Ads

WB TET 2022- History Mock Test Questions And Answers

WB TET 2022- History Mock Test Questions And Answers 




 WhatsApp |  Telegram  Google News 

Published By : Westbengaljob.in.    
 Date : 01.11.2022



মানুষ প্রথম কোন পশুকে পোষ মানিয়েছিল? 
উঃ কুকুর।


প্রথম গৃহপালিত পশু কী? উঃ ভেড়া।

পারস্য সম্রাট দরায়ুস কবে সিন্ধু জয় করেন? 
উঃ 518 খ্রিস্ট পূর্বাব্দে।

কে প্রথম ভারতকে 'ইন্ডিয়া' নামে উল্লেখ করেন?
উঃ গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস।

ভারতের প্রাচীনতম সভ্যতার নাম কি?
 উঃমেহেরগড় সভ্যতা।





মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন? 
উঃ দুজন
ফরাসি পুরাতত্ত্ববিদ জ্যঁ ফ্রাসোয়া জারিজ এবং রিচার্ড
এইচ মিজে।

 কত সালে মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয়? 
উঃ1973 থেকে 1980 খ্রিস্টাব্দের মধ্যে মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয়।

সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা? 
উঃ ব্রোঞ্জ যুগের।

সিন্ধু সভ্যতার মোট কয়টি কেন্দ্র আবিষ্কৃত হয়েছে?
উঃ 250 টি।

'সিন্ধু সভ্যতা' কথাটি প্রথম ব্যবহার করেন কে? 
উঃজন মার্শাল।

 সিন্ধু সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হরপ্পা কে
আবিষ্কার করেন? 
উঃ দয়ারাম সাহানি (1921 খ্রিস্টাব্দে)।

 সিন্ধু সভ্যতার বৃহত্তম কেন্দ্রের নাম কী?  উঃমহেঞ্জোদারো।


মহেঞ্জোদারো কথাটির অর্থ কি? উঃ মৃতের স্তূপ।

মহেঞ্জোদারো কে আবিষ্কার করেন? 
উঃ রাখালদাসবন্দ্যোপাধ্যায় (1922 খ্রিস্টাব্দে)। 



সিন্ধু সভ্যতায় মোট কয়টি শীলমোহর আবিষ্কৃত
হয়েছে? উঃ 2000 টি।

বেদের অপর নাম ক্রাত কেন? 
উঃ প্রথমদিকে বেদ শুনে শুনে মনে রাখতে হত বলে বেদের অপর নাম শ্ৰুতি।

পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ কোনটি?
 উঃ ঋগ্বেদ।

বৈদিক  যুগে পরিবারের প্রধান কে কি বলা হত? 
উঃ 'কুলপতি' বা 'কুলপা'।

'বলি' কি? 
উঃ বলি হল ঋগবৈদিক যুগের একপ্রকার অনিয়মিত কর।


ঋকবৈদিক যুগের কয়েকজন বিদুষী নারীর নামলেখ? 
উঃ ঘোষা, বিশ্ববারা, অপালা ও লোপামুদ্রা।

 চতুরাশ্রম কি?
 উঃ বৈদিক যুগের মানুষের জীবনের চারটি পর্যায় (ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ ও সন্ন্যাস)।

নিষ্ক কি?
 উঃ বৈদিক যুগে ব্যবহৃত স্বর্ণমুদ্রার নাম।

'শ্রেষ্ঠীন' কাদের বলা হত? 
উঃ পরবর্তী বৈদিক যুগের ধনী ব্যবসায়ীদের শ্রেষ্ঠীন বলা হত।

বেদকে অপৌরুষেয় বলা হয় কেন?
 উঃ বেদ ছিল অলিখিত এবং এক পুরুষ থেকে অন্য পুরুষে বংশানুক্রমিকভাবে চলে যেত, তাই বেদকে
অপৌরুষেয় বলা হয়।

 বেদ কয়টি ও কী কী?
 উঃ বেদ চারটি, ঋক, সাম, যজুর  এবং অথর্ব।

 ঋগ্বেদ কবে রচিত হয়? 
 উঃ বিভিন্ন সাক্ষ্য-প্রমাণঅনুমান করা যায় যে 1500-1000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে ঋক বেদ রচনা করা হয়।

প্রতিটি বেদ কয়টি ও কি কি ভাগে বিভক্ত? 
উঃপ্রতিটি বেদ চারটি ভাগে বিভক্ত যথা সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ।

 উপনিষদকে বেদান্ত বলা হয় কেন?
 উঃ বেদের অন্তে বা শেষে উপনিষদ রচিত হয় বলে এর
আরেক নাম বেদান্ত।

অষ্টাধ্যায়ী' কে রচনা করেন? উঃ পাণিনি।

মহাভারত' কে রচনা করেন? উঃ ঋষি বেদব্যাস।

'রামায়ণ' কে রচনা করেন?
 উঃ ঋষি বাল্মিকী।

কার উদ্দেশ্যে গায়ত্রী মন্ত্র রচিত হয়? উঃ সৌরঅধিষ্ঠানের দেবী সাবিত্রীর উদ্দেশ্যে।

সামবেদ কথাটি কোথা থেকে এসেছে? 
উঃ শাসন থেকে সামবেদ কথাটি এসেছে।

সামবেদে মোট কয়টি স্তোত্র রয়েছে?
 উঃ 1810 টি।

কোন বেদকে প্রার্থনার বই বলা হয়?
 উঃ যজুর্বেদকে।

কোন বেদকে জাদুবিদ্যার বই বলা হয়?
উঃ অথর্ববেদকে।

ঋগ্বেদ, সামবেদ ও যজুর্বেদ কে একত্রে কি বলা
হয়?
 উঃ ত্রয়ী বলা হয়।
কোন বেদকে অনার্যদের বেদ বলা হয়?
 উঃ অথর্ববেদকে।

ভারতবর্ষে মোট কয়টি উপনিষদ পাওয়া গেছে?  উঃ 108 টি।

ভারতের জাতীয় প্রতীকের নিচে লিখিত 'সত্যমেব
জয়তে' কথাটি কোথা থেকে এসেছে?
 উঃ মুক্তক উপনিষদ থেকে।

সবচেয়ে প্রাচীনতম উপনিষদ কোনটি? 
উঃ বৃহদারণ্যক ও ছন্দ উপনিষদ হল প্রাচীনতম উপনিষদ।

বৈদিক যুগের অনার্যদের দেবতা কে ছিলেন? উঃ বৈদিক যুগে অনার্যদের দেবতা ছিলেন পুষন।

বৈদিক যুগে রাজিত্রি কথাটি কোন পেশার সঙ্গে যুক্ত
ছিল? 
উঃ চিত্রকর (এই যুগের চিত্রকরদের রাজিত্রি বলা হত।)।

বৈদিক যুগের পদাতিক সৈন্যদের কি বলা হত? 
উঃ পতি।

কোন গ্রন্থে 16 টি মহাজনপদের নাম পাওয়া যায়?

উঃ বৌদ্ধ সাহিত্য 'অঙ্গুত্তরনিকায়' গ্রন্থে।

16 টি মহাজনপদের মধ্যে শেষ পর্যন্ত কয়টি মহাজনপদ টিকেছিল? 
উঃ 4 টি যথা কোশল, মগধ, বৎস এবং অবন্তী।

হর্যন্ত বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? উঃ বিম্বিসার।

শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা কে? উঃ শিশুনাগ। 






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ