Ads

PNB Recruitment 2022 ,PNB ব্যাংক অফিস নিয়োগ 2022, অ্যাপ্লিকেশন ফর্ম Download Now

 

PNB ব্যাংক অফিস নিয়োগ 2022, অ্যাপ্লিকেশন ফর্ম Download Now!






  WhatsApp |  Telegram  Google News 

Published By : Westbengaljob.in.     Date : 20.08.2022 








যে সকল চাকরিপ্রার্থীরা এতদিন সরকারি চাকরির জন্য অপেক্ষা করছিলেন অবশেষে তাদের অপেক্ষার অবসান ঘটলো। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অফিসে কর্মী নিয়োগের অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে। ম্যানেজার সেফটি অফিসার সহ বিভিন্ন পদে প্রার্থীদের নিয়োগ করা হবে।

সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে নারী-পুরুষ নির্বিশেষে সকল চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে সরাসরি অফলাইনের মাধ্যমে। 

আজকের প্রতিবেদনে এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, বেতন, বয়সসীমা, আবেদন পদ্ধতি সহ সমস্ত তথ্য সহজ ভাষায় নিচে এক এক করে আলোচনা করা হলো। আবেদন করার আগে অবশ্যই ভালো করে জেনে এবং বুঝে নেবেন। 

PNB Recruitment 2022


PNB Recruitment 2022- Overview

PNB Recruitment has been released for Manager & Officer posts. Interested candidates can apply for the posts through the prescribed format till 30th August 2022. Candidates can go through the table below for the PNB Recruitment 2022 highlights.

PPSC Junior Auditor Recruitment 2022 – Overview
Organization NamePunjab National Bank (PNB)
Post Name‌Manager & Officer Posts
Vacancy103
Application ModeOffline
Starting Date To Apply05th August 2022
Last Date to Apply30th August 2022
Official website@pnbindia.in




PNB Recruitment Vacancy 2022

The PNB Recruitment 2022 is conducted to fill out 103 Manager & Officer posts by the Punjab National Bank. The vacancies are tabulated below post-wise.

Name Of The PostVacancy
Officer (Fire-safety)23
Manager (Security)80
Total103



(1) পদের নামঃ ফায়ার সেফটি অফিসার


শিক্ষাগত যোগ্যতাঃ (Educational Qualification for PNB Recruitment 2022 ) যেকোনো AICTE / UGC দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফায়ার টেকনোলজি বা ফায়ার ইঞ্জিনিয়ারিং কিংবা সেফটি এন্ড ফায়ার ইঞ্জিনিয়ারিং নিয়ে চার বছরের গ্রেজুয়েশন পাশ হতে হবে।

নাগপুরের NFSC থেকে B.E(fire) পাশ করে থাকলেও প্রার্থীর আবেদন করতে পারবে।

বয়সসীমা(Age Limit for PNB Recruitment 2022) 

এই পদের জন্য আবেদন প্রার্থীর বয়স 21 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।

মোট শূন্যপদঃ 23 টি।

(2) পদের নামঃ সিকিউরিটি ম্যানেজার


শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো AICTE / UGC দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যেকোনো শাখায় গ্রাজুয়েশন পাশ করে থাকতে হবে।

এছাড়াও আর্মি নেভি অথবা এয়ার ফোর্সে অফিসার পদে কাজ করতে হবে সঙ্গে 5 বছরে কমিশন সার্ভিস করতে হবে।

বয়সসীমাঃ এই পদের জন্য আবেদন প্রার্থীর বয়স 21 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।

মোট শূন্যপদঃ 80 টি।


নিয়োগ পদ্ধতি(Selection process for PNB Recruitment 2022 )

এখানে প্রার্থীদের ইন্টারভিউ অথবা লিখিত পরীক্ষা কিংবা অনলাইন টেস্ট এর মাধ্যমে নিয়োগ করা হবে।




আবেদন পদ্ধতি(How to Apply for the PNB Recruitment 2022)
  1. উপরিউক্ত পদগুলোর জন্য ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন অফলাইনের মাধ্যমে।
  2. একটি সাদা কাগজে সমস্ত তথ্য দিয়ে নিজের একটি বায়োডাটা বানাতে হবে।
  3. বায়োডাটার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র যুক্ত করতে হবে।
  4. বায়োডাটা ও প্রয়োজনীয় নথিপত্র একটি মুখবন্ধ খামে ভরে উল্লেখিত ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠাতে হবে।

আবেদন ফি(Application Fees for PNB Recruitment 2022)

জেনারেল প্রার্থীদের জন্য 1000 টাকা এবং SC/ST/PWBD প্রার্থীদের জন্য 59 টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে। 

আবেদনের প্রয়োজনীয় নথিপত্র(Important Documents for PNB Recruitment 2022)
  1. রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
  2. শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
  3. বয়সের প্রমাণপত্র
  4. কাস্ট সার্টিফিকেট। (যদি থাকে)

আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানাঃ

Chief manager (Recruitment Section), HRD Division, PUNJAB NATIONAL BANK, Corporate Office, PLOT No.- 4, Sector -10, Dwarka, New Delhi – 110075.


আবেদন করার শেষ তারিখঃ  30 আগস্ট 2022

চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান


▶️ নিয়োগ সংস্থারঃ Official Website

▶️ অফিসিয়াল নোটিশঃ Download

▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ