Type Here to Get Search Results !

WBPSC Food SI Practice Set 2 | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট

WBPSC Food SI Practice Set 2 | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট





 WBPSC Food SI Practice Set: সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) তরফ থেকে Food SI পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তাই পরীক্ষার্থীদের উদ্দেশ্যে  ফ্রি প্র্যাকটিস সেটের আয়োজন করেছে। Exam Bangla -র এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত ‘WBPSC Food SI Practice Set’ আপলোড করা হচ্ছে। আয়োজিত WBPSC Food SI Practice Set -এ অংশগ্রহণ করে নিজেদেরকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যান।

WBPSC Food SI Practice Set

Food SI পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেট গুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে। প্রতিটি প্রশ্ন আগত ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। পরীক্ষার প্রস্তুতিতে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে আজ থেকে এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করুন।

WB Food SI Practice Set 24

1. নিম্নলিখিত কোন রাষ্ট্র ‘বজ্রপাতের দেশ’ নামে পরিচিত?
[A] তাইওয়ান
[B] তিব্বত
[C] ভুটান
[D] জাপান

উঃ ভুটান

2. কত খ্রিস্টাব্দে কংগ্রেস নির্বাচনে অংশগ্রহণ করে?
[A] 1937
[B] 1938
[C] 1939
[D] 1940

উঃ 1937

3. জিরোপথ্যালমিয়া রোগে কোন অঙ্গ আক্রান্ত হয়?
[A] চোখ
[B] কান
[C] জিহ্বা
[D] ত্বক

উঃ চোখ

4. অ্যান্টি সার্কুলার সোসাইটির প্রতিষ্ঠাতা কে?
[A] সতীশচন্দ্র মুখোপাধ্যায়
[B] শচীন্দ্র প্রসাদ বসু
[C] সুবোধ চন্দ্র মল্লিক
[D] অশ্বিনী কুমার দত্ত

উঃ শচীন্দ্র প্রসাদ বসু

5. মানুষের শরীরে কোনটি সবচাইতে কঠিন বস্ত?
[A] অস্হি
[B] এনামেল
[C] ডেন্টাইন
[D] নখ

উঃ এনামেল

6. চীন সাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড় কে বলে—
[A] সাইক্লোন
[B] টর্নেডো
[C] টাইফুন
[D] হ্যারিকেন

উঃ টাইফুন


7. জাতীয় কংগ্রেসে চরমপন্থা প্রথম কোন সালে দেখা যায়?
[A] 1905
[B] 1907
[C] 1909
[D] 1911

উঃ 1905


8. ট্রাকিয়া কোন প্রাণীর শ্বাস অঙ্গ?
[A] কেঁচো
[B] জোঁক
[C] শামুক
[D] সন্ধিপদ প্রাণী

উঃ সন্ধিপদ প্রাণী


9. একমাত্র কোন মুসলমান শাসক কাংড়া দুর্গ জয় করেন?
[A] আকবর
[B] শেরশাহ
[C] জাহাঙ্গীর
[D] আলাউদ্দিন

উঃ জাহাঙ্গীর

10. সিমসা ও ভবানী কার উপনদী?
[A] কাবেরী
[B] কৃষ্ণা
[C] গোদাবরী
[D] নর্মদা

উঃ কাবেরী

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area