Ads

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ৪ | WBPSC Food SI Practice Set

 

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ৪ | WBPSC Food SI Practice Set




ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট: সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) তরফ থেকে Food SI পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তাই পরীক্ষার্থীদের উদ্দেশ্যে ফ্রি প্র্যাকটিস সেটের আয়োজন করেছে।  এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত ‘ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট’ আপলোড করা হচ্ছে। 

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট

Food SI পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেট গুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে। প্রতিটি প্রশ্ন আগত ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। পরীক্ষার প্রস্তুতিতে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে আজ থেকে এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করুন।

WBPSC Food SI Practice Set

ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষাকে কেন্দ্র করে এই প্র্যাকটিস সেট গুলি তৈরী করা হয়েছে। গুরুত্বপূর্ণ টপিকগুলি থেকে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা প্রশ্নগুলি বাছাই করে এই প্র্যাকটিস সেটের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 15 টি করে প্রশ্ন থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটেও 15 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।


Food SI Practice Set 4

1) গৌতম বুদ্ধ কোথায় নির্বাণলাভ করেন?
[A] লুম্বিনী
[B] সারনাথ
[C] কুশিনগর
[D] বোধগয়া

উঃ বোধগয়া

2) বক্সারের যুদ্ধ ঘটে—
[A] ১৭৬২ খ্রিস্টাব্দে
[B] ১৭৬৪ খ্রিস্টাব্দে
[C] ১৭৬৮ খ্রিস্টাব্দে
[D] ১৭৭২ খ্রিস্টাব্দে

উঃ ১৭৬৪ খ্রিস্টাব্দে 


3) নিম্নে উল্লিখিত কোন প্রশাসক বঙ্গভঙ্গ রদ করেন?
[A] লর্ড হার্ডিঞ্জ
[B] লর্ড মিন্টো
[C] লর্ড কার্জন
[D] লর্ড চেমসফোর্ড

উঃ লর্ড হার্ডিঞ্জ

4) পাকিস্তান প্রস্তাব কোথায় পাশ হয়?
[A] লাহোর
[B] দিল্লী
[C] বোম্বে
[D] লখনউ

উঃ লাহোর 

5) অস্থায়ী আজাদ হিন্দ সরকার কোথায় গঠিত হয়েছিল?
[A] সিঙ্গাপুর -এ
[B] টোকিও -এ
[C] বার্লিন -এ
[D] রোম -এ

উঃ সিঙ্গাপুর -এ

6) বাসতা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
[A] উত্তর প্রদেশ
[B] গুজরাত
[C] রাজস্থান
[D] মধ্যপ্রদেশ

উঃ গুজরাত

7) শোলা অরণ্য দেখা যায়—
[A] হিমালয় পর্বতে
[B] পশ্চিমঘাট পর্বতে
[C] বিন্ধ্য পর্বতে
[D] পূর্বঘাট পর্বতে

উঃ পশ্চিমঘাট পর্বতে

8) মানুষের শরীরে সুষুম্না স্নায়ুর সংখ্যা হল—
[A] 12 জোড়া
[B] 31 জোড়া
[C] 16 জোড়া
[D] 21 জোড়া

উঃ 31 জোড়া 


9) ECG লিপিবদ্ধ করে—
[A] হার্টবিট এর হার
[B] বিভব পার্থক্য
[C] ভেন্ট্রিকুলার ঘনত্ব
[D] পাম্প করা রক্তের আয়তন

উঃ হার্টবিট -এর হার 


10) পিতল কোন কোন ধাতুর মিশ্রণ?
[A] তামা ও দস্তা
[B] তামা ও টিন
[C] তামা, নিকেল ও দস্তা
[D] তামা, অ্যালুমিনিয়াম ও ম্যাগনেসিয়াম

উঃ তামা ও দস্তা

11) ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার প্রকার—
[A] একস্তর
[B] দ্বিস্তর
[C] তিনস্তর
[D] চারস্তর

উঃ তিনস্তর 


12) ECF কী?
[A] Economic Capital Framework
[B] Equity Cash Flow
[C] Entity Concept Found
[D] উপরের কোনোটিই নয়

উঃ Economic Capital Framework

13) সিকিমের শেষ স্বাধীন শাসক কে?
[A] ফুন্টসগ নামগেয়াল
[B] তেনসুং নামগেয়াল
[C] তাশি নামগেয়াল
[D] পালদেন নামগেয়াল

উঃ পালদেন নামগেয়াল

1) কলকাতায় মেট্রো রেল চালু হয়—
[A] ১৯৮৪ খ্রিস্টাব্দ
[B] ১৯৮৬ খ্রিস্টাব্দ
[C] ১৯৮৮ খ্রিস্টাব্দ
[D] ১৯৮৯ খ্রিস্টাব্দ

উঃ ১৯৮৪ খ্রিস্টাব্দ

15) ইরানের মুদ্রা কী?
[A] ইরানি রিয়াল
[B] ইরানি রুবেল
[C] ইরানি ডিনার
[D] ইরানি ডলার

উঃ ইরানি রিয়াল 














একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ