Type Here to Get Search Results !

প্যান কার্ড এর সাথে আধার কার্ড লিঙ্ক কী করে করবেন দেখে নিন

 

প্যান কার্ড এর সাথে আধার কার্ড লিঙ্ক  কী করে করবেন দেখে নিন  






আয়কর বিভাগের তরফে জানানো হয়েছে, 2023 সালের 31 মার্চের মধ্যে যদি আপনি আপনার প্যান কার্ড এর সাথে আধার কার্ড নাম্বার লিংক না করে থাকেন, তাহলে আপনার প্যান কার্ড বাতিল হয়ে যাবে। এরপর আর সেই প্যান কার্ড কোনো কাজে আসবে না অর্থাৎ প্যান কার্ডটি শুধুমাত্র প্লাস্টিক কার্ড হিসেবেই আপনার কাছে পরে থাকবে।

Adhaar link with pan card in Bengali







তাহলে আপনি কিভাবে চেক করতে পারবেন যে,প্যান কার্ড আধার কার্ড লিংক হয়েছে? নাকি প্যান কার্ড আধার কার্ড লিংক হয়নি? যদি আপনার আধার কার্ড প্যান কার্ডে লিংক না থাকে,তাহলে কিভাবে লিংক করতে পারবেন, নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো…






আয়কর আইন 1961 এর আওতায় সমস্ত PAN কার্ড ধারকদের 31 মার্চ 2023 এর মধ্যেই PAN ও আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক(Pan Card Aadhar Card Link) ৷ যে সমস্ত PAN কার্ড গুলো আধার কার্ড এর সাথে লিঙ্ক করা থাকবে না, সেগুলি 1 এপ্রিল 2023 এর পর থেকে বাতিল হয়ে যাবে। Pan Card Aadhar Card Link করা জরুরি ও আবশ্যক।







Pan Card Aadhar Card Link. Aadhar Card Pan Card Link. Pan Aadhar Link Online. Pan Card Aadhar Link 



১) প্রথমে আপনাকে incometax.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর Link Aadhaar এ ক্লিক করুন।


৩) পরবর্তী পেজে Pan Card Number ও Aadhaar Card Number বসিয়ে দিয়ে Validate এ ক্লিক করুন।
৪) এরপর আপনাকে সামনে একটি Payment Details এর পেজ Show হবে, সেখানে Continue To Pay Through E-Pay Tax এ ক্লিক করে এগিয়ে যান।



 



৫) এরপর পরবর্তী পেজে Pan Card Number ও Mobile Number বসিয়ে দিয়ে Continue এ ক্লিক করুন।
৬) পরবর্তী ধাপে মোবাইলে আসা OTP বসিয়ে Verify করে নিন।
৭) এরপর Income Tax অপশনে ক্লিক করুন।
৮) পরবর্তী পেজে Assessment Year ও Type of Payment থেকে Other Receipts 500 সিলেক্ট করে এগিয়ে যান।


৯) এরপর মোট ১০০০ টাকা ফাইন দিতে হবে আধার কার্ড ও প্যান কার্ড লিংক করার জন্য, পেমেন্ট করতেই লিংক হয়ে যাবে।



Pan Card Aadhar Card Link Status Check Online / প্যান আধার লিঙ্ক চেক :-

১) প্রথমে আপনাকে www.incometax.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর Link Aadhaar Status এ ক্লিক করুন।


৩) পরবর্তী পেজে আধার কার্ড নাম্বার ও প্যান কার্ড নাম্বার বসিয়ে দিয়ে View Link Aadhaar Status এ ক্লিক করুন।
৪) এরপর যদি চলে আসে Your PAN is already linked তাহলে আপনার প্যান কার্ড আধার কার্ড লিংক হয়ে গেছে।

👉Pan aadhar link online e filing website:- Click














একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area