E Shram Registration কি করে করবো, E Shram Card কি?
প্রধনমন্ত্রীক নরেন্দ্র মোদী E Shram নামে একটা এ shram Portal লঞ্চ করেছে , এই E Shram এর দ্বারা দেশের শ্রমিকদের ২ লক্ষ টাকা প্রযন্ত সহায়তা পাবেন।
অসংগঠিত শ্রমিকদের প্রধানমন্ত্রী সুরক্ষা যোজনা (Pradhanmantri Sasthya Bima Yojana ) এর মাধ্যমে দেশের শ্রমিকদের দুর্ঘটনা বীমা দিবে এই E Shram Scheme এর মাধ্যমে । যেটা ১ বছরের জন্য প্রযোজ্য । আর যদি শ্রমিকদের হটাৎ মৃত্য ঘটে বা শ্রমিক যদি পুরোপুরি ভাবে বিছানাগত ( পঙ্গু) হয়ে যায় তবে তাকে E Shram Scheme এর মাধ্যমে ২ লাখ টাকা পাবে । আংশিক পঙ্গু হলে সেই শ্রমিককে ১ লাখ টাকা সহায়তা প্রদান করা হবে ।
E Shram Card Registration |
যেসব শ্রমিকরা E SHRAM portal এ Register করবেন তারা দেশের কেন্দ্রীয় ও রাজ্যর বিভিন্ন সামাজিক সুরক্ষা পাবেন ।
Name of the Web Portal | E Shram Portal for NDUW |
Launched By | Government of India |
Article category | E Shram Card Registration |
Beneficiaries | Unorganized workers |
Objectives | National Database of Unorganized Workers |
E Shram Card Download mode | Online |
Total Registered Shramik | 37,00,914 count so far |
eShram Helpline Toll-Free Number | 14434 (Monday to Saturday between 8:00 AM to 8:00 PM) |
official web portal | eshram.gov.in register.eshram.gov.in |
E Shram Registration / E Shram Card
প্রথমেই সমস্ত শ্রমিকদের E Shram এর অফিসিয়াল ওয়েবসাইট eshram.gov.in এ গিয়ে রেজিষ্টার করতে হবে , E Shram Registration হওয়ার পর E Shram Authority আপনার আবেদনটি যাচাই করবে , সমস্ত তথ্য সঠিক দেওয়ার পর আপনার নামে একটা E Shram Card জারি করবেন E Shram Authority সেখানে আপনি ১২ সংখ্যার একটা নম্বর পাবেন যেটা E Shram UAN বা E Shram Universal Account Number , E Shram Card অনলাইনে পেয়ে যাবেন সেটা আপনি প্রিন্ট বের করে নিবেন । সেই E Shram Card দ্বারা আপনি সরকারের বিভিন্ন সুবিধা পাবেন ।
📌 North Bengal Medical College and Hospital Recruitment 2021
📌WB Police Constable Cut off Mark
E Shram Registration করতে কি কি ডকুমেন্টস লাগবে?
E Shram Registration করার জন্য যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট লাগবে তার তালিকা নিচে দেওয়া হলো -
- Name
- Work
- Permanent Address
- Qualifications of the candidate
- Skills and Experiences
- Families Details
- Identifier for Aadhar
- A valid Aadhar Card and mobile number are required.
- Any Number of a Bank
- IFSC code
- Adhaar Card
How to log in online in E Shram Portal?
শ্রমিকদের E Shram Card Registration করার জন্য E Shram এর অফিসিয়াল ওয়েবসাইট register.eshram.gov.in যেতে হবে সেখানে আপনি Self Registration এর উপর ক্লিক করুন ।
ক্লিক করার পর নতুন পেজ খুলে আসবে সেখানে আপনার মোবাইল নাম্বার দিবেন যেটা আঁধার কার্ড এর সাথে লিংক আছে ,
মোবাইল নম্বর দেওয়ার পর ক্যাপচা থাকবে সেটা সঠিক ভাবে দিবেন ।
তারপর নতুন অপশন আসবে যে YES / NO for EPFO and ESIC. PF থাকলে yes করবেন না থাকলে No এ ক্লিক করবেন ।
ক্লিক করার পর নিচে Send OTP এ ক্লিক করবেন
কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার মোবাইলে একটা OTP আসবে ।
OTP সাবমিট করার পর আপনার Adhaar Card Number দিয়ে E Shram এর যে Accept the terms and conditions সেখানে ক্লিক করে সাবমিট করবেন ।
তারপর আপনার সামনে E Shram Application Form দেখতে পাবেন সেই E Shram Application form টি ভালোভাবে পূরণ করতে হবে ও গুরুত্ব পূর্ণ ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে
তারপর সাবমিট করে E Shram Application form টি ডাউনলোড করে নিবেন , E Shram Registration হয়ে যাওয়ার পর আপনি আপনার E Shram Card টি ডাউনলোড করতে পারবেন ।
2 মন্তব্যসমূহ
Hi sir i am aftab alam i come from to kankinara bhatpara West Bengal i want to job. My 10 pass hu sir. Bahut jaruri h job k liye. Bahut pareshan hu sir kuch help kijiye sir
উত্তরমুছুন7439903673
মুছুন