WBPSC Food SI Practice Set – ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট প্রস্তুতি নিতে শুরু করুন।
WBPSC Food SI Practice Set – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট (WBPSC Food SI Practice Set )
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।
WBPSC Food SI Practice Set
১) মুদ্রাস্ফীতি মাধ্যমে পরিমাপ করা হয় ?
[A] ব্যাংক রেট
[B] রিজার্ভ ব্যাংক কর্তৃক প্রচারিত অর্থ
[C] মূল্য সূচক
[D] এর কোনটিই নয়
Answer – মূল্য সূচক
২) মোপলা বিদ্রোহ কোন রাষ্ট্রের সাথে সম্পর্কিত ?
[A] বিহার
[B] কেরালা
[C] ইউপি
[D] বাংলা
Answer – কেরালা
৩) কার সুপারিশে ভারতের রাষ্ট্রপতি তার মেয়াদ শেষ হওয়ার আগে লোকসভা ভেঙে দিতে পারেন ?
[A] এর সংখ্যাগরিষ্ট সদস্যের লিখিত অনুরোধে
[B] বক্তার লিখিত অনুরোধে
[C] উপরাষ্ট্রপতির পরামর্শে
[D] প্রদানমন্ত্রীর পরামর্শে
Answer – প্রদানমন্ত্রীর পরামর্শে
৪) কোন মুঘল রাজা কাশ্মীর জিতেছিলেন ?
[A] শাহজাহান
[B] বাবর
[C] জাহাঙ্গীর
[D] আকবর
Answer – আকবর
৫) চোল রাজবংশ কে প্রতিষ্ঠিত করেন ?
[A] রাজরাজা
[B] কুললোতুঙ্গা
[C] বিজলালয়
[D] রাজেন্দ্র চোল
Answer – বিজলালয়
৬) যার জন্য ঋগ্বেদে ব্যবহৃত “ পুরন্দর “ শব্দটি সেই ঈশ্বর হল ?
[A] সোমা
[B] বরুণ
[C] ইন্দ্র
[D] অগ্নি
Answer – ইন্দ্র
৭) নীচের কোণটি সঠিক ভাবে মেলে ?
[A] ভারত নাট্যম – তামিলনাড়ু
[B] কথাকলি – কেরালা
[C] কত্থক – উত্তর ভারত
[D] উপরের সকল
Answer – উপরের সকল
৮) কোভালম একটি বিখ্যাত –
[A] বাঁধ
[B] শহর
[C] বাজার
[D] সি বিচ
Answer – সি বিচ
৯) কোপেনহেগেন কোন দেশের রাজধানী ?
[A] ফিনল্যান্ড
[B] নরওয়ে
[C] সুইডেন
[D] ডেনমার্ক
Answer – ডেনমার্ক
১০) কোন গেমের সাথে “অ্যাস্ট্রো টার্ফ “ শব্দটি অবস্থিত ?
[A] টেনিস
[B] হকি
[C] ক্রিকেট
[D] জিমনাস্টিক
Answer – হকি
১১) জাতীয় পল্লী উন্নয়ন কোথায় ইন্সটিটিউট কোথায় অবস্থিত ?
[A] দিল্লি
[B] পাটনা
[C] হায়দ্রাবাদ
[D] ব্যাঙ্গালোর
Answer – হায়দ্রাবাদ
১২) কার আত্মজীবনী “ কাটিং এজ “ ?
[A] জহির আব্বাস
[B] ওয়াসিম আকরাম
[C] জাভেদ মিয়াঁদাদ
[D] সাঈদ আনোয়ার
Answer – জাভেদ মিয়াঁদাদ
১৩) প্রথম মুসলিম আক্রমণ কারী কে ছিলেন , যিনি ভারতে এসেছিলেন?
[A] মোহাম্মদ বিন কাশিম
[B] মোহাম্মদ ঘোরি
[C] মোহাম্মদ গাজানি
[D] টরম্যান
Answer – মোহাম্মদ বিন কাশিম
১৪) নীচের কোনটি সর্বাধিক পরিমাণে পৃথিবীতে পাওয়া যায় ?
[A] অক্সিজেন
[B] নাইট্রোজেন
[C] হাইড্রোজেন
[D] সালফার ডাই অক্সাইড
Answer – নাইট্রোজেন
১৫) নীচের কোন প্রধান বন্দর টি ভারতের পশ্চিম উপকূলে নেই ?
[A] কান্দালা
[B] কোচিন
[C] তুতিকোরিন
[D] মুম্বাই
Answer – তুতিকোরিন
0 মন্তব্যসমূহ