Ads

Indian History Gk in Bengali @Westbengaljob.in

Indian History Gk  in Bengali @Westbengaljob.in




1. ইতিহাসের মূল ভিত্তি কি?

― ভৌগোলিক পরিবেশ।


2. সিন্ধু উপত্যকায় কোন ধাতুর প্রচলন ছিলনা?

― লোহা।


3. আর্যদের প্রধান জীবিকা কি ছিল?

― কৃষি ও পশুপালন।


4. জৈনদের একজন প্রধান প্রচারকের নাম কর।

― বর্ধমান মহাবীর।


5. সমুদ্রগুপ্তের মাতার নাম কি?

― কুমারদেবী।

6. বুদ্ধচরিত-এর রচয়িতা কে?

― কবি অশ্বঘোষ।


7. একমাত্র নারী যিনি দিল্লির সিংহাসনে বসেছিলেন,তিনি কে?

― রাজিয়া।


8. খলজি বংশের শ্রেষ্ঠ সম্রাট কে?

― আলাউদ্দিন খলজি।


9. 'দানসাগর'- গ্রন্থটির রচয়িতা কে?

― বল্লাল সেন।


10. লক্ষণ সেনের শ্রেষ্ঠ সভাকবি কে ছিলেন?

― কবি জয়দেব।


11. 'কৌলিন্য প্রথা'- কে প্রবর্তন করেন?

― বল্লাল সেন।


12. বাংলার পাল বংশের প্রথম রাজা কে?

―গোপাল।


13. কে ফার্সী ভাষায় 'রামায়ণ' অনুবাদ করেন?

―বাদায়ূনী।


14. বাংলার প্রথম স্বাধীন নবাব কে?

― মুর্শিদকুলি খাঁ।


15. কত খ্রিস্টাব্দে কলকাতা মহানগরীর আধুনিক ইতিহাসের সূচনা হয়?

― ১৬৯০ খ্রিস্টাব্দে।


16. হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়?

― আকবর ও রাণা প্রতাপ সিংহের মধ্যে।


17. হলদিঘাটের যুদ্ধে মুঘলদের প্রধান সেনাপতি কে ছিলেন?

― মানসিংহ।


18. কত খ্রিস্টাব্দে আকবরের মৃত্যু হয়?

―১৬০৫ খ্রিস্টাব্দে।

19. জাহাঙ্গীরের পূর্ব নাম কি?

― সেলিম।


20. শাহজাহানের পূর্ব নাম কি?

―খুররম।


21. 'আকবরনামা'-গ্রন্থের রচয়িতা কে?

― আবুল ফজল।


22. বাবরের প্রকৃত নাম কি?

― জহিরউদ্দিন মহম্মদ।


23. সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে?

― খিজির খাঁ সৈয়দ।


24. বাংলার প্রথম সার্বভৌম নরপতি কে?

― শশাঙ্ক।


25. শশাঙ্কের রাজধানী কোথায় ছিল?

― কর্ণসুবর্ণ।


26. ভারতের এ্যাটিলা কে?

― মিহীরগুল।


27. সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে?

― সিমুক।

28. গুপ্ত বংশ কে প্রতিষ্ঠা করে?

―শ্রীগুপ্ত।


29. কাকে ভারতের নেপোলিয়ান বলা হয়?

― সম্রাট সমুদ্রগুপ্ত কে।


30. ধননন্দ কে?

― নন্দ বংশের শেষ রাজা। 



প্রশ্ন:- সূর্য-সিদ্ধান্ত গ্রন্থটি কার লেখা ?
উত্তর:- সূর্য-সিদ্ধান্ত গ্রন্থটি গুপ্তযুগের বিখ্যাত বিজ্ঞানীআর্যভট্টেরলেখা ।


প্রশ্ন:- বাণভট্ট কে ছিলেন ?
উত্তর:-চিকিৎসাশাস্ত্রে গুপ্তযুগে বিখ্যাত ব্যক্তিত্বছিলেন বাণভট্ট –চিকিৎসাবিজ্ঞানে চরক ও সুশ্রুতের পরেই ছিল তাঁর স্থান


প্রশ্ন:- পশু চিকিৎসার ওপর গুপ্তযুগে লেখা দুটি গ্রন্থের নাম লেখো ?
উত্তর:- পশু চিকিৎসার ওপর গুপ্তযুগে লেখা দুটি গ্রন্থের নাম হলহস্তায়ুর্বেদএবংঅশ্বশাস্ত্র।



প্রশ্ন:- ভারতে তৃতীয় তুর্কি অভিযানের নায়ক কে ছিলেন ?
উত্তর:- আফগানিস্তানের ঘুর রাজ্যের সুলতানমহম্মদ ঘুরিভারতে তৃতীয় তুর্কি অভিযানের নায়ক ছিলেন ।



প্রশ্ন:- মহম্মদ ঘুরির ভারত আক্রমনের প্রাক্কালে দিল্লির হিন্দু রাজা কে ছিলেন ?
উত্তর:- মহম্মদ ঘুরির ভারত আক্রমনের প্রাক্কালে দিল্লির হিন্দু রাজা ছিলেনচৌহান রাজা পৃথ্বীরাজ।


প্রশ্ন:- তরাইনের প্রথম যুদ্ধে কে পরাজিত হয়েছিলেন ?
উত্তর:- তরাইনের প্রথম যুদ্ধেমহম্মদ ঘুরিপরাজিত হয়েছিলেন ।


প্রশ্ন:- দ্বিতীয় তরাইনের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ?
উত্তর:- দ্বিতীয় তরাইনের যুদ্ধচৌহান রাজা পৃথ্বীরাজ ওমহম্মদ ঘুরিহয়েছিল ।


প্রশ্ন:- আরবরা সর্বপ্রথম কবে সিন্ধু অভিযান করে ?
উত্তর:- খলিফা আলির শাসনকালে৬৬৩ খ্রিস্টাব্দে আরবরা সর্বপ্রথম সিন্ধু অভিযান করে ।


প্রশ্ন:- আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করে ?
উত্তর:-৭১২ খ্রিস্টাব্দেআরবরা সিন্ধু জয় করে ।


প্রশ্ন:- ভারতে প্রথম তুর্কি অভিযানের নায়ক কে ছিলেন ?
উত্তর:-গজনির সুলতান মামুদভারতে প্রথম তুর্কি অভিযানের নায়ক ছিলেন ।


প্রশ্ন:- সুলতান মামুদ কোন বছর সর্বপ্রথম ভারত আক্রমণ করেন ?
উত্তর:-১,০০০ খ্রিস্টাব্দেসুলতান মামুদ সর্বপ্রথম ভারত আক্রমণ করেন ।


প্রশ্ন:- ভারতের কোথায় প্রথম মুসলিম আক্রমণ ঘটে ?
উত্তর:-পাঞ্জাবে ( পেশোয়ার-এ )ভারতে প্রথম মুসলিম আক্রমণ ঘটে ।


প্রশ্ন:- দ্বিতীয় তরাইনের যুদ্ধ কবে হয়েছিল ?
উত্তর:- দ্বিতীয় তরাইনের যুদ্ধ১১৯২ খ্রিস্টাব্দেহয়েছিল ।


প্রশ্ন:- কোন বছর পৃথ্বীরাজ চৌহান মহম্মদ ঘুরি কর্তৃক পরাজিত হয়েছিল ?
উত্তর:-১১৯২ খ্রিস্টাব্দেপৃথ্বীরাজ চৌহান মহম্মদ ঘুরি কর্তৃক পরাজিত হয়েছিল ।


প্রশ্ন:- দিল্লীর সুলতানী শাসন কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর:-১২০৬ খ্রিস্টাব্দেদিল্লীর সুলতানি শাসন প্রতিষ্ঠিত হয় ।


প্রশ্ন:- দিল্লীতে সুলতানি শাসন কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর:- মহম্মদ ঘুরির সেনাপতিকুতুবুদ্দিন আইবকদিল্লীতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন ।


প্রশ্ন:- কুতুবুদ্দিনের স্থাপিত রাজবংশের নাম কী ?
উত্তর:- কুতুবুদ্দিনের স্থাপিত রাজবংশের নামদাসবংশ।


প্রশ্ন:- গিয়াসউদ্দিন বলবন কে ছিলেন ?
উত্তর:- গিয়াসউদ্দিন বলবন ছিলেন দিল্লীর সুলতান ইলতুৎমিসের সর্বকনিষ্ঠ পুত্র সুলতাননাসিরউদ্দিনের শ্বশুর, নাসিরউদ্দিনের মৃত্যুর পরবর্তীকালেদিল্লীর সুলতান।


প্রশ্ন:- তুর্কিরা যখন বঙ্গদেশ জয় করে ,তখন সেখানে কে শাসক ছিলেন ?


উত্তর:- তুর্কিরা যখন বঙ্গদেশ জয় করে ,তখন সেখানে শাসক ছিলেন সেন রাজালক্ষ্মণসেন।


প্রশ্ন:- খলজি বংশের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর:- খলজি বংশের প্রতিষ্ঠাতা ছিলেনজালালউদ্দিন খলজি।


প্রশ্ন:- খলজি বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন ?
উত্তর:- খলজি বংশের শ্রেষ্ঠ সুলতান ছিলেনসুলতান আলাউদ্দিন খলজি।


প্রশ্ন:- আলাউদ্দিন খলজি কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন ?
উত্তর:- আলাউদ্দিন খলজি১২৯৬ খ্রিস্টাব্দেসিংহাসনে বসেন।


প্রশ্ন:- দিল্লীর সামরিক বাহিনীতে ‘দাগ’ ও ‘হুলিয়া’ প্রথার প্রবর্তন কে করেন ?


উত্তর:-সুলতান আলাউদ্দিন খলজিদিল্লীর সামরিক বাহিনীতে ‘দাগ’ ও ‘হুলিয়া’ প্রথার প্রবর্তন করেন ।


প্রশ্ন: ইলতুৎমিস কে ছিলেন ?
উত্তর:- ইলতুৎমিস ছিলেনসুলতান কুতুবুদ্দিন আইবকের জামাতা, পরবর্তীকালেদিল্লীর সুলতান।


প্রশ্ন:- ইলতুৎমিসের রজত্বের সময়কাল কী ছিল ?
উত্তর:- ইলতুৎমিস১২১০ থেকে ১২৩৬ খ্রিস্টাব্দপর্যন্ত রাজত্ব করেছিলেন।


প্রশ্ন:- ইলতুৎমিসের সময় কোন মোঙ্গল নেতা ভারত অভিযানে আসেন ?


উত্তর:- ইলতুৎমিসের সময় মোঙ্গল নেতাচেঙ্গিস খানভারত অভিযানে আসেন ।


প্রশ্ন:- ইলতুৎমিসের মৃত্যুর পর কে দিল্লীর সিংহাসনে বসেছিলেন ?
উত্তর:- ইলতুৎমিসের মৃত্যুর পররুকনউদ্দিন ফিরোজদিল্লীর সিংহাসনে বসেছিলেন ।


প্রশ্ন:- সুলতানা রাজিয়া কে ছিলেন ?
উত্তর:- সুলতানা রাজিয়া ছিলেন দিল্লীর সুলতানইলতুৎমিসের কন্যা, পরেদিল্লীর সুলতানহয়েছিলেন ।


প্রশ্ন:- দিল্লীর প্রথম মহিলা শাসক কে ?
উত্তর:-সুলতানা রাজিয়াছিলেন দিল্লীর প্রথম মহিলা শাসক ।


প্রশ্ন:- দিল্লীর কোন সুলতান বাজারদর নিয়ন্ত্রণ করেছিলেন ?


উত্তর:-সুলতান আলাউদ্দিন খলজিবাজারদর নিয়ন্ত্রণ করেছিলেন ।



1• কাকে” ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী”-বলা হয়?(WBCS-2015)


উঃ-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর


2•লর্ড মাউন্টব্যাটেন কাকে ‘একাই এক সীমান্ত বাহিনী ‘ বলে উল্লেখ করেছেন ?(WBCS-2015)


উঃ-মোহনদাস করমচাঁদ গান্ধী


3•কোন গুপ্ত শাসক ‘বিক্রমাদিত্য’ নামে পরিচিতি ?(WBCS-2013)


উঃ- দ্বিতীয় চন্দ্রগুপ্ত


4•তাঁর শিলালিপিতে অশোক নিজেকে কী বলে অভিহিত করে?(WBCS-2013)


উঃ-দেবনামপ্রিয় প্রিয়দর্শি


5•গুপ্ত বংশের কোন রাজা “লিচ্ছবিদৌহিত্র ” নামে পরিচিত ?(WBCS-2012)


উঃ-সমুদ্রগুপ্ত


6•কাকে বলা হয় ” ভারতীয় রেনেশাঁসের ভোরের শুকতারা ” ?(WBCS-2011)


উঃ-রাজা রামমোহন রায়


7•কে ‘অমিত্রঘাত’ নামে পরিচিত ?(WBCS-2011)


উঃ-বিন্দুসার


8•”সনাতনপন্থী সংস্কারক ” কাকে বলা হয় ?(WBCS-2010)


উঃ-বিদ্যাসাগর


9•”ভারতীয় বিপ্লবীদের জননী” নামে কে খ্যাত ?(WBCS-2001,2004,2005,2010)★★


উঃ-মাদাম কামা

10•ভারতের ‘লৌহমানব ‘ কাকে বলা হয় ?(WBCS-2009)


উঃ-সর্দার বল্লভভাই প্যাটেল


11•”হিন্দুস্থানের তোতাপাখী “কোন সুলতানি কবিকে বলা হয় ?(WBCS-2009)


উঃ – আমির খসরু


12•”সীমান্ত গান্ধী “নামে কে পরিচিত?(WBCS-2009)


উঃ-আব্দুল গফফর খাঁন


13•মুঘল ভারতে কে “জিন্দাপীর” নামে পরিচিত ?(WBCS-2004,2008)


উঃ-ঔরঙ্গজেব


14•”অন্ধ্র কবিতার পিতামহ” কাকে বলা হয়?(WBCS-2007)


উঃ-পেদ্দন


15•সুলতানি যুগে” প্রকৃত রাজা ” কে ছিলেন?(WBCS-2007)


উঃ-ইলতুৎমিস


16•”কাকাসাহেব ” নামে কে পরিচিত?(WBCS-2006)


উঃ- জি ভি জোশি


17• কোন ভাইসরয়কে “উজ্বল বিফলতা ” বলা হয়?(WBCS-2006)

উঃ-লর্ড লিটন


18•”আধুনিক ভারতের প্রবক্তা ” কাকে বলা হয়?(WBCS-2006)


উঃ- রাজা রামমোহন রায়


19•”ভারতের চমৎকার বৃদ্ধ ” কাকে বলা হয়?(WBCS-2002,2004)


উঃ-দাদাভাই নৌরজী


20•”ভারতের অর্ধনগ্ন ফকির ” ব্রিটিশ প্রধানমন্ত্রি কার সম্বন্ধে বলেছেন?(WBCS-2005)


উঃ- মোহনদাস করমচাঁদ গান্ধী


21•”ফেল করা ব্যাঙ্কের উপর ভবিষ্যতের তারিখ দেওয়া চেক” কার আগমন উপলক্ষে গান্ধীজির এই উক্তি ?(WBCS-2001,2015)


উঃ-ক্রিপস্ মিশন


22•”সব লাল হো জায়েগা “-কার উক্তি?(WBCS-2004,2013)


উঃরঞ্জিত সিং


23•”স্বরাজ আমার জন্মগত অধিকার ” কে বলেছিলেন ?(WBCS-2003,2005,2007,2012)

উঃ- বাল গঙ্গাধর তিলক


24•কে বলেছিলেন “কংগ্রেস যদি দেশ বিভাগ গ্রহণ করতে ইচ্ছুক হয়,তা হবে আমার মৃতদেহের উপর দিয়ে “?(WBCS-2011)


উঃ-মোহনদাস করমচাঁদ গান্ধী


25•”আগামী পঞ্চাশ বছর ভারতীয়দের একমাত্র উপাস্য দেবতা হোক ভারতমাতা” কার উক্তি?(WBCS-2008)


উঃ- স্বামী বিবেকানন্দ


26•”বাংলার ঘরে যত ভাই-বোন এক হউক, হে ভগবান ” কে লিখেছিলেন?(WBCS-2008)


উঃ-রবীন্দ্রনাথ ঠাকুর


27•”আমি আপনাদের একটি মুসলমান প্রদেশ দিতেছি”- বলেছিলেন?(WBCS-2007)


উঃ-লর্ড কার্জন


28•”We shall make the settled fact unsettled” কার উক্তি ?(WBCS-2006)

উঃ –সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়


29•”আমার কথা দিয়ে নয়, কাজ দিয়ে আমাকে বিচার করুন” কে বলেছিলেন?(WBCS-2006)


উঃ-লর্ড রিপন


30•”আমার দেশকে ভালোবাসা যদি অপরাধ হয়,তবে আমি অপরাধী ” -এই উক্তিটি কার?(WBCS-2001,2005)


উঃ-অরবিন্দ ঘোষ


31•”শিক্ষা অপেক্ষা করিতে পারে কিন্তু স্বরাজ নয় ” উক্তিটি কার ?(WBCS-2005)


উঃ- সি আর দাস


32•”মায়ের দেওয়া মোটা কাপড়, মাথায় তুলে নেরে ভাই ” -কোন চরন কবি গেয়েছেন?(WBCS-2005)


উঃ-মুকুন্দ দাস


33•”We have nothing to fear but fear itself” উক্তিটি কার?(WBCS-2005)

উঃ-জওহরলাল নেহেরু


34•”রাম রহিম এক হ্যায়, নাম ধরা হ্যায় দো “সুলতানি যুগে একথা কে ঘোষনা করেছিলেন?(WBCS-2004)


উঃ-কবির


35•দীন-ই-ইলাহী ছিল “আকবরের নির্বুদ্ধিতার চরম নিদর্শন ” কে বলেছেন ?(WBCS-2004)


উঃ- ভিনসেন্ট ‌‌Smith


36•”পচনশীল ক্ষয়ে যাওয়া গাছের গোড়াতে যদি আমরা কুঠারাঘাত করি,ডালপালা গুলি নিজের থেকেই খসে পড়বে “-এটি কার উক্তি?(WBCS-2002)


উঃ-প্রথম বাজীরাও


37•1857 সালের মহাবিদ্রোহকে “একটি পরিকল্পিত স্বাধীনতার যুদ্ধ ” এই বলে কে অভিহিত করেন?(WBCS-2002)


উঃ-বিনায়ক দামোদর সাভারকর


38•আদি কংগ্রেসের সম্মেলনকে “তিন দিনের তামাসা ” বলে কে উক্তি করেন?(WBCS-2001)


উঃ-অশ্বিনী কুমার দত্ত


39•”Let a hundred flowers bloom” উক্তিটি কার?(WBCS-2001)


উঃ-মাও সে তুং


40•”স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়” কার রচনা?(WBCS-2005)


উঃ-রঙ্গলাল বন্দোপাধ্যায়.






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ