ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ কাকে বলে ?
অধ্যয়ঃ ভাগ
১। ভাগ কাকে বলে?
উত্তর : একটি ক্ষুদ্রতম সংখ্যা অপর একটি বৃহত্তম সংখ্যার মধ্যে কতবার আছে তা নির্ণয় করাকে ভাগ বলে।
২। বিয়োগের সংক্ষিপ্ত রূপকে কী বলে?
উত্তর : ভাগ বলে।
৩। একটি ভাগ অঙ্কে কয়টি অংশ থাকে?
উত্তর : চারটি। যথা—ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ।
৪। ভাগকে কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়?
উত্তর : ‘÷’ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়।
৫। ভাগের বিপরীত রাশির নাম কী?
উত্তর : গুণ।
৬। নিঃশেষে বিভাজ্য না হলে ভাজ্য, ভাজক ও ভাগফলের সূত্রটি লেখো।
উত্তর :
ভাজ্য = ভাজক × ভাগফল + ভাগশেষ।
ভাজক = (ভাজ্য-ভাগশেষ) ÷ ভাগফল
ভাগফল = (ভাজ্য-ভাগশেষ) ÷ ভাজক
আরও কিছু তথ্য জেনে নিন :
1. Number System - বাংলায় জেনে নিন
2.বিভাজ্য তার সূত্র গুলো কি কি ?
৭। নিঃশেষে বিভাজ্য হলে ভাজ্য, ভাজক ও ভাগফলের সূত্রটি লেখো।
উত্তর :
ভাজ্য = ভাজক × ভাগফল
ভাজক = ভাজ্য ÷ ভাগফল
ভাগফল = ভাজ্য ÷ ভাজক
উত্তর : যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে।
উত্তর : যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে ভাজক বলে।
১০। ভাগফল কাকে বলে?
উত্তর : ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করার পরে যে ফল পাওয়া যায় তাকে ভাগফল বলে।
১১। ভাগ কত প্রকার?
উ: ভাগ দুই প্রকার
ক) পরিমাপে ভাগ খ) বণ্টনে ভাগ
১২। ভাগশেষ কাকে বলে?
উ: ভাগ করার পর যে সংখ্যাটি অবশিষ্ট থাকে তাকে ভাগশেষ বলে।
১৩। ভাগ কী ধরনের প্রতীক?
উ: ভাগ হলো প্রক্রিয়া প্রতীক।
১৪। ১ থেকে ১০০ পর্যন্ত ৫ দ্বারা বিভাজ্য কয়টি সংখ্যা আছে?
উ: ২০টি।
১৫। ভাগশেষ কত হলে নিঃশেষে বিভাজ্য হয়।
উ: শূন্য (০) ।
👉 নাম্বার সিস্টেম এর সংজ্ঞা গুলো দেখে নিন
১৬। চার অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ৯ দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে?
উ: ১১১১
১৭। তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে ১০০ দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে?
উ: ১
✅Siliguri Municipal corporation Vacancy
১৮। ২০০ ÷ ২০ = ১০, এখানে ভাজক কোনটি?
উত্তর :২০
১৯। ৩৬০০ ÷ ৬০ = ৬০, এখানে ভাজ্য কত?
উত্তর :৩৬০০
২০। কোনো ভাগ অঙ্কে ভাজক ৫, ভাগফল ৯, ভাগশেষ ৪ হলে, ভাজ্য কত?
উত্তর :৪৯
২১। পাঁচ অঙ্কেও ক্ষুদ্রতম সংখ্যাকে ৫ দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে?
উত্তর :২০০০
২২। ৯০৯০ কে ১০ দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে?
উত্তর :৯০৯
২৩ । ভাগশেষ নির্ণয়ের সূত্রটি হচ্ছে
ভাগশেষ = ভাজ্য -(ভাজক ×ভাগফল)
![]() |
Westbengaljob.in App Download |
Post a Comment
0 Comments