ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট 5 | WBPSC Food SI Practice Set 5
ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট: সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) তরফ থেকে Food SI পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তাই পরীক্ষার্থীদের উদ্দেশ্যে ফ্রি প্র্যাকটিস সেটের আয়োজন করেছে। এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত ‘ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট’ আপলোড করা হচ্ছে।
ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট
Food SI পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেট গুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে। প্রতিটি প্রশ্ন আগত ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। পরীক্ষার প্রস্তুতিতে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে আজ থেকে এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করুন।
WBPSC Food SI Practice Set
ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষাকে কেন্দ্র করে এই প্র্যাকটিস সেট গুলি তৈরী করা হয়েছে। গুরুত্বপূর্ণ টপিকগুলি থেকে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা প্রশ্নগুলি বাছাই করে এই প্র্যাকটিস সেটের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 15 টি করে প্রশ্ন থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটেও 15 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।
Food SI Practice Set 5
1) নিম্নলিখিতদের মধ্যে কে ফরাসিদের সাথে যুক্ত ছিলেন?
[A] হায়দার আলি
[B] সফদর জঙ্গ
[C] মীর কাসিম
[D] টিপু সুলতান
উঃ টিপু সুলতান
2) ‘বুদ্ধচরিত’ গ্রন্থটির রচয়িতা কে?
[A] বুদ্ধঘোষ
[B] অশ্বঘোষ
[C] নাগার্জুন
[D] পাণিন
উঃ অশ্বঘোষ
3) কিতাব-উল-হিন্দ কার রচনা?
[A] আল মাসুদি
[B] আলবিরুনী
[C] সুলেমান
[D] ফিরদৌসি
উঃ আলবিরুনী
4) সুভাষচন্দ্র বোস প্রতিষ্ঠিত রাজনৈতিক দল ছিল—
[A] ইন্ডিয়ান ফ্রিডম পার্টি
[B] আজাদ হিন্দ ফৌজ
[C] রেভলিউশনারি ফ্রন্ট
[D] ফরওয়ার্ড ব্লক
উঃ ফরওয়ার্ড ব্লক
5) স্বাধীনতার সময় কাল জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন—
[A] সি রাজা গোপালচারি
[B] জে বি কৃপালিনী
[C] জওহরলাল নেহের
[D] মৌলানা আবুল কালাম আজাদ
উঃ জে বি কৃপালিনী
6) পূর্ব রেলপথের সদর দপ্তর কোথায় অবস্থিত?
[A] রাঁচি
[B] খড়গপুর
[C] দিসপুর
[D] কলকাতা
উঃ কলকাতা
7) ভারত ও মায়ানমারের মধ্যে কোন পর্বত শ্রেণী অবস্থিত?
[A] লুসাই
[B] নামচা বারোয়া
[C] খাসি
[D] তুরা
উঃ লুসাই
8) তিমির প্রধান শ্বাসঅঙ্গ কী?
[A] বহিরাবরণ
[B] ফুলকা
[C] ল্যাং (শ্বাসযন্ত্র)
[D] শ্বাসনালী
উঃ ল্যাং
9) মানুষের দুধ-দাঁতের সংখ্যা কয়টি?
[A] 28
[B] 29
[C] 20
[D] 12
উঃ 20
10) বিশুদ্ধ জলের লবণ মেশালে এর স্ফুটনাঙ্ক—
[A] বাড়বে
[B] কমবে
[C] একই থাকবে
[D] উপরের কোনটিই নয়
উঃ বাড়বে
11) ভিনিগারের রাসায়নিক নাম কী?
[A] সোডিয়াম নাইট্রেট
[B] লঘু অ্যাসিটিক অ্যাসিড
[C] ক্লোরাইড অফ লাইম
[D] ক্যালশিয়াম
উঃ লঘু অ্যাসিটিক অ্যাসিড
12) USB কোন ধরনের স্টোরেজ যন্ত্র?
[A] মুখ্য
[B] গৌণ
[C] তৃতীয় পর্যায়ক্রম
[D] ওপরের কোনোটিই নয়
উঃ গৌণ
13) ভারতীয় সংবিধানে ক্ষমতাবান বিন্যাসের শিক্ষা অন্তর্ভুক্ত হয়—
[A] কেন্দ্রীয় তালিকায়
[B] রাজ্য তালিকায়
[C] যৌথ তালিকায়
[D] উপরের কোনটি নয়
উঃ যৌথ তালিকা
14) নীতি আয়োগ তৈরি হয়েছে—
[A] Union Cabinet-এ প্রস্তাব পাসের দ্বারা
[B] ভারতীয় সংবিধান সংশোধনের দ্বারা
[C] A ও B উভয়ই দ্বারা
[D] A ও B কোনটির দ্বারা নয়
উঃ A ও B উভয়ই
15) সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাসের নাম কি?
[A] রেডন
[B] আর্গন
[C] হিলিয়াম
[D] অক্সিজেন
উঃ আর্গন
0 মন্তব্যসমূহ