Ads

WB TET 2022 : প্রাইমারি টেটে কেমন হবে প্রশ্ন? নেগেটিভ মার্কিং থাকবে ? @Westbengaljob.in

TET 2022 : প্রাইমারি টেটে কেমন হবে প্রশ্ন? নেগেটিভ মার্কিং থাকবে ? @Westbengaljob.in




প্রাথমিক স্কুলে শিক্ষকতার জন্য প্রাথমিক পর্যায়ে WB TET যাঁরা দিচ্ছেন, ইতিমধ্যেই তাঁরা জেনে গিয়েছেন পরীক্ষা সংক্রান্ত নানাবিধ নিয়মকানুন। ইতিমধ্যেই ডাউনলোড করা যাচ্ছে WB TET  Admit 2022 ও। পরীক্ষার আগে আরও একবার ঝালিয়ে নেওয়া যাক ডিসেম্বর মাসের এগারো তারিখের TET সংক্রান্ত কিছু নিয়ম-নীতি। আগামী ১১ ডিসেম্বর রবিবার, দুপুর ১২টা থেকে আড়াইটে পর্যন্ত হবে TET। পরিচালনায় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। 

পর্ষদ প্রদত্ত তথ্য এবং নির্দেশিকা অনুযায়ী , WB TET-এর প্রশ্ন হবে মাল্টিপল চয়েস টাইপ। প্রতি প্রশ্নের পূর্ণমান এক নম্বরের। বিকল্প থাকবে ৪টি। পরীক্ষা হবে আড়াই ঘণ্টার। বাংলা এবং ইংরেজিতে থাকবে প্রশ্ন। কোনও নেগেটিভ মার্কিং থাকবে না।



   


পূর্ণমান ১৫০ নম্বরের মধ্যে কোনও পরীক্ষার্থী ৬০ শতাংশ বা তার বেশি নম্বর পেলে TET উত্তীর্ণ হবেন।  SC, ST, OBC-A, OBC-B, PH, EC, এক্স-সার্ভিসমেন এবং DH ক্যাটেগরির পরীক্ষার্থীদের জন্য ৫ শতাংশ ছাড় থাকছে। অর্থাৎ এক্ষেত্রে  TET উত্তীর্ণ হতে তাঁদের ৬০ শতাংশ নম্বর না পেলেও চলবে।


  




এবার দেখে নেওয়া যাক, কোন কোন বিষয় থেকে প্রশ্ন থাকবে এবারের প্রাইমারি TET-এ। 

A, B, C, D, E - মোট পাঁচটি বিষয় থেকে প্রশ্ন আসবে TET-এ। 

A - চাইল্ড ডেভলপমেন্ট ও পেডাগগি 
B - প্রথম ভাষা (বাংলা/হিন্দি/ওড়িয়া/তেলুগু/নেপালি/সাঁওতালি/উর্দু)
C - দ্বিতীয় ভাষা (ইংরেজি)
D - অঙ্ক
E - পরিবেশ বিদ্যা

উপরিউক্ত প্রতিটি বিষয় থেকে প্রশ্ন থাকবে ৩০ নম্বরের। অর্থাৎ মাল্টিপল চয়েজ় প্রশ্ন থাকবে ৩০টি।  


TET ২০২২ সার্টিফিকেটের বৈধতা

যাঁরা টেট ২০২২ -এ উত্তীর্ণ হবেন, তাঁদের টেট সার্টিফিকেটে বৈধতার মেয়াদ আজীবন। তবে তার মানে এই নয়, কোনও উত্তীর্ণ প্রার্থী আর টেটে বসতে পারবেন না।  টেট ২০২২ -এ উত্তীর্ণ যে কেউ ফের TET দিতে পারেন, যদি তিনি তাঁর স্কোর বাড়িয়ে নিতে চান। 

ডাউনলোড করা যাচ্ছে অ্যাডমিট কার্ড


১১ ডিসেম্বরের প্রাইমারি টেটের জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে। যাঁরা ডাউনলোড করেননি এখনও করে নিতে পারেন। 
 
>>>কীভাবে ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড ?


   প্রাইমারি টেটের জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড  করার জন্য ক্লিক করুন > Download





👉 Join WhatsApp Group               Click Here

👉 Join Telegram Group                                                                                                                 Click Here

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ