Type Here to Get Search Results !

ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ কাকে বলে?

ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ কাকে বলে ? 



Westbengaljob.in App Download

অধ্যয়ঃ ভাগ


। ভাগ কাকে বলে?

উত্তর : একটি ক্ষুদ্রতম সংখ্যা অপর একটি বৃহত্তম সংখ্যার মধ্যে কতবার আছে তা নির্ণয় করাকে ভাগ বলে।


। বিয়োগের সংক্ষিপ্ত রূপকে কী বলে?

উত্তর : ভাগ বলে।

৩। একটি ভাগ অঙ্কে কয়টি অংশ থাকে?

উত্তর : চারটি। যথা—ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ।


৪। ভাগকে কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়?

উত্তর : ‘÷’ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়।


৫। ভাগের বিপরীত রাশির নাম কী?

উত্তর : গুণ।


৬। নিঃশেষে বিভাজ্য না হলে ভাজ্য, ভাজক ও ভাগফলের সূত্রটি লেখো।

উত্তর :  

ভাজ্য = ভাজক × ভাগফল + ভাগশেষ।

ভাজক = (ভাজ্য-ভাগশেষ) ÷ ভাগফল

ভাগফল = (ভাজ্য-ভাগশেষ) ÷ ভাজক 


আরও কিছু তথ্য জেনে নিন : 

1. Number System - বাংলায় জেনে নিন 

2.বিভাজ্য তার সূত্র গুলো কি কি ? 


৭। নিঃশেষে বিভাজ্য হলে ভাজ্য, ভাজক ও ভাগফলের সূত্রটি লেখো।

উত্তর :  

ভাজ্য = ভাজক × ভাগফল

ভাজক = ভাজ্য ÷ ভাগফল

ভাগফল = ভাজ্য ÷ ভাজক


৮। ভাজ্য কাকে বলে?

উত্তর : যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে।


৯। ভাজক কাকে বলে?

উত্তর : যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে ভাজক বলে।


১০। ভাগফল কাকে বলে?

উত্তর : ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করার পরে যে ফল পাওয়া যায় তাকে ভাগফল বলে।


১১। ভাগ কত প্রকার?

উ: ভাগ দুই প্রকার

ক) পরিমাপে ভাগ খ) বণ্টনে ভাগ


১২। ভাগশেষ কাকে বলে?

উ: ভাগ করার পর যে সংখ্যাটি অবশিষ্ট থাকে তাকে ভাগশেষ বলে। 


১৩। ভাগ কী ধরনের প্রতীক?

উ: ভাগ হলো প্রক্রিয়া প্রতীক।


১৪। ১ থেকে ১০০ পর্যন্ত ৫ দ্বারা বিভাজ্য কয়টি সংখ্যা আছে?

উ: ২০টি।


১৫। ভাগশেষ কত হলে নিঃশেষে বিভাজ্য হয়।

উ: শূন্য (০) । 


👉 নাম্বার সিস্টেম এর সংজ্ঞা গুলো দেখে নিন 


১৬। চার অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ৯ দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে?

উ: ১১১১


১৭। তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে ১০০ দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে?

উ: ১

WB ICDS Supervisor Syllabus 


WB ICDS Recruitment 2021


Siliguri Municipal corporation Vacancy 

 

১৮। ২০০ ÷ ২০ = ১০, এখানে ভাজক কোনটি?

উত্তর :২০


১৯। ৩৬০০ ÷ ৬০ = ৬০, এখানে ভাজ্য কত?

উত্তর :৩৬০০


২০। কোনো ভাগ অঙ্কে ভাজক ৫, ভাগফল ৯, ভাগশেষ ৪ হলে, ভাজ্য কত?

উত্তর :৪৯

২১। পাঁচ অঙ্কেও ক্ষুদ্রতম সংখ্যাকে ৫ দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে?

উত্তর :২০০০


২২। ৯০৯০ কে ১০ দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে?

উত্তর :৯০৯


২৩ । ভাগশেষ নির্ণয়ের সূত্রটি হচ্ছে 

ভাগশেষ = ভাজ্য -(ভাজক ×ভাগফল)



Westbengaljob.in App Download



 


West Bengal Job Whatsapp Group






West Bengal Job Facebook Group






West Bengal Job YouTube channel 




West Bengal Job Telegram Group







প্রতিদিন চাকরির খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের  YouTube চ্যানেল 






Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area