West Bengal ICT Computer Teacher Recruitment 2023 পশ্চিমবঙ্গের ১৭১৯ টি স্কুলে কম্পিউটার শিক্ষক নিয়োগ @westbengaljob.in
West Bengal ICT Computer Teacher Recruitment 2023 : Dear Aspirant Welcome to the Westbengaljob.in , Today We are going to share about West Bengal ICT Computer Teacher Recruitment 2023 , or WB ICT Computer Teacher Recruitment 2023, In this post we are providing all information about WB ICT Computer Teacher Recruitment 2023 like WB ICT Computer Teacher Vacancy Details 2023 , WB ICT Computer Teacher Recruitment 2023 Educational Qualification , Age limit of WB ICT Computer Teacher Recruitment 2023 , Application Process of WB ICT Computer Teacher Recruitment 2023 , WB ICT Computer Teacher Salary2023,
পশ্চিমবঙ্গে মোট ১৭১৯ টি স্কুলে খুব শীঘ্রই কম্পিউটার শিক্ষক (ICT Computer Teacher) নিয়োগ (Recruitment) হবে। এটি রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি সুখবর। কয়েক মাস আগেই আমরা এই বিষয়ে একটি বিস্তারিত আপডেট জানিয়েছিলাম। সেই আপডেট মোতাবেক রাজ্যে কম্পিউটার শিক্ষক নিয়োগ হতে চলেছে। এজন্য একটি বিজ্ঞপ্তিও জারি হয়েছে।
West Bengal ICT Computer Teacher Recruitment 2023 - Over View
Name of the Examination Authority | West Bengal Department of School Education |
Official Website | https://wbbse.wb.gov.in/ |
Post Name | West Bengal ICT Computer Teacher |
Total Posts | 1719 |
Job Location | West Bengal |
Selection process | Computer Test or Skill Test , Interview |
Get Free Job update | WhatsApp Group |
West Bengal ICT Computer Teacher Vacancy Details 2023
No of total Vacancy-1719
শিক্ষাগত যোগ্যতা - Educational Qualification : WB ICT Computer Teacher Recruitment 2023
কম্পিউটার শিক্ষক পদের জন্য আবেদনকারী চাকরিপ্রার্থীকে অবশ্যই গ্রাজুয়েশন পাস হতে হবে এবং সেই সাথে এক বছরের কম্পিউটার কোর্সের সার্টিফিকেট থাকতে হবে।
মাসিক বেতন : WB ICT Computer Teacher Salary 2023
বর্তমানে পশ্চিমবঙ্গের একজন কম্পিউটার শিক্ষক প্রতিমাসে সাম্মানিক ১০ হাজার টাকা করে বেতন পায়।
বয়সসীমা : Age limit of WB ICT Computer Teacher Recruitment 2023
কম্পিউটার শিক্ষক (West Bengal ICT Computer Teacher) পদের জন্য আবেদন করতে হলে আবেদনকারীর বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে থাকতে হবে। এক্ষেত্রে সংরক্ষিত শ্রেণীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে থাকে।
আপনাকে জানিয়ে রাখি, ২০১৯ সালে পশ্চিমবঙ্গে মোট ৬৫০০ কম্পিউটার শিক্ষক নিয়োগ করা হয়েছিল। প্রায় তিন বছর পরে এমন অনেক স্কুল রয়েছে যেখানে কম্পিউটার শিক্ষক এর পদ খালি রয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যের আরো ১৭১৯ টি স্কুলে কম্পিউটার শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার।
এই নিয়োগের একটি শর্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখনো পর্যন্ত কম্পিউটার শিক্ষক পদে নিয়োগের প্রক্রিয়া এবং আবেদন প্রক্রিয়া শুরু হয়নি। খুব শীঘ্রই এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং তারপরেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। বিজ্ঞপ্তি প্রকাশিত হলে এবং আবেদন প্রক্রিয়া শুরু হলে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে।
0 মন্তব্যসমূহ