ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট 7 | WBPSC Food SI Practice Set 7
ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট: সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) তরফ থেকে Food SI পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তাই পরীক্ষার্থীদের উদ্দেশ্যে ফ্রি প্র্যাকটিস সেটের আয়োজন করেছে। এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত ‘ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট’ আপলোড করা হচ্ছে।
ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট
Food SI পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেট গুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে। প্রতিটি প্রশ্ন আগত ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। পরীক্ষার প্রস্তুতিতে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে আজ থেকে এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করুন।
WBPSC Food SI Practice Set
ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষাকে কেন্দ্র করে এই প্র্যাকটিস সেট গুলি তৈরী করা হয়েছে। গুরুত্বপূর্ণ টপিকগুলি থেকে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা প্রশ্নগুলি বাছাই করে এই প্র্যাকটিস সেটের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 15 টি করে প্রশ্ন থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটেও 15 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।
Food SI Practice Set 7
1) কোন রাজস্ব ব্যবস্থার সঙ্গে টোডরমলের নাম যুক্ত?
[A] নসক
[B] গাল্লাবক্স
[C] জাবতি
[D] কানকুট
উঃ জাবতি
2) কোন রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন?
[A] ধর্মপাল
[B] ধ্রুব
[C] দেব পাল
[D] বল্লাল সেন
উঃ ধর্মপাল
3) রঞ্জিত সিংহ কোন মিশলের নেতা ছিলেন?
[A] সুকারচাকিয়া মিশল
[B] ভেঙ্গি মিশল
[C] কানহেয়া মিশল
[D] গোবিন্দ মিশল
উঃ সুকারচাকিয়া মিশল
4) ডান্ডি মার্চ -এর সঙ্গে শুরু হয়—
[A] হোমরুল আন্দোলন
[B] অসহযোগ আন্দোলন
[C] আইন অমান্য আন্দোলন
[D] ভারত ছাড়ো আন্দোলন
উঃ আইন অমান্য আন্দোলন
5) হিন্দু মজদুর সংঘের প্রতিষ্ঠাতা ছিলেন—
[A] এম এম যোশি
[B] ভি ভি প্যাটেল
[C] জি এল নন্দ
[D] দাদাভাই নওরোজী
উঃ জি এল নন্দ
6) নিচের কোন বিদেশি পরিকল্পনাকে অনুসরণ করে DVC পরিকল্পনা করা হয়েছিল?
[A] AFC
[B] TVA
[C] DDC
[D] কোনোটিই নয়
উঃ TVA
7) ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণকারী সংস্থা হল —
[A] গার্ডেনরিচ ওয়ার্কশপ, কলকাতা
[B] হিন্দুস্থান শিপইয়র্ড, বিশাখাপত্তনম
[C] মার্মা গাঁও ডক, মুম্বাই
[D] কোচিন শিপইয়ার্ড, কচি
উঃ কোচিং শিপইয়ার্ড, কচি
8) গ্রাব কিসের লার্ভা?
[A] পতঙ্গ
[B] ক্রাস্টেসিয়া
[C] বীটল
[D] স্পঞ্জ
উঃ পতঙ্গ
9) যে পেশীকে ইচ্ছামতো পরিচালনা করা যায়—
[A] সরেখ ঐচ্ছিক
[B] সরেখ অনৈচ্ছিক
[C] অরেখ ঐচ্ছিক
[D] অরেখ অনৈচ্ছিক
উঃ সরেখ ঐচ্ছিক
10) ক্লোরোফিলে কোন ধাতু আছে?
[A] লোহা
[B] দস্তা
[C] অ্যালুমিনিয়াম
[D] ম্যাগনেসিয়াম
উঃ ম্যাগনেসিয়াম
0 মন্তব্যসমূহ