Ads

Important History Question For WBP Lady Constable Exam 2023

History Question For WBP Lady Constable Exam 2023

Important History Question For WBP Lady Constable Exam 2023



1) লোকমান্য নামে কে পরিচিত ছিলেন?

 উঃবালগঙ্গাধর তিলক।

 

2) ব্রিটিশ সাংবাদিক ভ্যালেন্টাইন চিরল কাকে ভারতের অস্থিরতার জনক বলে অভিহিত করেছেন?

 উঃবালগঙ্গাধর তিলক।


3) গণপতি উৎসব কে শুরু করেন?

 উঃ বালগঙ্গাধর তিলক (1894 খ্রিস্টাব্দে)। 

 


4) শিবাজী উৎসব কে শুরু করেন? 

উঃ বালগঙ্গাধর তিলক (1895 খ্রিস্টাব্দে)। 


5) 1905 খ্রিস্টাব্দের 19 জুলাই কে বঙ্গভঙ্গের

পরিকল্পনা ঘোষণা করেন?

 উঃ লর্ড কার্জন।


6) বঙ্গভঙ্গ কবে কার্যকর হয়? 

উঃ 1905 খ্রিস্টাব্দের 16

অক্টোবর। 


7) বঙ্গভঙ্গ কার্যকর হওয়ার দিন সৌভ্রাতৃত্ব বোধ বজায় রাখার জন্য কে রাখি বন্ধন উৎসব পালন করেন?

উঃ রবীন্দ্রনাথ ঠাকুর 


 8) 'বাংলার মাটি, বাংলা জল' গানটি কে রচনা করেন?

উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।


9) বঙ্গভঙ্গের সময় অরন্ধন উৎসব পালনের ডাক দেন

কে? উঃ রামেন্দ্রসুন্দর ত্রিবেদী।


10) বেঙ্গল কেমিক্যাল -এর প্রতিষ্ঠাতা কে? 

উঃ আচার্য প্রফুল্ল চন্দ্র রায়। 


11)  বঙ্গভঙ্গের সময় জামশেদপুরে লৌহ ইস্পাত কারখানা কে গড়ে তোলেন? 

উঃ জামশেদজী টাটা। 


12) কত সালে বঙ্গভঙ্গ রদ হয়? 

উঃ 1911 খ্রিস্টাব্দে।


13)  বঙ্গভঙ্গ রদ করেন কে?

 উঃ লর্ড হার্ডিঞ্জ।


14) বঙ্গভঙ্গ আন্দোলনের প্রধান স্লোগান কী ছিল? 

উঃ বন্দেমাতরম। 



15 ) কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থীর মধ্যে বিভাজন ঘটে?

 উঃ 1907 খ্রিস্টাব্দে সুরাট


16) সুরাট অধিবেশন নরমপন্থীদের সভাপতি কে নির্বাচি হন? 

উঃ রাসবিহারী ঘোষ। 

17) সুরাট বিভাজনে চরমপন্থীদের সভাপতি কে নির্বাচিত হন? 

উঃ লালা লাজপত রায়।


18) কংগ্রেসের কোন অধিবেশনে চরমপন্থী ও নরমপন্থীদের মিলন ঘটে?

 উঃ 1916 খ্রিস্টাব্দে কংগ্রেসের লক্ষ্মৌ অধিবেশনে।


19) কে কত সালে হোমরুল লীগ স্থাপন করেন?

 উঃশ্রীমতি অ্যানি বেসান্ত, 1916 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে।


20) অনুশীলন সমিতি কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়?

 উঃ1902 খ্রিস্টাব্দে (কলকাতায়)।


21) কার সভাপতিত্বে অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয়?

উঃ ব্যারিস্টার পি. মিত্র।


22) ঢাকায় অনুশীলন সমিতি গঠন করেন কে?

 উঃ1902 খ্রিস্টাব্দে পুলিনবিহারী দাশ।


23) কত সালে যুগান্তর পত্রিকা প্রকাশিত হয়?

 উঃ 1906 খ্রিস্টাব্দে।


24)  যুগান্তর পত্রিকার সম্পাদক কে ছিলেন?

 উঃ ভূপেন্দ্রনাথ দত্ত (এই কাজে তাঁকে বারীন্দ্রকুমার ঘোষ সহযোগিতা করেন।)


25) 'মুক্তি কোন পথে' বইটির প্রকাশক কে? 

উঃ ভূপেন্দ্রনাথ দত্ত ও বারীন্দ্রকুমার ঘোষ।


26) কত সালে অনুশীলন সমিতি যুগান্তর দল নামে পরিচিতি পায়?

 উঃ 1906 খ্রিস্টাব্দে।

27)  কত সালে ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়? 

উঃ 1908 সালের 11 ই আগস্ট।


28) চাপেকর ভাতৃদ্বয় নামে কারা পরিচিত ছিলেন?

 উঃ দামোদর হরি চাপেকর ও বালকৃষ্ণ হরি চাপেকর

29) কে কত সালে " মিত্র মেলা " স্থাপন করেন ? 

উ: বিনায়ক দামদর সভারকার 


30) ১৯০৭ সালে " অভিনব ভারত" কে প্রতিষ্ঠা করেন? 

উ: গণেশ সাভারকার 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ