Ads

Railway NTPC বিগত বছরের প্রশ্ন দেখে নিন । Railway NTPC Previous Year Question PDF in Bengali

 Railway NTPC Previous Year Question PDF in Bengali: ভারতীয় রেলওয়ের তরফ থেকে NTPC পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইতিমধ্যেই ওয়েবসাইটে Railway NTPC পরীক্ষার সিলেবাস পাবলিশ করা হয়েছে। যেকোনো পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য প্রথমে সিলেবাস জানতে হয়, তারপরে ওই পরীক্ষার বিগত বছরের প্রশ্ন বা Railway NTPC Previous Year Question নিয়ে রিসার্চ করতে হয়। তবেই বোঝা যায় পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন আসে। পরীক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন RRB NTPC Previous Year Question (Bengali Version) সেট আপলোড করবে। পরীক্ষার্থীরা নিয়মিত এই RRB NTPC Previous Year Question (Bengali Version)  Previous Year Question সেটগুলিতে নজর রাখুন এবং নিজেদের প্রস্তুতি চালিয়ে যান।



Railway NTPC Previous Year Question PDF in Bengali

আজকের এই পোস্টে ২০১৯ সালের Railway NTPC পরীক্ষার ১৫ টি জেনারেল নলেজের প্রশ্ন পাবলিশ করা হলো। এই বিগত বছরের প্রশ্নের উত্তর সহ পিডিএফ ডাউনলোড করতে পারবেন। আপনারা খুব সহজেই এই প্রশ্নোত্তর গুলির পিডিএফ ডাউনলোড করতে পারবেন। Railway NTPC পরীক্ষার বিভিন্ন বছরের বিগত বছরের প্রশ্নপত্র থেকে এই সেটগুলি তৈরী করা হয়েছে। রেলওয়ের যেকোনো পরীক্ষার প্রস্তুতিতে বিগত বছরের প্রশ্ন খুবই গুরুত্ত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ রেলওয়ের পরীক্ষায় প্রচুর প্রশ্ন রিপিট হয়।




NTPC Previous Year Question Paper PDF in Bengali

Railway NTPC পরীক্ষার্থীদের প্রস্তুতির বিষয়টি মাথায় রেখে এই Previous Year Question সেটগুলি তৈরী করা হয়েছে। বিশেষত যে সমস্ত পরীক্ষার্থীরা বাংলা ভাষায় পরীক্ষা দেবেন তাদের জন্য এই সেটগুলি খুবই কার্যকরী হবে। প্রতিদিনের Previous Year Question সেটে 15 টি করে প্রশ্ন থাকবে। আজকের Railway NTPC Previous Year Question সেটেও 15 টি প্রশ্ন রয়েছে।

Railway NTPC Previous Year Question in Bengali Set- 2

1) ___ ভারতে মহাত্মা গান্ধীজির প্রথম সফল সত্যাগ্রহ ছিল।
[A] খেদা
[B] বারদৌলি
[C] চম্পারণ
[D] লবণ মার্চ

উত্তরঃ চম্পারণ

2) এদের মধ্যে কোনটি ফতেপুর সিক্রির একটি ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ নয়?
[A] বুলন্দ দরওয়াজা
[B] ইবাদত খানা
[C] গোল গম্বুজ
[D] পঞ্চমহল

উত্তরঃ গোল গম্বুজ

3) ওখলা বার্ড আশ্রয়স্থল কোথায় অবস্থিত?
[A] হিমাচল প্রদেশ
[B] NCR অঞ্চল
[C] হরিয়ানা
[D] পাঞ্জাব

উত্তরঃ NCR অঞ্চল

4) __ টুথপেস্টের উপাদান নয়।
[A] ফ্লোরাইড
[B] সোডিয়াম কার্বোনেট
[C] ক্যালসিয়াম কার্বোনেট
[D] ম্যাগনেসিয়াম কার্বোনেট

উত্তরঃ সোডিয়াম কার্বোনেট

5) বিখ্যাত সোমনাথ মন্দির অবস্থিত—
[A] তামিলনাড়ু
[B] উত্তর প্রদেশ
[C] গুজরাট
[D] রাজস্থান

উত্তরঃ গুজরাট

6) ভ্যাকুয়াম এ আলোর গতিকে একটি মাধ্যম দিয়ে প্রবেশ করলে সেই আলোর গতির অনুপাতকে বলা হয়—
[A] প্রতিক্ষেপক সূচক
[B] প্রতিসারঙ্ক সূচক
[C] মেডভ্যাক ইনডেক্স
[D] এয়ার কোয়ালিটি ইনডেক্স

উত্তরঃ প্রতিসরাঙ্ক সূচক

7) প্রথম ভারতীয় মহাকাশযান যেটা __ প্রয়াসে মঙ্গল কক্ষপথে প্রবেশ করে।
[A] প্রথম
[B] দ্বিতীয়
[C] তৃতীয়
[D] চতুর্থ

উত্তরঃ প্রথম

8) __ কার্বনের একটি রুপ নয়।
[A] হীরা
[B] সিলিকন
[C] ফুলারিন
[D] গ্রাফাইট

উত্তরঃ সিলিকন

9) __ এক্সচেঞ্জার প্রবাহের একটি প্রকার নয়।
[A] রেখন প্রবাহ
[B] সংখায়ক প্রবাহ
[C] সমান্তরাল প্রবাহ
[D] শ্রেণীবদ্ধ প্রবাহ

উত্তরঃ শ্রেণীবদ্ধ প্রবাহ

10) নিম্নলিখিত কোনটি ভারতের একটি লোকনৃত্য নয়।
[A] মোহিনীঅট্টম
[B] লাভনি
[C] কালবেলিয়া
[D] রউফ

উত্তরঃ মোহিনীঅট্টম

11) কোনটি নেপালের প্রধান গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের অংশ নয়?
[A] তরাই
[B] হিলস
[C] ডেকান
[D] পর্বতমালা

উত্তরঃ ডেকান

12) কন্টাক্ট লেন্স সাধারণত তৈরি হয় কি দিয়ে?
[A] টেফলন
[B] হাইড্রোজেল
[C] নাইলন
[D] মাইকা

উত্তরঃ হাইড্রোজেল

13) 15 শতকে, কোন খেলাটিকে বাবর ভারতের জনপ্রিয় করেছিলেন?
[A] গলফ
[B] পোলো
[C] কাবাডি
[D] ক্যারাটে

উত্তরঃ পোলো

14) গুরগাঁয়ে শুরু হওয়া প্রথম নারী চালিত দুই চাকার গণপরিবহন সেবাকে __ বলা হয়।
[A] বিক্সি ব্লু
[B] বিক্সি পিঙ্ক
[C] বিক্সি গ্রীন
[D] বিক্সি রেড

উত্তরঃ বিক্সি পিঙ্ক

15) ভারতের প্রথম ব্যাংক কোনটি?
[A] রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
[B] স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
[C] সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
[D] ব্যাঙ্ক অফ হিন্দুস্তান

উত্তরঃ ব্যাঙ্ক অফ হিন্দুস্তান

Important Links

RRB NTPC Previous Year Question pdf Set 2DOWNLOAD
Homewww.westbengaljob.in

                                        Join Telegram Join WhatsApp



1.RRB NTPC Previous Year Question pdf Set 1 : Download

2.RRB NTPC Previous Year Question pdf Set 1 : Download














@Source : Exambangla

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ