Draupadi Murmu (দ্রৌপদী মুর্মু) President Of India GK Questions And Answers in Bengali
1. দ্রৌপদী মুর্মু কোন রাজনৈতিক দলের সদস্য?
ক) বিজু জনতা দল
খ) ভারতীয় জনতা পার্টি
গ) শিবসেনা
ঘ) এগুলোর কোনোটিই নয়
সমাধান 1: খ) ভারতীয় জনতা পার্টি
2. দ্রৌপদী মুর্মু কোন রাজ্যের রাজ্যপাল ছিলেন?
ক) অন্ধ্রপ্রদেশ
খ) ওড়িশা
গ) ঝাড়খণ্ড
ঘ) বিহার
সমাধান 2: গ) ঝাড়খণ্ড
3. দ্রৌপদী মুর্মু কবে রায়রাংপুর নগর পঞ্চায়েতের কাউন্সিলর নির্বাচিত হন?
ক) 1980
খ) 1999
গ) 1997
ঘ) 1996
সমাধান 3: গ) 1997
4. দ্রৌপদী মুর্মু কোন পুরস্কার পেয়েছিলেন এবং এবং এবং ওডিশা বিধানসভা দ্বারা উপস্থাপিত হয়েছিল?
ক) নীলচক্র পুরস্কার
খ) নীলকণ্ঠ পুরস্কার
গ) খেলরত্ন পুরস্কার
ঘ) পদ্মশ্রী পুরস্কার
সমাধান 4: খ) নীলকণ্ঠ পুরস্কার
5. ঝাড়খণ্ডের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন?
ক) পুস্পা দেবী
খ) সবিতা মাহাতো
গ) সীতা মুর্মু
ঘ) দ্রৌপদী মুর্মু
সমাধান 5: ঘ) দ্রৌপদী মুর্মু
6. ওড়িশার প্রথম মহিলা আদিবাসী নেতা কে?
ক) সুলতা দেও
খ) দ্রৌপদী মুর্মু
গ) রিতা তরাই
ঘ) শকুন্তলা লাগুড়ি
সমাধান 6: খ) দ্রৌপদী মুর্মু
7. কোন সালে দ্রৌপদী মুর্মু সেরা বিধায়ক নির্বাচিত হন?
ক) 2004
খ) 2006
গ) 2005
ঘ) 2007
সমাধান 7: d) 2007
8. দ্রৌপদী মুর্মু কোন সালে বাণিজ্য ও পরিবহনের দায়িত্বে ছিলেন?
ক) 6 মার্চ 2000 থেকে 7 এপ্রিল 2003
খ) 6 মার্চ 2000 থেকে 6 আগস্ট 2002
গ) 6 ডিসেম্বর 2005 থেকে 6 জানুয়ারী 2006
ঘ) 6 আগস্ট 2000 থেকে 6 নভেম্বর 2000
সমাধান 8: খ) 6 মার্চ 2000 থেকে 6 আগস্ট 2002
9. দ্রৌপদী মুর্মু কোন দলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন?
ক) ভারতীয় জনতা পার্টির তফসিলি উপজাতি মোর্চা
খ) বিজু জনতা পার্টির তফসিলি উপজাতি মোর্চা
গ) উভয় ক) এবং খ)
ঘ) এগুলোর কোনোটিই নয়
সমাধান 9: ক) ভারতীয় জনতা পার্টির তফসিলি উপজাতি মোর্চা
10. 2022 সালে ভারতের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি কে?
ক) দ্রৌপদী মুর্মু
খ) প্রতিভা পাতিল
গ) সোনিয়া গান্ধী
ঘ) মমতা বন্দ্যোপাধ্যায়
সমাধান 10: ক) দ্রৌপদী মুর্মু
Draupadi Murmu (দ্রৌপদী মুর্মু) President Of India GK Questions And Answers In Bengali : Download pdf
0 মন্তব্যসমূহ