Ads

WBP Constable Practice Set 2024 | পুলিশ কনস্টেবল সাজেস্টিভ প্র্যাকটিস সেট 7

WBP Constable Practice Set 2024 | পুলিশ কনস্টেবল সাজেস্টিভ প্র্যাকটিস সেট 7



WBP Constable Practice Set 2024: পশ্চিমবঙ্গ পুলিশের তরফে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ ২০২৪ -এর বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। নতুন পরীক্ষা পদ্ধতি অনুযায়ী প্রথমে 85 নম্বরের লিখিত পরীক্ষা আয়োজিত হবে। আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত WBP Constable Practice Set 2024 আপলোড করা হচ্ছে। পরীক্ষার্থীরা নিয়মিত এই সাজেস্টিভ প্র্যাকটিস সেটগুলিতে নজর রাখুন এবং নিজেদের প্রস্তুতি চালিয়ে যান।
WBP Constable Practice Set 2024 | পুলিশ কনস্টেবল সাজেস্টিভ প্র্যাকটিস সেট




WBP Constable Practice Set 2024

WBP Constable পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেটগুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি সাজানো হয়েছে। 85 নম্বরের লিখিত পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী জেনারেল নলেজের গুরুত্ত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করা হল আজকের প্রতিবেদনে। পরীক্ষার প্রস্তুতিতে কোনো প্রকার ফাঁক না রাখতে আজ থেকেই প্র্যাকটিস সেটগুলি ভালোভাবে ফলো করুন।





১. হুল শব্দের অর্থ কী ?


উত্তর: বিদ্রোহ


২. আজাদ হিন্দ বাহিনী কবে প্রতিষ্ঠিত হয় ?


উত্তর: 1942 খ্রিস্টাব্দের 1লা সেপ্টেম্বর


৩. ইন্ডিপেনডেন্স ফর ইন্ডিয়া লিগ কে প্রতিষ্ঠা করেন ?


উত্তর: জওহরলাল নেহর


৪. জমি আল্লাহের দান- এই উক্তিটি হল


উত্তর: দুদুমিঞার


৫. দি ইন্ডিয়ান স্ট্রাগল গ্রন্থের লেখক কে ?


উত্তর: সুভাষচন্দ্র বসু।


৬. বন্দেমাতরম সংগীতটি কোন উপন্যাসের অন্তর্গত?


উত্তর: আনন্দমঠ উপন্যাসের


৭. “যত মত তত পথ”- এই বাণীটি কার?


উত্তর: শ্রী শ্রী রামকৃষ্ণ


৮. লাঙল পত্রিকার সম্পাদক কে ছিলেন?


উত্তর: নজরুল ইসলাম


৯. হিন্দুস্থানের যাযাবর, পেশাদার ডাকাতদের উপদ্রব বলা হয়


উত্তর: সন্ন্যাসী ও ফকির বিদ্রোহকে


১০. 1857 খ্রিস্টাব্দের সংগঠিত বিদ্রোহের নাম কী?


উত্তর: মহাবিদ্রোহ।


১১. 1857 খ্রিস্টাব্দের সিপাহি বিদ্রোহের একজন নেতার নাম করো।


উত্তর: নানাসাহেব।


১২. 1905 খ্রিস্টাব্দ নাগাদ বাংলার ছোটোলাট কে ছিলেন ? 


উত্তর: অ্যান্ড্রু ফ্রেজার।


১৩. 1905 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর কার নেতৃত্বে বাংলায় অরন্ধন দিবস পালিত হয় ? 


উত্তর: রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর


১৪. 1911 খ্রিস্টাব্দে IFA শিন্ডে মোহনবাগান ক্লাব কোন্ দলকে পরাজিত করে ? 


উত্তর: ইস্ট ইয়র্ক শায়ার রেজিমেন্ট


১৫. 1920 খ্রিস্টাব্দে রাশিয়ায় অনুষ্ঠিত কমিনটার্ন-এ মেক্সিকোর হয়ে কে প্রতিনিধিত্ব করেন ?


উত্তর: মানবেন্দ্রনাথ রায়।


১৬. 1920 খ্রিস্টাব্দে শ্রমিক ধর্মঘটের সংখ্যা কয়টি ছিল?


উত্তর: 20 টি


১৭. 1925 খ্রিস্টাব্দে কলিকাতায় অনুষ্ঠিত কংগ্রেসের বাৎসরিক অধিবেশনে সভাপতি হন কে ?


উত্তর: সরোজিনী নাইডু।


১৮. 1925 খ্রিস্টাব্দে কানপুরে প্রতিষ্ঠিত ভারতের কমিউনিস্ট পার্টির প্রথম সম্পাদক কে ছিলেন? 


উত্তর: এস বি ঘাটে


১৯. 1930 খ্রিস্টাব্দে গান্ধিজি পূর্ণ স্বাধীনতার দাবিতে কোন আন্দোলন শুরু করেন? 


উত্তর: আইন অমান্য আন্দোলন


২০. 1930 খ্রিস্টাব্দে ধরসানা লৰণগোলা আক্রমণে নেতৃত্ব দেন কে?


উত্তর: সরোজিনী নাইডু


২১. 1930-31 খ্রিস্টাব্দে ডিনামাইট যড়যন্ত্রে কোন্ মহিলা বিপ্লবী সক্রিয় অংশগ্রহণ করেন ? 


উত্তর: কল্পনা দত্ত


২২. 1936 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত সারাভারত কিষাণ কংগ্রেসের সভাপতি কে ছিলেন?


উত্তর: স্বামী সহজানন্দ সরস্বতী |


২৩. 1936 খ্রিস্টাব্দে কংগ্রেসের লখনউ অধিবেশনের সভাপতি কে হন? 


উত্তর: জওহরলাল নেহরু


২৪. 1937 খ্রিস্টাব্দের নির্বাচনে বাংলার কোন দল সংখ্যা গরিষ্ঠতা লাভ করে ?


উত্তর: বাংলার কৃষক প্রজাপার্টি


২৫. 1939 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত ত্রিপুরি কংগ্রেসের সভাপতি হন কে?


উত্তর: সুভাষচন্দ্র বসু


২৬. A Nation in Making গ্রন্থের লেখক কে ?


উত্তর: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়


২৭. AITUC প্রতিষ্ঠিত হয় কবে ?


উত্তর: 1920 খ্রিস্টাব্দে


২৮. AITUC শ্রমিক সংগঠন কোনটি?


উত্তর: বামপন্থী


২৯. AITUC-এর প্রথম অধিবেশন হয় কোথায়?


উত্তর: কানপুরে


৩০. AITUC-র প্রথম অধিবেশনে কতজন শ্রমিক প্রতিনিধি যোগদান করেন ?


উত্তর: 806 জন শ্রমিক


৩১. CSP-এর সম্পূর্ণ নাম


উত্তর: Congress Socialist Party


৩২. Education can wait, Swaraj cannot কার উক্তি? 


উত্তর: চিত্তরঞ্জন দাশ এর উক্তি।


৩৩. GCPI-এর পুরো নাম কি?


উত্তর:জেনারেল কমিটি অব পাবলিক ইন্সট্রাকশন বা সাধারন জনশিক্ষা কমিটি


৩৪. ICC কবে প্রতিষ্ঠিত হয়?


উত্তর: 1909 খ্রিস্টাব্দে


৩৫. ICC-র পুরো কথা কী? 


উত্তর: ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল


৩৬. India wins freedom গ্রন্থের লেখক কে? 


উত্তর: মৌলানা আবুল কালাম আজাদ


৩৭. National Front কোন ধরনের সংগঠন?


উত্তর:দৈনিক সংবাদপত্র


৩৮. National Frontউত্তর:এর সঙ্গে যুক্ত ছিলেন কে?


উত্তর: পি সি যোশী


৩৯. অন্ধ্রপ্রদেশ রায়তসভা কে প্রতিষ্ঠা করেন ? 


উত্তর: এন জি রঙ্গ


৪০. অভিনব ভারত কে গঠন করেন? 


উত্তর: বিনায়ক দামোদর সাভারকার


৪১. অমৃতবাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন?


উত্তর: শিশির কুমার ঘোষ


৪২. অযোধ্যা কিষাণ সভার প্রতিষ্ঠাতা কে ?


উত্তর: বাবা রামচন্দ্র।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ