মাধ্যমিক ইংরেজি প্রশ্নপত্র 2024 PDF | Madhyamik English Question PDF 2024
মাধ্যমিক ইংরেজি প্রশ্নপত্র 2024 PDF: মাধ্যমিক ২০২৪ -এর ইংরেজি পরীক্ষা শেষ হয়েছে ইতিমধ্যে। আজকের প্রতিবেদন থেকে পড়ুয়ারা চলতি বছরের মাধ্যমিক ইংরেজি প্রশ্নপত্র 2024 PDF কপিটি ডাউনলোড করতে পারবেন। আগামী বছরের পরীক্ষার জন্য মাধ্যমিক ইংরেজি প্রশ্নপত্র 2024 PDF কপিটি খুবই গুরুত্ত্বপূর্ণ।
এই বছরের মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিন। শনিবার ছিল ইংরেজি পরীক্ষা। সারা বাংলা জুড়ে এমন অনেক ছাত্রছাত্রী রয়েছে, যাদের প্রথম ভাষা বাংলা। তাদের কারও কারও ক্ষেত্রে ইংরেজি পরীক্ষা কঠিনও হয়ে পড়ে। এবারের পরীক্ষাতেও কি তেমন কিছু হয়েছে? কারা এবারের পরীক্ষায় ভালো ফল করতে পারে? কী বলছেন বিশেষজ্ঞ শিক্ষকরা?
মাধ্যমিক ইংরেজি প্রশ্নপত্র 2024 PDF (Madhyamik English Question PDF 2024)
মাধ্যমিক ইংরেজি প্রশ্ন 2024 PDF Download | |
পরীক্ষার নাম | মাধ্যমিক ২০২৪ |
বোর্ড | মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) |
পরীক্ষার বিষয় | ইংরেজি |
পরীক্ষার তারিখ | ৩ ফেব্রুয়ারি, ২০২৪ (শনিবার) |
Download Link | Given Below ↓ |
যেসব পড়ুয়ারা আগামী বছর মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের জন্য মাধ্যমিক ইংরেজি প্রশ্নপত্র 2024 PDF টি খুবই গুরুত্ত্বপূর্ণ। এই প্রশ্নপত্রটি ভালোভাবে লক্ষ্য করলে তোমরা জানতে পারবে কোন অধ্যায় থেকে ঠিক কি ধরনের প্রশ্ন এসেছে। প্রশ্নের মান কঠিন, সাধারণ নাকি মোটামুটি। এছাড়া কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন এসেছে ইত্যাদি বিষয়গুলি সম্পর্কে তোমরা স্পষ্ট ধারণা করতে পারবে।
Madhyamik English Question PDF 2024 : Download
রাইটিং বিভাগে কী কী এসেছিল এবারের পরীক্ষায়?
প্রতিবারের মতোই এবারেও মাধ্যমিকের ইংরেজি পরীক্ষার যে বিভাগটি নিয়ে অনেক পরীক্ষার্থীর মনেই শঙ্কা ছিল, সেটি হল রাইটিং বিভাগের বিষয়বস্তু। শিক্ষকদের মতে, এবারের রাইটিং বিভাগে নিজের প্রিয় উৎসব নিয়ে বন্ধুকে চিঠির লেখার একটি টপিক ছিল। সেটি বেশ ভালো। একই সঙ্গে পরীক্ষার্থীদের কল্পনাশক্তির পরীক্ষা হতে পারে। তার পাশাপাশি এটি থেকে ভালো নম্বর তোলারও সুযোগ রয়েছে।
0 মন্তব্যসমূহ