Ads

Bengali Current Affairs 2025 -17 May 2025 bywestbengaljob.in

Bengali Current Affairs 2025- 17 মে 2025 | দৈনিক MCQ ও জেনারেল নলেজ আপডেট বাংলায়


সাম্প্রতিক কারেন্ট অ্যাফেয়ার্স আপডেটের সঙ্গে থাকুন – এটি রাজ্য ও কেন্দ্র সরকারের চাকরির প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি WBCS, SSC, PSC, UPSC, রেলওয়ে বা ব্যাঙ্কিং পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স আপনার সাধারণ জ্ঞান বৃদ্ধি করে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতার সম্ভাবনা অনেকটাই বাড়িয়ে তোলে। 



Bengali Current Affairs 2025 -17 May 2025 bywestbengaljob.in








Visit westbengaljob.in daily to get your Daily Bengali Current Affairs MCQ & GK Updates and stay one step ahead in your job preparation journey.


Join TelegramJoin Telegram
Join Whatsapp GroupsJoin Whatsapp




   BENGALI CURRENT AFFAIRS 2025 - 17 TH MAY 2025 


( নিচে উত্তর গুলো দেওয়া হয়েছে) 


1. **সম্প্রতি ভারতের রাষ্ট্রপতি ______ জ্ঞানপীঠ পুরস্কার প্রদান করেছেন।**  

A. ৫৭তম  

B. ৫৮তম  

C. ৫৯তম  

D. ৬০তম  


2. **ডেনমার্কের ই-মিথানল প্ল্যান্ট প্রতি বছর প্রায় কত টন ই-মিথানল উৎপাদন করবে?**  

A. ১০,০০০ টন  

B. ২৫,০০০ টন  

C. ৪২,০০০ টন  

D. ৬০,০০০ টন  


3. **ভারতের প্রথম মানবসহ গভীর সমুদ্র মিশন কোন বছরের শেষে ৬,০০০ মিটার গভীরতায় উৎক্ষেপণ করা হবে?**  

A. ২০২৫  

B. ২০২৬  

C. ২০২৭  

D. ২০২৮  


4. **২০২৪-২৫ আর্থিক বছরে জিএসটি সংগ্রহের বৃদ্ধির হারে কোন রাজ্য শীর্ষে রয়েছে?**  

A. কর্ণাটক  

B. গুজরাট  

C. উত্তর প্রদেশ  

D. মহারাষ্ট্র  


5. **সম্প্রতি কোথায় ১২ দিনের 'সরস্বতী পুষ্করালু' শুরু হয়েছে?**  

A. হরিয়ানা  

B. ওড়িশা  

C. কেরালা  

D. তেলঙ্গানা  


6. **সম্প্রতি কোন তারিখে 'আন্তর্জাতিক আলো দিবস' পালিত হয়েছে?**  

A. ১৩ মে  

B. ১৪ মে  

C. ১৫ মে  

D. ১৬ মে  


7. **সম্প্রতি ভারত-ইউরোপীয় ইউনিয়ন সমুদ্র দূষণ এবং সবুজ হাইড্রোজেনের উপর কত কোটি টাকার যৌথ গবেষণা উদ্যোগ শুরু করেছে?**  

A. ২৯৫ কোটি টাকা  

B. ৩৪৬ কোটি টাকা  

C. ৩৯১ কোটি টাকা  

D. ৪১২ কোটি টাকা  


8. **সম্প্রতি সিকিম রাজ্যের কোন প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে?**  

A. ৫০তম  

B. ৫১তম  

C. ৫২তম  

D. ৫৩তম  


9. **সম্প্রতি কে সমুদ্রের জল বিশুদ্ধিকরণের জন্য উচ্চ চাপের পলিমার ঝিল্লি তৈরি করেছে?**  

A. ISRO  

B. DRDO  

C. CSIR  

D. NTPC  


10. **সম্প্রতি বিশ্ব সুগম্যতা সচেতনতা দিবস উপলক্ষে কোথায় 'ইনক্লুসিভ ইন্ডিয়া সামিট' আয়োজিত হয়েছে?**  

A. নয়া দিল্লি  

B. গোয়া  

C. গুজরাট  

D. মহারাষ্ট্র  


11. **নিম্নলিখিত কোন তারিখে প্রতি বছর 'বিশ্ব টেলিযোগাযোগ দিবস' পালিত হয়?**  

A. ১৫ মে  

B. ১৬ মে  

C. ১৭ মে  

D. ১৮ মে  


12. **সম্প্রতি কোন রাজ্যে ভারতের প্রথম হাইড্রোজেন-চালিত ফুয়েল সেল ট্রাকের উদ্বোধন হয়েছে?**  

A. ছত্তিশগড়  

B. মহারাষ্ট্র  

C. আসাম  

D. ঝাড়খণ্ড  


13. **সম্প্রতি কাকে সুইডেনে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করা হয়েছে?**  

A. শ্রী শঙ্কর কুমার  

B. শ্রী অজয় কুমার শর্মা  

C. শ্রী অনুরাগ ভূষণ  

D. শ্রী বিজয় কুমার  


14. **২০২৫ সালের গ্লোবাল পারচেসিং ম্যানেজার্স ইনডেক্সে কোন দেশ শীর্ষে রয়েছে?**  

A. মার্কিন যুক্তরাষ্ট্র  

B. চীন  

C. ভারত  

D. জাপান  


15. **সম্প্রতি কোন রাজ্যে খেলো ইন্ডিয়া যুব গেমস অনুষ্ঠিত হয়েছে?**  

A. উত্তর প্রদেশ  

B. বিহার  

C. রাজস্থান  

D. ওড়িশা  


  স্ট্যাটিক জিকে প্রশ্নোত্তর


16. **ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রের নীতি নির্দেশক নীতিগুলির উল্লেখ রয়েছে?**  

A. অনুচ্ছেদ ৩৬-৫১  

B. অনুচ্ছেদ ১২-৩৫  

C. অনুচ্ছেদ ৫২-৭৮  

D. অনুচ্ছেদ ১২৪-১৪৭  


17. **ভারতের কোন নদী ডেল্টা গঠন করে না?**  

A. গঙ্গা  

B. ব্রহ্মপুত্র  

C. নর্মদা  

D. কাবেরী  


18. **ভারতে বাজেটের ঘাটতি পূরণের জন্য কোন পদ্ধতি গ্রহণ করা হয়?**  

A. কর বৃদ্ধি  

B. সরকারি ব্যয় হ্রাস  

C. বাজার ঋণ গ্রহণ  

D. বিদেশি সাহায্য  


19. **ঋগ্বেদ কোন ভাষায় রচিত হয়েছিল?**  

A. সংস্কৃত  

B. পালি  

C. প্রাকৃত  

D. হিন্দি  


20. **তাঞ্জোরে অবস্থিত বৃহদেশ্বর মন্দির কোন রাজবংশ নির্মাণ করেছিল?**  

A. চোল  

B. পল্লব  

C. পাণ্ড্য  

D. চালুক্য  


উত্তর

1.B    6.D    11.C   16.A  

2.C    7.B    12.A   17.C  

3.B    8.A    13.C   18.C  

4.D    9.B    14.C   19.A  

5.D  10.A    15.B   20.A  











TAGS:

  • Bengali Current Affairs 2025

  • Bangla Current Affairs 2025

  • ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স

  • Bengali Daily Current Affairs

  • Bangla GK 2025

  • Bengali Current Affairs for WBCS

  • Bengali Current Affairs for SSC

  • Bengali Current Affairs for Railway Exam

  • Bengali Current Affairs PDF 2025

  • Bengali Weekly Current Affairs

  • ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স বাংলায়

  • WBP Current Affairs 2025 in Bengali

  • Group D Current Affairs 2025 Bengali

  • Bengali Monthly Current Affairs 2025

  • Bengali Current Affairs for Competitive Exams

  • Bengali Current Affairs MCQ 2025

  • West Bengal Current Affairs 2025

  • একটি মন্তব্য পোস্ট করুন

    0 মন্তব্যসমূহ