Type Here to Get Search Results !

WBPSC Clerkship Syllabus in Bengali PDF

WBPSC Clerkship Syllabus in Bengali PDF 



পিএসসি ক্লার্কশিপ সিলেবাস PDF | WBPSC Clerkship Syllabus in Bengali PDF

WBPSC Clerkship Syllabus in Bengali PDF

আজ আপনাদের WBPSC Clerkship Syllabus in Bengali PDF টি প্রদান করলাম। যেটির মধ্যে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার নিয়োগ পদ্ধতি, পরীক্ষার প্যাটার্ন ও সিলেবাস সম্পূর্ণ বাংলা ভাষায় দেওয়া আছে। সুতরাং দেরী না করে পোস্টটি ভালো করে দেখে নিন এবং প্রয়োজনে পিডিএফটি সংগ্রহ করে নিন।

রিক্রুটমেন্ট বোর্ডপশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন
পরীক্ষার নামক্লার্কশিপ
যোগ্যতামাধ্যমিক পাশ
অফিশিয়াল ওয়েবসাইটwbpsc.gov.in
আরও বিস্তারিত পড়ুনক্লিক করুন
ক্লার্কশিপ নিয়োগ পদ্ধতি
  • Part-I – প্রিলিমিনারি পরীক্ষা
  • Part-II – মেন পরীক্ষা

এই দুটি ধাপে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা অনুষ্ঠিত হয়। Part-I – প্রিলিমিনারি পরীক্ষাটি অবজেক্টিভ টাইপ এবং Part-II – মেন পরীক্ষাটি ডেসক্রিপটিভ টাইপ

ক্লার্কশিপ প্রিলিমিনারি পরীক্ষার প্যাটার্ন
বিষয়প্রশ্ননম্বরসময়
ইংরেজি৩০৩০
জেনারেল স্টাডিজ৪০৪০
পাটিগণিত৩০৩০
মোট১০০১০০৯০ মিনিট

পিএসসি ক্লার্কশিপ পার্ট ওয়ান পরীক্ষাটি ১০০ নম্বরের হয়। প্রত্যেকটি প্রশ্নের মান ১। প্রশ্নপত্র হয় ইংরেজি ও বাংলা ভাষায়।

ক্লার্কশিপ প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস
ইংরেজি
  • ভোকাবুলারি
  • গ্রামার
  • বাক্য গঠন
  • সমার্থক শব্দ
  • বিপরীত শব্দ
  • শব্দের সঠিক ব্যবহার
জেনারেল স্টাডিজ
  • দৈনন্দিন বিজ্ঞান
  • কারেন্ট অ্যাফেয়ার্স
  • ভারতীয় ইতিহাস
  • ভারতীয় ভূগোল
পাটিগণিত
  • বিভাজ্যতা
  • ভগ্নাংশ
  • দশমিক
  • সরলীকরণ
  • লসাগু
  • গসাগু
  • অংশীদারিত্ব
  • গড়
  • অনুপাত
  • সরল সুদ
  • লাভ ও ক্ষতি
  • সময় ও দূরত্ব
  • আয়তক্ষেত্র
  • বর্গক্ষেত্র
ক্লার্কশিপ মেন পরীক্ষার প্যাটার্ন
গ্রুপবিষয়নম্বরসময়
Aইংরেজি৫০
Bবাংলা/হিন্দি/উর্দু/নেপালি/সাঁওতালি৫০
মোট১০০৬০ মিনিট

পিএসসি ক্লার্কশিপ পার্ট টু পরীক্ষাটি ১০০ নম্বরের হয় এবং পরীক্ষাটি Group-A এবং Group-B এই দুটি গ্রুপে বিভক্ত।

ক্লার্কশিপ মেন পরীক্ষার সিলেবাস
গ্রুপ-এ
  • রিপোর্ট রাইটিং
  • সামারি/প্রেসি রাইটিং
  • বাংলা/ হিন্দি/ উর্দু/ নেপালি/ সাঁওতালি ভাষা থেকে ইংরেজি ভাষায় অনুবাদ
গ্রুপ-বি
  • রিপোর্ট রাইটিং
  • সামারি/প্রেসি রাইটিং
  • ইংরেজি ভাষা থেকে বাংলা/ হিন্দি/ উর্দু/ নেপালি/ সাঁওতালি ভাষায় অনুবাদ

*** পরীক্ষার মান পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার মতো হবে।




https://www.facebook.com/groups/318627434452810/?ref=share


File Details :


File Name : WBPSC Clerkship Syllabus
Language : Bengali
No. of Pages : 03
Size : 01 MB 

Source : Kolom.in 












একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area