WB Lady Constable Recruitment 2022: প্রচুর মহিলা কনস্টেবল নিয়োগ করবে রাজ্য, জেনে নিন কারা পাবে অগ্রাধিকার
Exam Name | WB lady Constable |
Vacancies | 4500 |
Notification Release Date | Will be declared soon |
Selection Process | Written test and Physical test |
Job location | West Bengal |
Official Website | https://wbpolice.gov.in/ |
WB Lady Constable Recruitment 2022
How to Prepare Linear and Vector Algebra for NDA ?
WB Lady Constable Recruitment 2022 : নারী সুরক্ষায় জেলায় জেলায় মহিলা পুলিশ ব্যাটেলিয়ন ( WB Lady Constable 2022 ) তৈরি করতে চলেছে রাজ্য। এর জন্য প্রচুর মহিলা পুলিশ ( WB lady Constable Recruitment 2022 ) নিয়োগ হবে বিভিন্ন জেলায়
নারী সুরক্ষায় এবার মহিলা পুলিশ (WB Lady Constable) নিয়োগে জোর দিচ্ছে রাজ্য। বুধবার ছিল রাজ্য মন্ত্রিসভার বৈঠক। নবান্ন সূত্রে খবর, এই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নির্দেশ দেন, জেলায় জেলায় মহিলা পুলিশ ( WB Lady Constable ) বাড়ানোর ক্ষেত্রে জোর দিতে হবে। ক্যারাটে, তাইকোন্ডো-সহ ‘এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি’তে যারা পারদর্শী, এই নিয়োগের ক্ষেত্রে তারা অগ্রাধিকার পাবে বলেও সূত্রের দাবি। প্রতিটি জেলা পুলিশের অধীনে ও পুলিশ কমিশনারেটের অধীনে WB Lady Constable Recruitment 2022 নিয়োগের পরিকল্পনা করা হচ্ছে। এদিন মন্ত্রিসভার বৈঠকে এ নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। নবান্ন (Nabanna) সূত্রে জানা গিয়েছে, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে (HarikrishnaDwivedi) এ নিয়ে নির্দেশও দিয়েছেন তিনি।
মহিলাদের সুরক্ষায় জেলায় জেলায় মহিলা পুলিশ ব্যাটেলিয়ন ( WB Lady Constable Recruitment 2022 ) তৈরি করতে চলেছে রাজ্য। এর জন্য প্রচুর মহিলা পুলিশ নিয়োগ (WB Lady Constable Recruitment 2022 ) হবে বিভিন্ন জেলায়। কয়েক হাজার শূন্যপদে এই WB Lady Constable Recruitment 2022 নিয়োগ হবে বলে সূত্রের খবর। মূলত যে সমস্ত মহিলারা ক্যারাটে, তাইকোন্ডোর মতো ‘এক্সট্রা কারিকুলার অ্যাকটিভি’তে দক্ষ, তাঁদের নিয়োগেই বেশি আগ্রহ দেখানো হবে।
wbp constable new recruitment 2022,wbp constable new vacancy 2022,kp constable recruitment 2022,wbp constable lady constable new recruitment 2022,kp constable new vacancy 2022,kp constable new recruitment 2022,wbp lady constable recruitment 2022,wbp constable 2022,wbp new vacancy 2022,wbp constable & lady constable new vacancy 2022,kolkata police constable new vacancy 2022,wbp recruitment 2022,kolkata police constable new recruitment 2022
0 মন্তব্যসমূহ