Type Here to Get Search Results !

WB ANM GNM Apply Online 2023, Application Form Link | WB ANM GNM অনলাইনে আবেদন করুন 2023

WB ANM GNM Apply Online 2023, Application Form Link | WB ANM GNM অনলাইনে আবেদন করুন 2023


WB ANM GNM Apply Online 2023:    WB ANM GNM   পরীক্ষাটি West Bengal Joint Entrance Examinations Board (WBJEE) এর কর্মকর্তারা পরিচালনা করবেন। যে সকল প্রার্থীরা WB ANM GNM Exam 2023 আবেদন করতে চলেছেন অথবা আবেদন করবেন ভাবছেন তাদের প্রথম WB ANM GNM Eligibility Criteria 2023 ও  WB ANM GNM 2023  কি ভাবে আবেদন করবে এবং  WB ANM GNM Syllabus 2023  তার  সম্পর্কে ভালো করে জানতে হবে। WB ANM GNM Eligibility Criteria 2023 ও WB ANM GNM Online Application Process 2023   সম্পর্কে সমস্ত তথ্য এখানে দেওয়া হয়েছে। WB ANM GNM আবেদন পদ্ধতি  ও  WB ANM GNM যোগ্যতা  সম্পর্কে জানতে আর্টিকেলটি পড়ুন।

(17 জানুয়ারি থেকে আবেদন শুরু হবে )




আজকের এই আর্টিকেল থেকে জানতে পারবেন ঃ 




WB ANM GNM Admission 2023  এর  জন্য যোগ্যতা কি লাগবে ?

WB ANM GNM Admission 2023  এর  জন্য বয়স কত লাগবে ?

WB ANM GNM  Admission 2023  এর  জন্য কি ভাবে আবেদন করবেন ?

WB ANM GNM  Exam Pattern 2023 কেমন ?

 WB ANM GNM  পরীক্ষার সিলেবাস কেমন ? 





      WB ANM GNM Apply Online 2023- Over View

Organization       

West Bengal Joint Entrance Examinations Board(WBJEEB)

Exam Name

WB ANM GNM EXAM 2023

Category

West Bengal ANM GNM Job

Application Date

17.01.2023

Application Closing Date

13.02.2023

Selection Process

Written Exam

WB ANM GNM 2023 Exam Date

July 2023

Official Website

wbjeeb.nic.in

Our  Telegram Group

 

 

 

WB ANM GNM Eligibility Criteria 2023 | WB ANM GNM যোগ্যতা 2023

 

 

WB ANM GNM 2023 Eligibility Criteria 

 

For GNM.

 

1.GNM এ আবেদন করার জন্য প্রার্থীর বয়স 17 থেকে 27 বছরের মধ্যে হতে হবে । 


2.প্রার্থীকে অবশ্যই ভারতীয় হতে হবে এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা সার্টিফিকেট থাকতে হবে তবেই আবেদন করতে পারবেন । 


3.WB GNM Application 2022 আবেদন করার জন্য প্রার্থীকে বাংলা অথবা নেপালি ভাষার ভালো জ্ঞান থাকতে হবে , যাতে প্রার্থী লিখতে পড়তে ও ভালোভাবে বাংলা বা নেপালি ভাষায় কথা বলতে পারে। 

4.GNM এ আবেদন করার জন্য প্রার্থীকে উচচমাধ্যমিক পাস করতে হবে সাথে ইংরেজিতে 40% ও সব বিষয় মিলিয়ে 40% নাম্বার থাকতে হবে তবেই আবেদন যোগ্য । 


For ANM 


1.ANM a শুধু মাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন। 


2.ANM এ আবেদন করার জন্য প্রার্থীর বয়স 17 থেকে 27 বছরের মধ্যে হতে হবে ।  


3.প্রার্থীকে অবশ্যই ভারতীয় হতে হবে এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা সার্টিফিকেট থাকতে হবে তবেই আবেদন করতে পারবেন । 


4.WB ANM Application 2022 আবেদন করার জন্য প্রার্থীকে বাংলা অথবা নেপালি ভাষার ভালো জ্ঞান থাকতে হবে , যাতে প্রার্থী লিখতে পড়তে ও ভালোভাবে বাংলা বা নেপালি ভাষায় কথা বলতে পারে। 


5.ANM এ আবেদন করার জন্য প্রার্থীকে উচচমাধ্যমিক পাস করতে হবে সাথে ইংরেজিতে 40% ও সব বিষয় মিলিয়ে 40% নাম্বার থাকতে হবে তবেই আবেদন যোগ্য । 



How to Apply for WB GNM ANM 2023


WB GNM/ANM   2023 Application Process 

1.সমস্ত আগ্রহী আবেদনকারীরা অনলাইনে আবেদন করতে পারবেন  www.wbjeeb.nic.in ওয়েবসাইট থেকে।

2.তবে আবেদনপত্র জমা দেওয়ার অন্য কোনো উপায় থাকবে না। শুধুমাত্র একটি অনলাইন এর মাধ্যমেই আবেদন করতে পারবেন ।

3.আবেদন করার সময় প্রার্থীদের  সমস্ত  তথ্য যেমন  শিক্ষাগত যোগ্যতা , বয়সের প্রমাণ , কাস্ট সার্টিফিকেটর তথ্য দিয়ে আবেদন করতে হবে । 

4.একটি স্ক্যান করা  পাসপোর্ট সাইজের ছবি এবং স্বাক্ষর সহ সমস্ত প্রয়োজনীয় নথি আপলোড করুন।

5.তাছাড়া, আপনাকে শুধুমাত্র ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আবেদন ফি ( WB Gnm anm Application Fees 2023 )  জমা দিতে হবে।

6.আবেদন করার পর আবেদন পত্রটি   কয়েকটি প্রিন্ট রাখুন যা পরবর্তীতে কাজে লাগবে 



 WB ANM GNM  আবেদন করার    জন্য  যেকোনো স্বীকৃত বোর্ড থেকে   উচ্চ মাধ্যমিক  পরীক্ষায় কমপক্ষে 40% নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে

 

মেডিকেল ফিটনেস সার্টিফিকেট  : সমস্ত প্রার্থীকে অবশ্যই WB ANM GNM   কোর্সের জন্য মেডিকেলভাবে ফিট হতে হবে এবং ভর্তির সময় APPENDIX 3- দেওয়া বিন্যাসে একটি মেডিকেল ফিটনেস শংসাপত্র তৈরি করতে হবে।

 

Age Limit for WB ANM GNM 2023: 31.12.2023 তারিখে আবেদনকারীর বয়স কমপক্ষে 17 বছর হতে হবে অর্থাৎ, আবেদনকারীদের 31.12.2006 তারিখে বা তার আগে জন্মগ্রহণ করা উচিত।


বাংলা এবং/অথবা নেপালি ভাষায় পড়তে, লিখতে এবং কথা বলতে সক্ষম হতে হবে

আবেদনকারীকে  অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের আবাসিক হতে হবে।

আবেদনকারীকে অবশ্যই উচ্চ মাধ্যমিক   পাশ সাথে কমপক্ষে 40% নম্বর নিয়ে পাশ করে থাকতে হবে ।


 

 

 

WB ANM GNM Exam Pattern 2023 | WB ANM GNM পরীক্ষার প্যাটার্ন 2023
 



  • 1.পরীক্ষার মোড অফলাইন হবে অর্থাৎ পরীক্ষা হলে গিয়ে লিখিত পরীক্ষা দিতে হবে।

  • 2.WB GNM/ANM  2023 Exam Duration /পরীক্ষার সময় 3 ঘন্টা।

  • 3.প্রশ্নগুলো হবে মাল্টিপল চয়েস প্রশ্ন।

  • 4.WB GNM/ANM প্রবেশিকা পরীক্ষায় 6টি বিভাগ থাকবে।

  • 5.0.25 মার্কের নেগেটিভ মার্কিং থাকবে। 

ফলাফল এবং নির্বাচন প্রক্রিয়া /WB GNM ANM Result 2023 /Merit List

WB ANM GNM পরীক্ষার কয়েকদিন পর ফলাফল ঘোষণা করবে পরীক্ষা পরিচালনাকারী সংস্থা WBJEE।  WB GNM ANM Result 2023  অনলাইন এ প্রকাশ করবে WBJEE অফিসিয়াল ওয়েবসাইট। 


কর্তৃপক্ষ ইংরেজি সহ শীর্ষ 4টি বিষয় বিবেচনা করে একটি মেধা তালিকা তৈরি করবে যা বাধ্যতামূলক। যে প্রার্থীরা মেধা তালিকায় স্থান পাবে তাদের WB GNM ANM Counseling 2023 পদ্ধতির জন্য ডাকা হবে। তাই প্রার্থীদের নির্বাচনের জন্য মেধা তালিকায় তাদের নাম পেতে হবে।  WB GNM ANM Result 2023  এ প্রার্থীর নাম, আবেদন নম্বর বা রোল নাম্বার , ফলাফলের অবস্থা (পাস/ফেল) ইত্যাদি উল্লেখ থাকবে। 

WB ANM GNM Exam Pattern 2023: যেসব প্রার্থীরা এই WB ANM GNM 2023 পরীক্ষাটি প্রথমবারের জন্য দিতে চলেছেন তাদের জন্য আমরা WB ANM GNM 2023 পরীক্ষার প্যাটার্নটি এই আর্টিকেলে বিস্তারিতভাবে আলোচনা করেছি | এখান থেকে প্রার্থীরা WB ANM GNM Exam Pattern 2023  সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন।

 

WB ANM GNM 2023  পরীক্ষায় মোট 100 টি প্রশ্ন থাকবে এবং এর মোট সময়সীমা দেড় ঘন্টা । প্রশ্নপত্রের মাধ্যম হবে ইংরেজি এবং বাংলা উভয় ভাষায়।.


WB ANM GNM Apply Online 2023





West Bengal ANM GNM Syllabus 2023 PDF Download Link  নীচে দেওয়া আছে ---- WB ANM GNM  পরীক্ষার সিলেবাস : 


– You can download the pdf as per availability here or from wbjeeb.nic.in. Last year’s syllabus is as follows –

WB ANM GNM Syllabus for Life Science

  • Life Science syllabus will be based on 10th standard syllabi of recognised Board/Councils in India.

WB ANM GNM Syllabus for Physical Science

  • Physical Science syllabus will be based on 10th standard syllabi of recognised Board/Councils in India.

WB ANM GNM Syllabus for English

  • English syllabus will be equivalent to 12th standard curriculum

WB ANM GNM Syllabus for Mathematics Science

  • Mathematics syllabus will be based on 10th standard syllabi of recognised Board/Councils in India.



WB ANM GNM Syllabus for General Knowledge

  • General Knowledge syllabus will be equivalent to 12th standard curriculum

WB ANM GNM Syllabus for Logical Reasoning

  • Logical Reasoning syllabus will be equivalent to 12th standard curriculum


West Bengal ANM GNM Syllabus 2023 PDF : Download 







WB GNM/ANM 2023 Important Links

WB ANM GNM 2023 information brochureCheck Here
Instructions for filling the application formCheck Here
WB ANM GNM 2023 Exam ZonesCheck Here
Rules for ExaminationCheck Here
Official Websitewbjeeb.nic.in
WB GNM ANM Online Application FormApply Here 
B.Sc Nursing AdmissionCheck Here


 








West Bengal ANM GNM Syllabus 2023,WB ANM GNM Apply Online 2023,WB ANM GNM Exam Pattern 2023,WB GNM ANM Result 2023,How to Apply for WB GNM ANM 2023


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area