Type Here to Get Search Results !

WB Primary TET Mock Test in Bengali 2022 ||প্রাইমারি টেট পরীক্ষা

WB Primary TET Mock Test in Bengali 2022 ||প্রাইমারি টেট পরীক্ষা


 WhatsApp |  Telegram  Google News 

Published By : Westbengaljob.in.     Date : 22.10.2022
আমার প্রিয় ছাত্র ছাত্রী তোমরা অনেকেই wb primary TET 2022 পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিয়েছো।  এমনকি ওয়েবসাইটেও বহু ব্লগার প্রাইমারি টেট পরীক্ষার মক টেস্ট/ প্র্যাকটিস সেট দেওয়া শুরু করেছে। শতাধিক মক টেস্টগুলির মধ্যে সঠিক সিলেবাস অনুযায়ী মক টেস্ট বেছে নিতে ভীষণ অসুবিধা হচ্ছে। এমনকি বহু ব্লগার অপ্রয়োজনীয় বিষয় থেকেও মক টেস্ট তুলে দিচ্ছে। যা সম্পূর্ণ সিলেবাস বহির্ভূত। অনেক সময় ভুল উত্তর সম্বলিত মক টেস্টের মুখোমুখি  হচ্ছো। তাই  তোমাদের কথা ভেবেই আমরা সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমনযোগ্য প্রশ্ন উত্তরের উপরে wb primary practice set in bengali / wb primary Online mock test/ Wb primary practice set with pdf পর্ব শুরু করলাম। এই পর্ব গুলি নিয়মিত আমাদের ওয়েবসাইটে অনুশীলন করলে আমরা আশাবাদী তোমরা পরীক্ষায় অবশ্যই সাফল্য পাবে। তোমাদের সাফল্যেই আমাদের গর্ব।
■ অনেকের স্বপ্ন সরকারি চাকরি পাওয়া। কিন্তু পরীক্ষায় বসলেই চাকরি পাওয়া যায় না। রীতিমতো ভালো SCORE তুলতে হয়।এর জন্য চাই সঠিক প্রস্তুতি। আজকে তোমাদের সহযোগিতার জন্যই মকটেস্ট আপলোড করলাম।যেগুলো অনুশীলন করলে তোমরা নিজেদের প্রস্তুতি যাচাই করতে পারবে।   

                      


WB PRIMARY PRACTICE SET-4  IN BENGALI 


Parasuna Mock Test 
Exam name Wb primary TET 
 Subject  child development &
Pedagogy 
Q.Type MCQ 
Number of question 25
Time30 minute 

শিশুর বৃদ্ধি ও বিকাশ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর


                     Practice set-4


শিশুর বৃদ্ধি ও বিকাশ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর


                     Practice set-4


1 .ব্যক্তির বিকাশের প্রক্রিয়াটি সংগঠিত হতে থাকে -
 a কৈশোর কালের সমাপ্ত পর্যন্ত
 b . বয়:প্রান্তিকাল পর্যন্ত 
c.মধ্যবয়স পর্যন্ত 
d. সারাজীবনব্যাপী

 উত্তর:- সারা জীবনব্যাপী

2. জীবন বিকাশের শৈশব স্তরে অন্তর্ভুক্ত একটি শিশুর বয়স হল-
A. তিন বছর
B . আট বছর
C. এগারো বছর
D. ছয় বছর

উত্তর: তিন বছর

3. যে শিক্ষার স্তর বাল্যকালের বিকাশমূলক বৈশিষ্ট্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ তা হলো -
A. প্রাক-প্রাথমিক শিক্ষাস্তর
B. প্রাথমিক শিক্ষাস্তর
C. উচ্চমাধ্যমিক শিক্ষাস্তর
D.  স্নাতকস্তরের শিক্ষা

উত্তর: স্নাতক স্তরের শিক্ষা

4. জীবন বিকাশের কোন স্তরকে ঝড় ঝঞ্ঝার কাল বলা হয়?
A. শৈশব
B. বাল্য
C. কৈশোর
D. প্রাপ্তবয়স্ক

উত্তর: কৈশোর

5. শৈশবে শিশুর শিক্ষালয় কোনটি?
A. প্রাথমিক বিদ্যালয়
B. প্রাক প্রাথমিক বিদ্যালয়
C. উচ্চ প্রাথমিক বিদ্যালয়
D. মাধ্যমিক বিদ্যালয়

উত্তর: প্রাক প্রাথমিক বিদ্যালয়

6. বৃদ্ধি কীরূপ প্রক্রিয়া?
A. জৈবিক প্রক্রিয়া
B. বৌদ্ধিক প্রক্রিয়া
C. সামাজিক প্রক্রিয়া
D. রাজনৈতিক প্রক্রিয়া

উত্তর: জৈবিক প্রক্রিয়া7. 'কাসা-দাই-বামবিনি'র প্রতিষ্ঠাতা কে?
A. মন্তেশ্বরী 
B. রুশো 
C. ফ্রয়েবেল 
D. প্লেটো

উত্তর: মন্তেশ্বরী

8. নার্সারি বিদ্যালয় স্থাপিত হয় কত সালে?
A.1903
B.1909
C.1906
D.1919

উত্তর: 1909

9- কফকা কোন ধারার বিজ্ঞানী?

A. আচরণবাদীB

. প্রকৃতিবাদী

C. বাস্তববাদী

D. সাগ্রতাবাদী 


উত্তর:- সমগ্রতাবাদী।


10-' সাইন্স অফ হিউম্যান বিহেভিয়ার'- গ্রন্থের লেখক কে?

A. প্লেটো

B. অ্যারিস্টটল

C. রুশো

D. স্কিনার 


 উত্তর- স্কিনার ।11-  শিখনের গৌণ নীতির সংখ্যা কয়টি?

A.1টি

B.2 টি

C.5টি

D.9 টি 


উত্তরঃ - পাঁচটি। 


12- প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্বে থনর্ডাইক কোন প্রাণীর উপর পরীক্ষা করেছেন।

A. পায়রা

B. ইদুর

C. সাপ

D. শিম্পাঞ্জি 


 উত্তর ইঁদুর।


13- অপারেন্ট অনুবর্তন ত্বত্ত্বের প্রবক্তা কে ?

A. প্যভলভ 

B. স্কিনার 

C. থর্নডাইক

D. স্পিয়ারম্যান 


উত্তরঃ - স্কিনার। 


14- প্রোগ্রাম শিখন কোন  শিখন তত্ত্বের ব্যাবহারিক প্রয়োগ?

A. প্রাচীন অনুবর্তন

B . সক্রিয় অনুবর্তন

C. ধারাবাহিক

D. কোনোটিই নয় 


উত্তরঃ- সক্রিয় অনুবর্তন।
 15- স্কিনার বক্স কোন তত্ত্বে ব্যবহার করা হয়েছিল?

A.সক্রিয় অনুবর্তন তত্ত্বে

B. প্রাচীন অনুবর্তন তত্ত্বে

C. অন্তর্দৃষ্টিমূলক শিখন তত্ত্বে

D.কোনোটিই নয় 

উত্তর:- সক্রিয় অনুবর্তন তত্ত্বে


16- প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্বের প্রবক্তা কে?

A. প্যাভলভ

B. স্পিয়ারম্যান

C. থর্নডাইক

D. কোহলার 

উত্তর-থর্নডাইক। 

17-  "অ্যানিমেল ইন্টেলিজেন্স"- বইটির লেখক কে?

A. স্পিয়ারম্যান

B. রুশো

C. থর্নডাইক

D. প্লেটো 

 উত্তর:- থর্নডাইক। 

18- শিখন সংক্রান্ত গবেষণার ক্ষেত্রে পাজল বক্স কে ব্যবহার করেছিলেন?

A. স্পিয়ারম্যান

B. রুশো

C. থর্নডাইক

D. প্লেটো 

 উত্তর- থর্নডাইক।


19- 'টাইম কার্ভ'-  কে ব্যবহার করেছিলেন ?

A. প্যাভলভ

B. স্পিয়ারম্যান

C. থর্নডাইক

D. কোহলার 

উত্তর-থর্নডাইক। 20- 'গেস্টাল্ট'- শব্দের অর্থ কী ?

A. আকার

B. গঠন

C. শিখন

D. সমগ্রতা বা অবয়ব

 উত্তর:- সমগ্রতা বা অবয়ব। 


21- অন্তর্দৃষ্টিমূলক শিখন সম্পন্ন হয় কিসের দ্বারা?


 উত্তর- বুদ্ধির দ্বারা। 


22- অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল এর শিম্পাঞ্জির নাম কী  ছিল?

A. অ্যামিল

B. সুলতান

C. রকি

D.  কোনোটিই নয় 


উত্তরঃ - সুলতান।


23-'মেন্টালিটি অফ অ্যাপ'- গ্রন্থের লেখক কে ?

A. প্যাভলভ

B. স্পিয়ারম্যান

C. থর্নডাইক

D. কোহলার 

উত্তর- কোহলার।


24. স্মৃতির প্রথম স্তর কোনটি ?

A. স্মরণ 
B. প্রত্যাভিজ্ঞতা
C. চিনে নেওয়া
D. শিখন 

উত্তরঃ - শিখন। 

25- মনোযোগের একটি বাহ্যিক নির্ধারকের নাম লেখো ?
A. ঘুম
B. খিদে
C.রং বা তীব্রতা। 
D. কোনোটিই নয় 

উত্তরঃ - রং বা তীব্রতা। নীচের লিংকে ক্লিক করে সম্পুর্ন PDF  টি Download  করুন....একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area