Type Here to Get Search Results !

ভারতের সুলতান যুগের ইতিহাস : প্রশ্ন ও উত্তর

ভারতের সুলতান যুগের ইতিহাস : প্রশ্ন ও উত্তর 



প্রশ্ন:- সূর্য-সিদ্ধান্ত গ্রন্থটি কার লেখা ?

উত্তর:- সূর্য-সিদ্ধান্ত গ্রন্থটি গুপ্তযুগের বিখ্যাত
 বিজ্ঞানীআর্যভট্টেরলেখা ।

প্রশ্ন:- বাণভট্ট কে ছিলেন ?

উত্তর:-চিকিৎসাশাস্ত্রে গুপ্তযুগে বিখ্যাত ব্যক্তিত্বছিলেন বাণভট্ট –চিকিৎসাবিজ্ঞানে চরক ও সুশ্রুতের পরেই ছিল তাঁর স্থান
ভারতের সুলতান যুগের ইতিহাস : প্রশ্ন ও উত্তর



প্রশ্ন:- পশু চিকিৎসার ওপর গুপ্তযুগে লেখা দুটি গ্রন্থের নাম লেখো ?

উত্তর:- পশু চিকিৎসার ওপর গুপ্তযুগে লেখা দুটি গ্রন্থের নাম হলহস্তায়ুর্বেদএবংঅশ্বশাস্ত্র।



প্রশ্ন:- ভারতে তৃতীয় তুর্কি অভিযানের নায়ক কে ছিলেন ?

উত্তর:- আফগানিস্তানের ঘুর রাজ্যের সুলতানমহম্মদ ঘুরি ভারতে তৃতীয় তুর্কি অভিযানের নায়ক ছিলেন ।



প্রশ্ন:- মহম্মদ ঘুরির ভারত আক্রমনের প্রাক্কালে দিল্লির হিন্দু রাজা কে ছিলেন ?

উত্তর:- মহম্মদ ঘুরির ভারত আক্রমনের প্রাক্কালে দিল্লির হিন্দু রাজা ছিলেন চৌহান রাজা পৃথ্বীরাজ।



প্রশ্ন:- তরাইনের প্রথম যুদ্ধে কে পরাজিত হয়েছিলেন ?

উত্তর:- তরাইনের প্রথম যুদ্ধে মহম্মদ ঘুরি পরাজিত হয়েছিলেন ।



প্রশ্ন:- দ্বিতীয় তরাইনের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ? 

উত্তর:- দ্বিতীয় তরাইনের যুদ্ধচৌহান রাজা পৃথ্বীরাজ ও মহম্মদ ঘুরির মধ্যে হয়েছিল ।



প্রশ্ন:- আরবরা সর্বপ্রথম কবে সিন্ধু অভিযান করে ?
উত্তর:- খলিফা আলির শাসনকালে৬৬৩ খ্রিস্টাব্দে আরবরা সর্বপ্রথম সিন্ধু অভিযান করে ।


প্রশ্ন:- আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করে ?
উত্তর:-৭১২ খ্রিস্টাব্দে আরবরা সিন্ধু জয় করে ।




প্রশ্ন:- ভারতে প্রথম তুর্কি অভিযানের নায়ক কে ছিলেন ?

উত্তর:-গজনির সুলতান মামুদ ভারতে প্রথম তুর্কি অভিযানের নায়ক ছিলেন ।


প্রশ্ন:- সুলতান মামুদ কোন বছর সর্বপ্রথম ভারত আক্রমণ করেন ?

উত্তর:-১,০০০ খ্রিস্টাব্দে সুলতান মামুদ সর্বপ্রথম ভারত আক্রমণ করেন ।



প্রশ্ন:- ভারতের কোথায় প্রথম মুসলিম আক্রমণ ঘটে ?

উত্তর:-পাঞ্জাবে ( পেশোয়ার-এ )ভারতে প্রথম মুসলিম আক্রমণ ঘটে ।




প্রশ্ন:- দ্বিতীয় তরাইনের যুদ্ধ কবে হয়েছিল ?

উত্তর:- দ্বিতীয় তরাইনের যুদ্ধ১১৯২ খ্রিস্টাব্দে হয়েছিল ।

প্রশ্ন:- কোন বছর পৃথ্বীরাজ চৌহান মহম্মদ ঘুরি কর্তৃক পরাজিত হয়েছিল ?

উত্তর:-১১৯২ খ্রিস্টাব্দেপৃথ্বীরাজ চৌহান মহম্মদ ঘুরি কর্তৃক পরাজিত হয়েছিল ।



প্রশ্ন:- দিল্লীর সুলতানী শাসন কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর:-১২০৬ খ্রিস্টাব্দে দিল্লীর সুলতানি শাসন প্রতিষ্ঠিত হয় ।


প্রশ্ন:- দিল্লীতে সুলতানি শাসন কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর:- মহম্মদ ঘুরির সেনাপতি কুতুবুদ্দিন আইবক দিল্লীতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন ।


প্রশ্ন:- কুতুবুদ্দিনের স্থাপিত রাজবংশের নাম কী ?

উত্তর:- কুতুবুদ্দিনের স্থাপিত রাজবংশের নামদাসবংশ।




প্রশ্ন:- গিয়াসউদ্দিন বলবন কে ছিলেন ?

উত্তর:- গিয়াসউদ্দিন বলবন ছিলেন দিল্লীর সুলতান ইলতুৎমিসের সর্বকনিষ্ঠ পুত্র সুলতান নাসিরউদ্দিনের শ্বশুর,
নাসিরউদ্দিনের মৃত্যুর পরবর্তীকালেদিল্লীর সুলতান।




প্রশ্ন:- তুর্কিরা যখন বঙ্গদেশ জয় করে ,তখন সেখানে কে শাসক ছিলেন ?

উত্তর:- তুর্কিরা যখন বঙ্গদেশ জয় করে ,তখন সেখানে শাসক ছিলেন সেন রাজা লক্ষ্মণ সেন।



প্রশ্ন:- খলজি বংশের প্রতিষ্ঠাতা কে ?

উত্তর:- খলজি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন জালালউদ্দিন খলজি।




প্রশ্ন:- খলজি বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন ?
উত্তর:- খলজি বংশের শ্রেষ্ঠ সুলতান ছিলেন সুলতান আলাউদ্দিন খলজি।



প্রশ্ন:- আলাউদ্দিন খলজি কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন ?
উত্তর:- আলাউদ্দিন খলজি ১২৯৬ খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন।



প্রশ্ন:- দিল্লীর সামরিক বাহিনীতে ‘দাগ’ ও ‘হুলিয়া’ প্রথার প্রবর্তন কে করেন ? 

উত্তর:-সুলতান আলাউদ্দিন খলজি দিল্লীর সামরিক বাহিনীতে ‘দাগ’ ও ‘হুলিয়া’ প্রথার প্রবর্তন করেন ।

প্রশ্ন: ইলতুৎমিস কে ছিলেন ?
উত্তর:- ইলতুৎমিস ছিলেন সুলতান কুতুবুদ্দিন আইবকের জামাতা, পরবর্তী কালে দিল্লীর সুলতান।




প্রশ্ন:- ইলতুৎমিসের রাজত্বের  সময়কাল কী ছিল ?

উত্তর:- ইলতুৎমিস১২১০ থেকে ১২৩৬ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন।



প্রশ্ন:- ইলতুৎমিসের সময় কোন মোঙ্গল নেতা ভারত অভিযানে আসেন ?

উত্তর:- ইলতুৎমিসের সময় মোঙ্গল নেতা চেঙ্গিস খান ভারত অভিযানে আসেন ।



প্রশ্ন:- ইলতুৎমিসের মৃত্যুর পর কে দিল্লীর সিংহাসনে বসেছিলেন ?

উত্তর:- ইলতুৎমিসের মৃত্যুর পর রুকনউদ্দিন ফিরোজ দিল্লীর সিংহাসনে বসেছিলেন ।



প্রশ্ন:- সুলতানা রাজিয়া কে ছিলেন ?

উত্তর:- সুলতানা রাজিয়া ছিলেন দিল্লীর সুলতান ইলতুৎমিসের কন্যা, পরে দিল্লীর সুলতান হয়েছিলেন ।

প্রশ্ন:- দিল্লীর প্রথম মহিলা শাসক কে ?

উত্তর:-সুলতানা রাজিয়া ছিলেন দিল্লীর প্রথম মহিলা শাসক ।


প্রশ্ন:- দিল্লীর কোন সুলতান বাজারদর নিয়ন্ত্রণ করেছিলেন ?

উত্তর:-সুলতান আলাউদ্দিন খলজি বাজারদর নিয়ন্ত্রণ করেছিলেন । 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area