Type Here to Get Search Results !

WBPSC Food SI Practice Set 8 | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট

WBPSC Food SI Practice Set 8 | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট







ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট: সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) তরফ থেকে Food SI পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তাই পরীক্ষার্থীদের উদ্দেশ্যে ফ্রি প্র্যাকটিস সেটের আয়োজন করেছে।  এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত ‘ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট’ আপলোড করা হচ্ছে।

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট

Food SI পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেট গুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে। প্রতিটি প্রশ্ন আগত ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। পরীক্ষার প্রস্তুতিতে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে আজ থেকে এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করুন।

WBPSC Food SI Practice Set

ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষাকে কেন্দ্র করে এই প্র্যাকটিস সেট গুলি তৈরী করা হয়েছে। গুরুত্বপূর্ণ টপিকগুলি থেকে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা প্রশ্নগুলি বাছাই করে এই প্র্যাকটিস সেটের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 15 টি করে প্রশ্ন থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটেও 15 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

                      West Bengal Job Telegram Group



Food SI Practice Set 8

1) নিম্নলিখিত কোন বলটি সংরক্ষী বল নয়?
[A] মাধ্যাকর্ষণ বল
[B] ঘর্ষণজনিত বল
[C] স্থিরতড়িৎ বল
[D] স্থির চুম্বকীয় বল

উঃ ঘর্ষণজনিত বল

2) লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য সংখ্যা—
[A] 7
[B] 10
[C] 15
[D] 20

উঃ 15

3) ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল তৈরি হয়—
[A] ১৯৫০ সালে
[B] ১৯৫১ সালে
[C] ১৯৫২ সালে
[D] ১৯৫৪ সালে

উঃ ১৯৫২ সালে

4) বিশ্ব উপভোক্তা দিবস কোন দিনে পালিত হয়?
[A] ১৫ জানুয়ারি
[B] ১৫ ফেব্রুয়ারি
[C] ১৫ মার্চ
[D] ১৫ এপ্রিল

উঃ ১৫ মার্চ

5) সুজাতা সিংহের পরিবর্তে ভারতের বিদেশ সচিব হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে?
[A] নিরুপমা রাও
[B] রঞ্জন মাথাই
[C] অজিত দোভাল
[D] এস জয়শঙ্কর

উঃ এস জয় শঙ্কর

6) পল্লবদের রাজধানী কোথায় ছিল?
[A] থাঞ্জাভুর
[B] কাঞ্জিপুরম
[C] মাদুরায়
[D] ভেঙ্গে

উঃ কাঞ্জিপুরম


7) কৃষ্ণদেব রায় তার বিখ্যাত গ্রন্থ অমুক্তমাল্যদ কোন ভাষায় রচনা করেন?
[A] তেলেগু
[B] কন্নড়
[C] মালায়লম
[D] তামিল

উঃ তেলেগু

8) ভারতের প্রথম স্বর্ণমুদ্রা কোন শাসকরা বহুল পরিমাণে চালু করেছিলেন?
[A] শক
[B] মৌর্য
[C] গুপ্ত
[D] কুষান

উঃ কুষান



9) গঙ্গা নদীর তীরে নিচের কোন শহরটি অবস্থিত নয়?
[A] লক্ষ্ণৌ
[B] হরিদ্বার
[C] বারানসী
[D] এলাহাবাদ

উঃ লক্ষ্ণৌ

10) পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র কোনটি?
[A] আলফা সেনটাউরি
[B] স্বাতী
[C] লুব্ধক
[D] সাইরাস

উঃ আলফা সেনটাউরি



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area