Ads

Swami Vivekananda merit cum means scholarship in Bengali. Swami Vivekananda Scholarship Details in Bengali

Swami Vivekananda merit cum means scholarship in Bengali. Swami Vivekananda Scholarship Details in Bengali 

  WhatsApp |  Telegram  Google News 

Published By : Westbengaljob.in.     Date : 03.09.2022


আজ আমরা আপনাদের সাথে Swami Vivekananda Scholarship নিয়ে আলোচনা করবো। আমরা জানবো এই Swami Vivekananda Scholarship-এর আবেদন করতে কি কি যোগ্যতা লাগে? এই Swami Vivekananda Scholarship -এ আবেদন করতে আবেদনপত্রের সাথে কি কি কাগজপত্র দরকার হয়। 


Swami Vivekananda Scholarship 2022
Swami Vivekananda Scholarship  2022



Swami Vivekananda Scholarship-এর গুরুত্বপূর্ণ কিছু তথ্যঃ

বিষয়বিবরণ
স্কলারশীপের নামSwami Vivekananda Scholarship
স্কলারশীপ কর্তৃপক্ষWest Bengal Higher Education Department (WBHED)
স্কলারশীপের উপযুক্ত বিষয়উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকত্তোর, মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং , নার্সিং, ডিপ্লোমা, প্যারামেডিক্যাল
আবেদনের প্রক্রিয়াঅনলাইন
আবেদনের শুরুর তারিখ17.08.2022 
আবেদনের শেষ তারিখ
অফিসিয়াল ওয়েবসাইটsvmcm.wbhed.gov.in

এই Swami Vivekananda Scholarship এর জন্য কি কি যোগ্যতা দরকার হয়? 

আসুন দেখে নি Swami Vivekananda Scholarship পেতে কি কি যোগ্যতা থাকা প্রয়োজন হয়, 



১) আবেদনকারী ছাত্রছাত্রীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।

২) আবেদনকারী ছাত্রছাত্রীকে অবশ্যই পশ্চিমবঙ্গের অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানের উচ্চ মাধ্যমিক অথবা আরো উপরের শ্রেনীতে শিক্ষারত অবস্থায় থাকতে হবে।

৩) আবেদনকারী ছাত্রছাত্রীর পরিবারের বার্ষিক আয় ২,৫০,০০০ টাকার কম হতে হবে।

৪) উচ্চ মাধ্যমিক পর্যায়ে আবেদনের জন্য আবেদনকারীকে মাধ্যমিক পরীক্ষায় শতকরা ৭৫% নাম্বার লাভ করতে হবে।

৫) স্নাতক পর্যায়ে আবেদনের জন্য আবেদনকারীকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শতকরা ৭৫% নাম্বার লাভ করতে হবে।

৬) ডিপ্লোমা পর্যায়ে আবেদন করার জন্য আবেদনকারীকে মাধ্যমিক পরীক্ষায় শতকরা ৭৫% নাম্বার লাভ করতে হবে।

৭) মাস্টার্স কোর্সে আবেদন করার জন্য আবেদনকারীকে স্নাতক পরীক্ষায় শতকরা ৫৩% নাম্বার লাভ করতে হবে।

এই Swami Vivekananda Scholarship -এ কিভাবে আবেদন করতে হয়? 

আবেদনকারীকে Swami Vivekananda Scholarship এর জন্য অফিসিয়াল ওয়েবসাইটের নির্দিষ্ট লিংকে আবেদন করতে হয়। এই আবেদন বিভিন্ন শ্রেনীতে করা যায়।

এই Swami Vivekananda Scholarship -এর জন্য আবেদনের সময় কোন হার্ড কপি কাগজপত্র দরকার হয় না। এই Scholarship-এ আবেদনের বিভিন্ন ধাপ আপনাদের জন্য নিচে দেয়া হলো।

১) Swami Vivekananda Scholarship এর অফিসিয়াল ওয়েবসাইটে আপনার নির্দিষ্ট শ্রেনীতে রেজিষ্ট্রেশন করুন।

২) সফলভাবে রেজিষ্ট্রেশন সম্পন্য করার পর আপনি আপনার নিজের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।

৩) লগইন করার পর ওয়েবসাইটে বিভিন্ন তথ্য দিন।

৪) অন্যান্য দরকারী কাগজপত্র সাইটে আপলোড করুন। 





Swami Vivekananda Scholarship  এর জন্য কি কি কাগজপত্র জমা দিতে হয়?

Swami Vivekananda Scholarship এ আবেদন করতে কিছু কাগজপত্র জমা দিতে হয়। আসুন দেখে নি আবেদন করতে দরকারী কাগজপত্র কি কি জমা দিতে হয়।

১) সর্বশেষ পরীক্ষা পাশের মার্কশীটের সামনের ও পিছনের পাশের ফটোকপি ।

২) মাধ্যমিক পরীক্ষার প্রবেশপত্রের কপি।

৩) পরিবারের আয়ের প্রমাণপত্র।

৪) পরিবারের আয়ের এফিডেভিট ।

৫) ব্যাংকের পাশবইয়ের প্রথম পাতার ছবি, যাতে করে আপনার ব্যাংক একাউন্ট নাম্বার ভালোভাবে বুঝা যায়।

৬) আধার কার্ড, রেশন কার্ড, ভোটার আইডি কার্ড।

৭) সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজ ছবি।

৮) শিক্ষা প্রতিষ্ঠানের ভেরিফিকেশনের কাগজপত্র। 



Swami Vivekananda Scholarship এর আর্থিক সুবিধা বিভিন্ন কোর্সের উপর নির্ভর করে থাকে। এই স্কলারশীপ মাসিক ১০০০ টাকা হতে মাসিক ৫০০০ টাকা পর্যন্ত হতে পারে। 



  1. উচ্চ মাধ্যমিক পর্যায়ের কোর্সের জন্য মাসিক ১০০০ টাকা
  2. স্নাতক কোর্সের জন্য মাসিক ১০০০ টাকা হতে ১৫০০ টাকা
  3. মাস্টার্স কোর্সের জন্য মাসিক ২০০০ টাকা থেকে ২৫০০ টাকা,
  4. Mphil কোর্সের জন্য মাসিক ৫০০০ টাকা হয়ে ৮০০০ টাকা 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ