Ads

WBPSC Food SI Practice Set 9 | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট

WBPSC Food SI Practice Set 9 | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট







ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট: সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) তরফ থেকে Food SI পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তাই পরীক্ষার্থীদের উদ্দেশ্যে ফ্রি প্র্যাকটিস সেটের আয়োজন করেছে।  এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত ‘ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট’ আপলোড করা হচ্ছে।

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট

Food SI পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেট গুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে। প্রতিটি প্রশ্ন আগত ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। পরীক্ষার প্রস্তুতিতে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে আজ থেকে এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করুন।

WBPSC Food SI Practice Set

ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষাকে কেন্দ্র করে এই প্র্যাকটিস সেট গুলি তৈরী করা হয়েছে। গুরুত্বপূর্ণ টপিকগুলি থেকে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা প্রশ্নগুলি বাছাই করে এই প্র্যাকটিস সেটের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 15 টি করে প্রশ্ন থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটেও 15 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

                      West Bengal Job Telegram Group


 





Food SI Practice Set 9

1) কাঁদানে গ্যাস হল—
[A] নাইট্রিক অক্সাইড
[B] নাইট্রাস অক্সাইড
[C] ক্লোরোপিকরিন
[D] নাইট্রোজেন

উঃ ক্লোরোপিকরিন

2) স্পঞ্জ কী?
[A] জীবাশ্ম
[B] ছত্রাক
[C] জীবদেহ
[D] উদ্ভিদ

উঃ জীবদেহ

3) ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কোথায় অবস্থিত?
[A] ল্যাসেন
[B] হেগ
[C] জাকার্তা
[D] নিউইয়র্ক

উঃ হেগ

4) কোন রাজ্য ছাত্রছাত্রীদের জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করল?
[A] ঝাড়খন্ড
[B] ছত্রিশগড়
[C] পশ্চিমবঙ্গ
[D] কর্ণাটক

উঃ পশ্চিমবঙ্গ

5) তুর্কির মুদ্রা কি নামে পরিচিত?
[A] পাউন্ড
[B] সিলিং
[C] পেসো
[D] লিরা

উঃ লিরা

6) পার্লামেন্টে কার সম্মতি ছাড়া কোন অর্থবিল পেশ করা যায় না?
[A] প্রধানমন্ত্রী
[B] লোকসভায় অধ্যক্ষ
[C] অর্থমন্ত্রী
[D] রাষ্ট্রপতি

উঃ রাষ্ট্রপতি


7) হান্টার কমিশন কে গঠন করেন?
[A] লর্ড কার্জন
[B] লর্ড ওয়েলিংট
[C] লর্ড রিপন
[D] লর্ড অকল্যান্ড

উঃ লর্ড রিপন

8) মারাঠা পত্রিকার সম্পাদক ছিলেন—
[A] লালা হরদয়াল
[B] বাল গঙ্গাধর তিলক
[C] লালা লাজপত রায়
[D] অ্যানি বেসান্ত

উঃ বাল গঙ্গাধর তিলক


9) কোন ধরনের বিকিরণ নিউক্লিয়াসের মধ্যে উৎপন্ন হয় না?
[A] গামা
[B] বিটা
[C] আলফা
[D] এক্স রশ্মি

উঃ এক্স রশ্মি

10) বিশ্বের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কোন শহরে?
[A] আবুধাবি
[B] জেকোবাবাদ
[C] নিউ দিল্লি
[D] ইসলামাবাদ

উঃ জেকোবাবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ