WBPSC Krishi Prayukti Sahayak Exam Syllabus and Exam Pattern 2022|WBPSC কৃষি প্রযুক্তি সহায়ক পরীক্ষার সিলেবাস এবং পরীক্ষার প্যাটার্ন 2022
WBPSC Krishi Prayukti Sahayak Exam Syllabus and Exam Pattern 2022
WBPSC Krishi Prayukti Sahayak Exam Syllabus and Exam Pattern 2022: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন(WBSPC)পশ্চিমবঙ্গ কৃষি প্রযুক্তি সহায়ক(WB KPS) পদে কর্মী নিয়োগ করে। 2022 সালেও WBPSC এই দপ্তরে কর্মী নিয়োগ করবে বলে আশা করা হচ্ছে। তাই যে সকল প্রার্থীরা 2022 সালের পশ্চিমবঙ্গ কৃষি প্রযুক্তি সহায়ক(WB KPS) পদে আবেদন করবেন তাঁরা অবশ্যই পরীক্ষার প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছেন বা কেউ কেউ প্রস্তুতি নেওয়া শুরু করবেন বলে ভাবছেন।সেই সকল আগ্রহী প্রার্থীদের প্রস্তুতি নেওয়ার আগে যেটা মাথায় রাখতে হবে সেটা হল এই পরীক্ষার সমস্ত বিষয় ভিত্তিক সিলেবাস ও পরীক্ষার প্যাটার্ন যা আমরা এই আর্টিকেলটিতে বিভাগ ভিত্তিক আলোচনা করেছি।
✖❌
WBPSC Krishi Prayukti Sahayak Exam Syllabus and Exam Pattern 2022: Overview |WBPSC কৃষি প্রযুক্তি সহায়ক পরীক্ষার সিলেবাস এবং পরীক্ষার প্যাটার্ন 2022: ওভারভিউ
WBPSC Krishi Prayukti Sahayak Exam Syllabus and Exam Pattern 2022 Overview: যে সকল প্রার্থীরা 2022 সালের পশ্চিমবঙ্গ কৃষি প্রযুক্তি সহায়ক(WB KPS) পদে আবেদন করবেন তাঁদের সুবিদার্থে 2022 সালের নিয়োগ ও পরীক্ষা সম্পর্কে নিচের টেবিলে একটি সংক্ষিপ্ত ধারণা দেওয়া হয়েছে।
Name of the Board | West Bengal Public Service Commission (WBPSC) |
Name of the Posts | Krishi Prayukti Sahayak(WB KPS) |
No. of Vacancies Available | To be Declare Soon |
Mode of the Application | Online |
Online Applications Commencement From | To be Declare Soon |
Last Date to Submit Online Application | To be Declare Soon |
WBSSC Krishi Prayukti Sahayak Exam Date | To be Declare Soon |
Category of Jobs | Government Job |
Job Location | West Bengal |
Name of the Category | Syllabus and Exam Pattern |
Selection Process | Written Exam & Interview |
Official Website | www.wbpsc.gov.in |
\
WBPSC Krishi Prayukti Sahayak Exam Syllabus 2022|WBPSC কৃষি প্রযুক্তি সহায়ক পরীক্ষার সিলেবাস 2022
WBPSC Krishi Prayukti Sahayak Exam Syllabus 2022: 2022 সালের পশ্চিমবঙ্গ কৃষি প্রযুক্তি সহায়ক(WB KPS) পরীক্ষার বিভাগ ভিত্তিক বিষয়গুলি নিচে বিস্তারিতভাবে দেওয়া হয়েছে।
জেনারেল স্টাডিজ (General Studies)- 40 Marks
- Indian History.
- Indian Culture & Heritage.
- Current Events – National & International.
- The topography of
- Climates
- Indian Constitution.
- Tourist places
- Indian Polity.
- Indian Geography.
- IT & Space etc.
- Indian Economy.
- Wildlife sanctuaries Natural Resources
- Historical places and monuments
- Science & Technology.
- Power Plants projects
- Major River systems
- Land Reforms.
পাটিগণিত(Arithmetic)- 40 Marks
- Ratios & Proportions.
- Pipes & Cisterns.
- Time and Work.
- Profit & Loss.
- Problems on Ages.
- Problem Solving.
- Simple Interest & Compound Interest.
- Time & Distance.
- Arithmetic Reasoning.
লজিক্যাল রিজনিং(Logical Reasoning)
- Number Series.
- Verbal Classification.
- Letter and Symbol Series.
- Matching Definitions.
- Essential Part.
- Artificial Language.
- Verbal Reasoning.
- Making Judgments.
- Logical Deduction.
- Statement and Conclusion.
- Logical Problems.
ইংরেজি(English)
- Common Vocabulary.
- Sentence structure.
- Spelling Grammar.
- Prepositions Grammar.
- reading Comprehension Grammar.
- Articles Grammar.
- Verbs Vocabulary.
- Antonyms Vocabulary
- Use of Idioms & Phrases and their meaning.
- Comprehension of passage
- .Idioms and Phrases Vocabulary.
সাম্প্রতিক ঘটনাবলী (Current Affairs)
- Current Events.
- International Affairs.
- Economy
- Sports
- Banking
- Awards
WBPSC Krishi Prayukti Sahayak Exam Pattern 2022|WBPSC কৃষি প্রযুক্তি সহায়ক পরীক্ষার প্যাটার্ন 2022
WBPSC Krishi Prayukti Sahayak Exam Pattern 2022: WBPSC আবেদনকারীদের 2টি ধাপে নির্বাচন করবে যেমন লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ। 2022 সালের পশ্চিমবঙ্গ কৃষি প্রযুক্তি সহায়ক(WB KPS) পরীক্ষার প্যাটার্ন নিচে বিস্তারিতভাবে দেখুন।
Exam Type | Parts | Subjects | Questions | Marks | Exam Duration |
Objective Type | Part 1 | General Knowledge | 40 | 40 | 90 Minutes |
English | 40 | 40 | |||
Mathematics & Reasoning | 40 | 40 | |||
Descriptive Type | Part 2 | English Precise Writing | 1 | 30 | |
Total | 150 |
Post a Comment
0 Comments