WB Primary TET Interview Date 2023 District Wise প্রাইমারি টেটের ১০ থেকে ১৫ দফার ইন্টারভিউর তারিখ ঘোষণা করলো
সুপ্রিয় বন্ধুরা,
পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের অফিশিয়াল ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে দশ থেকে পনেরোতম দফার WB Primary TET Interview 2023 দিনক্ষণ ঘোষণা করলো। এই ৬টি দফায় মালদা, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগণা, হুগলী, দক্ষিণ ২৪ পরগণা ও পুরুলিয়া মোট ৬টি জেলার ২০১৪ এবং ২০১৭ সালের প্রাথমিক টেট উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে।
WB Primary TET Interview Date for Malda District
দশম দফায় মালদা জেলার চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। আগামী ১২ ও ১৩ই এপ্রিল হবে প্রাথমিক শিক্ষক নিয়োগের দশম দফার ইন্টারভিউ।
WB Primary TET Interview Date for Murshidabad District
এগারোতম দফায় মুর্শিদাবাদ জেলার চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। আগামী ১৯, ২০ ও ২৪শে এপ্রিল হবে প্রাথমিক শিক্ষক নিয়োগের এগারোতম দফার ইন্টারভিউ।
WB Primary TET Interview Date for North 24 Pargana District
বারোতম দফায় উত্তর ২৪ পরগণা জেলার চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। আগামী ২৫, ২৬ ও ২৭শে এপ্রিল হবে প্রাথমিক শিক্ষক নিয়োগের বারোতম দফার ইন্টারভিউ।
WB Primary TET Interview Date for Hoogly District
তেরোতম দফায় হুগলী জেলার চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। আগামী ২৮ ও ২৯শে এপ্রিল হবে প্রাথমিক শিক্ষক নিয়োগের তেরোতম দফার ইন্টারভিউ।
WB Primary TET Interview Date for South 24 Pargana District
চোদ্দতম দফায় দক্ষিণ ২৪ পরগণা জেলার চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। আগামী ২, ৩ ও ৪ঠা মে হবে প্রাথমিক শিক্ষক নিয়োগের চোদ্দতম দফার ইন্টারভিউ।
WB Primary TET Interview Date for Purulia District
পনেরোতম দফায় পুরুলিয়া জেলার চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। আগামী ৬ ও ৮ই মে হবে প্রাথমিক শিক্ষক নিয়োগের পনেরোতম দফার ইন্টারভিউ।
Important Documents for WB Primary TET Interview 2023
ইন্টারভিউর জন্য চাকরিপ্রার্থীদের যে সকল ডকুমেন্টগুলি নিয়ে যেতে হবে, সেগুলি হল-
- টেটের অ্যাডমিট কার্ড
- টেট উত্তীর্ণ হওয়ার নথি
- মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ও মার্কশিট
- উচ্চমাধ্যমিকের মার্কশিট
- স্নাতক পাশের মার্কশিট
- বিএড/ ডিএলএড/ ডিএড এর মার্কশিট ও সার্টিফিকেট
- ভোটার বা আধার কার্ড
- জাতিগত শংসাপত্র
- এক্স-সার্ভিসম্যান সার্টিফিকেট
- শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে তার শংসাপত্র
- নিজের স্বাক্ষর যুক্ত পাসপোর্ট সাইজ ফটো
0 মন্তব্যসমূহ