Ads

WBP Practice Set 01 by westbengaljob.in

WBP Practice Set 01 by westbengaljob.in





যে সমস্ত প্রার্থীরা এবার রাজ্য পুলিশে একটা পদ দখল করার জন্য আবেদন করেছো তাদের পরীক্ষা খুব শীঘ্রই হতে চলেছে তাই আর দেরি করে লাভ নেই প্রচুর পড়তে হবে সাথে প্রাক্টিস চালিয়ে যেতে হবে ।
আজকে সবার জন্য সাধারণ বিজ্ঞানের বেশি কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে একটা pdf দিয়েছি। প্রত্যেক পরীক্ষায় বিজ্ঞান থেকে প্রশ্ন আসবেই । তাই নিচে pdf দেওয়া হলো ডাউনলোড করে নাও। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জুড়ে যাও তাহলে সেখানেই পেয়ে যাবে ।



WBP Practice Set 01 by westbengaljob.in






১. ডিমের সাদা অংশে যে প্রোটিন থাকে? — অ্যালবুমিন

২. চা পাতায় কি থাকে — ভিটামিন বি কমপ্লেক্স।

৩. প্রোটিন বেশি থাকে কোন খাদ্যে — মসুর ডালে।

৪. কচুশাক বিশেষভাবে মূল্যবান কিসের জন্য? — লৌহ উপাদানের জন্য।

৫. গলগল্ড রোগ হয় কিসের অভাবে? – আয়োডিনের অভাবে।

৬. মানবদেহ গঠনে প্রয়োজন সবচেয়ে বেশি— আমিষের।

৭. আয়োডিন বেশি থাকে কিসে? — সমুদ্রের মাছে

৮. কচু খেলে গলা চুলকায়, কারণ কচুতে আছে –ক্যালসিয়াম অক্সালেট।

৯. রাতকানা রোগ হয় কিসের ফলে? — ভিটামিন- এ এর অভাবে।

১০. হাড় ও দাতকে মজবুত করে কোন্ খনিজ– ক্যালসিয়াম ও ফসফরাস।


WBP Practice Set 01
Total Question : 60
Format : pdf
Sub      : Science

                                         WBP Practice Set 01 Download Link

                               West Bengal Job Telegram Group







একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ